অনলাইনে অর্থ উপার্জনের অনেক পন্থা অাছে।সবাই কম বেশি এ সব পথ সর্ম্পকে অামার চেয়ে খুব ভাল জানেন।অামি এখানে শুধু mobgold মোবাইল এডসেন্স নিযে অামার কিছু অভিজ্ঞতা শেয়ার করব অার সবশেষে পেমেন্ট প্রাপ্তির প্রমান।
অাপনারা যারা মোবাইল পাবলিশার তারা সকলেই হয়তবা google এর admob সর্ম্পকে জানেন।কয়েকটা দিক ব্যতীত admob পাবলিশারদের জন্য অসাধারন একটি এড প্লাটফর্ম।অামি ব্যক্তিগত ভাবে একজন admob পাবলিশার।তবে অন্যান্য মোবাইল এড প্লাটফর্মগুলোর উপর অামি নিয়মিত গবেষনা করে যাচ্ছি।গত ১৮।১০।২০১০ তারিখে mobgold এর উপর অামার গবেষনা শেষ হল পেমেন্ট প্রাপ্তির মাধ্যমে।
এবার mobgold এর সুবিধা ও অসুবিধাগুলো দেখা যাক।
সুবিধা:
১।account disable হওয়ার সম্ভাবনা খুব কম।
২।যে কেউ registration করতে পারবেন যাদের সাইট অাছে তারা publisher হিসেবে অার যাদের সাইট নাই affiliate হিসেবে।publisher+advertiser+affiliate হিসেবেও registration করতে পারেন কোন সমস্যা নাই।
৩।অাপনার সাইট এ মোটামুটি রকমের কন্টেন্ট থাকলে অাপনার সাইট এপ্রুভ হবে।ইউনিক না হলেও চলবে।
৪।এদের রেফারাল সিস্টেম অাছে।এদের রেফারাল সিস্টেম অনেক প্রশংসিত।অামার কাছে MLM এর মত মনে হয়েছে।
তবে MLM এর সাথে এর বেসিক পার্থক্য এটাতে রেজিস্ট্রেশন করতে অাপনাকে ৬০০০ টাকা বিনিয়োগ করতে হবে না।
অার অাপনি যাদের রেফার করবেন তারা রেজিস্ট্রেশন করলে অাপনি পাবেন ধরুন ১ ডলার ।
তারা যাদের রেফার করবে তাদের কাছ থেকে অাপনি পাবেন ধরুন ৫০ সেন্ট।
অাবার তারা যাদের রেফার করবে তাদের কাছ থেকে অাপনি পাবেন ধরুন ২৫ সেন্ট।
এমন করে অর্থ বন্টন হবে তবে রেফারালে কত দেওয়া হয় তা অামি জানিনা কারন এ পর্যন্ত কাউকে রেফার করিনি।
রেফারালে টাকা প্রাপ্তি নির্ভর করে অাপনি যাকে রেফার করছেন তিনি যদি publisher হন তার সাইট যদি এপ্রুভ হয়।
৫।কাস্টমার সাপোর্ট এডমোবের চেয়ে ভাল
অসুবিধা:
১।মিনিমাম পেঅাউট ৫০ ডলার
২।ইম্প্রেশন ৭০%-৮০%
৩।টাকা পেতে ১ মাস+ অপেক্ষা করতে হয়।
৪।সারভার সাইট স্ক্রিপটিং ল্যান্গুয়েজ য়েমন:php,asp,jsp,.net দিয়ে সাইট তৈরি হতে হয়।
৫।যারা wapamp.wives, wen.ru, xtgem. superwap.eu এরকম সাইট বিল্ডার ব্যবহার করছেন তারা কোন প্রকার বিজ্ঞাপন দেখাতে পারবেন না।
৬।শুধু মাত্র মোবাইল সাইটের জন্য
৫।৫০ ডলার হতে অামার মোটামুটি ১ মাস লেগেছে
৬।শুধুমাত্র পেপাল অার ব্যাংক এর মাধ্যমে টাকা তোলা যায়।
কিছু টিপস:
অাপনারা যারা উপার্জনের কথা ভাবছেন তারা এই টিপসগুলো ফলো করতে পারেন।
