ফেসবুকের কল্যানে অনেকেই হয়ত জেনে গেছেন যে টেলিটক এবং ওকাপিয়া যৌথভাবে ফ্রি স্মার্টফোন অফার দিয়েছে কিছু শর্তসাপেক্ষে। আমার মত অনেকেরই প্রশ্ন হল, ফোনটা কেমন? কি কি অপশন আছে? কোন শর্ত আছে কি না? ইত্যাদি ইত্যাদি। শুরু করার আগেই বলে রাখি, আমি গতকালই জিনিশটা কিনেছি এবং সেই আলোকেই এ লেখা।
প্রথমেই অফারটা সম্পর্কে জেনে নেয়া যাক। বেশি কথা না বলে এডটা দিয়ে দেইঃ
টেলিটক-ওকাপিয়া ডাবল উসুল অফারঃ
প্রসঙ্গগত বলে রাখি, কেবলমাত্র Okapia Striker সেটটা সম্পুর্ন ফ্রি মানে ১০০% উসুল, অন্য মডেলটায় ৫০% উসুল। আমি Okapia Striker নিয়ে কথা বলব।
হ্যান্ডসেটটার অফিসিয়াল স্পেক একটু দেখে নেয়া যাকঃ
যে কথা গুলো বলা নাই এবার সেগুলো বলি।
প্রথমেই দেখা যাক, অফিসিয়াল স্পেকের বাইরে কি কি সুবিধা আছেঃ
- ১। ডুয়েল সিম, মাইক্রো+মিনি। দুই স্লটেই একসাথে থ্রিজি সাপোর্ট করে।
- ২। থ্রিজি ভিডিও কল (ডাটা কানেকশন বা থার্ড পার্টি এপ ছাড়াই) করা যায়।
- ৩। App Permission ফাংশন আছে, বিভিন্ন এপের এক্সেস লেভেল কন্ট্রোল করা যায়। (মানে কোন এপ ইন্টারনেট ইউজ করতে পারবে, কোন এপ ক্যামেরা ইউজ করতে পারবে এইসব স্পেসিফাই করা যায়।)
- ৪। চারটা কালারঃ ব্ল্যাক, ব্লু, হোয়াইট, লেমন।
- ৫। WiFi হটস্পট, ইউএসবি মোডেম (টেথারিং) ফাংশন আছে।
- ৬। voice unlock ফাংশন আছে।
- ৭। আড়াই-তিন ঘন্টাতে ফুল চার্জ হয়ে যায়।
এবার বলি কিছু সমস্যার কথা যা অফিসিয়াল স্পেকে উল্লেখ নাইঃ
- ১। ইউজেবল র্যাম ৪৬৮ মেগাবাইট (৫১২ নয়)
- ২। ব্যাটারি ব্যক আপ নিয়ে একটু বেশি বলা আছে, টকটাইম ৫-৬ ঘন্টা হতে পারে সর্বোচ্চ।
- ৩। ম্যাগনেটিক সেন্সর (কম্পাস), জি সেন্সর নাই।
এবার টেলিটকের কাস্টোমার কেয়ারের বরাত দিয়ে কিছু কথা বলা যাকঃ
- সিম কার্ড এবং হ্যান্ডসেট একসাথে ইনটেক আকারে প্যাকড করা থাকে।সিমের দাম আলাদা করে দিতে হবে না।
- সিম লাগানোর পর ১৫১৫ এ কল করুন, সাথে সাথে প্রথম মাসের ফ্রি এসএমএস, টকটাইম এবং ডাটা পেয়ে যাবেন । ব্যালেন্স থাকবে ০.০০ টাকা। কোন রিচার্জের দরকার নাই।
- পরের মাসের ফ্রি এসএমএস, টকটাইম এবং ডাটা পাওয়ার জন্য কোন শর্ত নাই। মাস শেষ হলে অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সিমটা শুধু সেটের সাথে এক্টিভ থাকতে হবে।
- যেকোন সময় অবশিষ্ট ফ্রি এসএমএস, টকটাইম এবং ডাটা এবং মেয়াদ জানতে ডায়াল করুন *১৫২#
এবার কিছু এডভান্সড ইনফরমেশন দিই এক্সপার্টদের জন্য, ডিটেইলস বলার দরকার নাই, আকেল মানকে লিয়ে স্ক্রীনশটই কাফি!!!
Android Assistant এর স্ক্রীনশটঃ
Antutu Benchmark এর স্ক্রীনশটঃ
পরিশেষে আমার ডিভাইসখানার ফটুঃ
সবাইকে ধন্যবাদ!!!!
জেগে উঠুক টেলিটক!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!