১।অাপনি ইচ্ছে করলে অাইপি লগ করে user কে বিজ্ঞাপনের লিংকে রিডাইরেক্ট করতে পারেন।এতে ip নতুন হলে ক্লিক হিসেবে count হবে।তবে এটা করার জন্য অনুৎসাহিত করা হয়।
২।ভুলেও নিজে ক্লিক করবেন না।
৩।বিভিন্ন সোর্স থেকে অাসা user দের জন্য একটা entry পেইজ তৈরি করতে পারেন।যার উপরে থাকবে বিজ্ঞাপন নিচে থাকবে অাপনার সাইটের মেইন পেইজ লিংক।
৪।ডাউনলোডেবল কন্টেন্ট এর লিংকের ঠিক উপরে বিজ্ঞাপন স্থান দিন।
৫।কন্টেন্ট লিস্টের মাঝখানে বিজ্ঞাপন স্থান দিন।
৬।dot.tk অথবা co.cc অথবা cz.cc ফ্রি ডোমেইন ব্যবহার করতে পারেন।
৭।য়ারা cms হিসেবে wordpress ব্যবহার করেন তারা mobilepress pluginটাকে সব ধরনের এড ব্যবহার করার জন্য কাস্টমাইজ করে নিতে পারেন।
৮।যারা cms হিসেবে joomla ব্যবহার করেন তারা japarty2 থিম ব্যবহার করতে পারেন,এটা সব ধরনের device কম্পাটিবল।এড দেখানোর জন্য mobile theme টা কাস্টমাইজ করে নিতে হবে।
পেমেন্ট প্রুফ:
যে সব পাবলিশার admob ব্যবহার করছেন তারা প্যারালালভাবে mobgold ব্যবহার করতে পারেন।
অার যারা নতুন করে শুরু করার কথা ভাবছেন অবশ্যই যে কোন php hosting ব্যবহার করবেন, ফ্রি হস্টিং হলে ও সমস্যা নাই।ফ্রি হস্টিং হিসেবে byethost.com ব্যবহার করতে পারেন।অামার php scripting life শুরু হয়েছে byethost দিয়ে।অামি একটা ইমেজ সার্চ engine বানিয়েছিলাম যা অনেক রিসোর্স ব্যবহার করত য়ার কারনে অামার account ডিজেবল করে দেয়া হয়।এখনো বাইট হোস্টে দুইটা account অাছে।
সবশেষে বলব ইচ্ছা থাকলে একবার চেষ্টা করে দেখতে পারেন।
অার অামি যেসব মোবাইল সাইট থেকে অায করেছি একটা সাইটেও অাহামরি কিছু নাই।একটা হল sms এর।একটা সার্চ engine।
তাই অামি মনে করি অাপনারা যদি ধৈর্য্য অার বুদ্ধি দিয়ে কাজ করেন তাহলে অাপনারাও পারবেন।অার silent experiment চালিয়ে যান।দেখবেন এক সময় না একসময় সাফল্য অাসবে।
অামার একটা প্রিয় উক্তি অাছে,
"Success is like your own shadow, if u try to catch then you will never succeed, ignore it and walk in your own way.. it will follow u."
রেজিস্ট্রেশন লিংক:
mobgold
================================================
প্রথম প্রকাশ সি এস ই ল্যাব বাংলা
আমি কাউছার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to write........................
আপনার সাফল্যে সবাই অনুপ্রানিত হবে, এটাই আশা করি।
আপনার সাইট দুটির লিন্ক দিতে পারবেন?
ব্লগস্পটে কি কাজ হবে? বা ওয়ার্ডপ্রেসের ফ্রী ব্লগে?
সাফল্য নিয়ে আমারও একটা প্রিয় উক্তি আছে। “লেগে থাকলে হয়”
ধন্যবাদ।