টেলিটক ফ্রি স্মার্টফোন অফারঃ হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স

ফেসবুকের কল্যানে অনেকেই হয়ত জেনে গেছেন যে টেলিটক এবং ওকাপিয়া যৌথভাবে ফ্রি স্মার্টফোন অফার দিয়েছে কিছু শর্তসাপেক্ষে। আমার মত অনেকেরই প্রশ্ন হল, ফোনটা কেমন? কি কি অপশন আছে? কোন শর্ত আছে কি না? ইত্যাদি ইত্যাদি। শুরু করার আগেই বলে রাখি, আমি গতকালই জিনিশটা কিনেছি এবং সেই আলোকেই এ লেখা।

প্রথমেই অফারটা সম্পর্কে জেনে নেয়া যাক। বেশি কথা না বলে এডটা দিয়ে দেইঃ

টেলিটক-ওকাপিয়া ডাবল উসুল অফারঃ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রসঙ্গগত বলে রাখি, কেবলমাত্র Okapia Striker সেটটা সম্পুর্ন ফ্রি মানে ১০০% উসুল, অন্য মডেলটায় ৫০% উসুল। আমি Okapia Striker নিয়ে কথা বলব।

হ্যান্ডসেটটার অফিসিয়াল স্পেক একটু দেখে নেয়া যাকঃ

 

যে কথা গুলো বলা নাই এবার সেগুলো বলি।

প্রথমেই দেখা যাক, অফিসিয়াল স্পেকের বাইরে কি কি সুবিধা আছেঃ

  • ১। ডুয়েল সিম, মাইক্রো+মিনি। দুই স্লটেই একসাথে থ্রিজি সাপোর্ট করে।
  • ২। থ্রিজি ভিডিও কল (ডাটা কানেকশন বা থার্ড পার্টি এপ ছাড়াই) করা যায়।
  • ৩। App Permission ফাংশন আছে, বিভিন্ন এপের এক্সেস লেভেল কন্ট্রোল করা যায়। (মানে কোন এপ ইন্টারনেট ইউজ করতে পারবে, কোন এপ ক্যামেরা ইউজ করতে পারবে এইসব স্পেসিফাই করা যায়।)
  • ৪। চারটা কালারঃ ব্ল্যাক, ব্লু, হোয়াইট, লেমন।
  • ৫। WiFi হটস্পট, ইউএসবি মোডেম (টেথারিং) ফাংশন আছে।
  • ৬। voice unlock ফাংশন আছে।
  • ৭। আড়াই-তিন ঘন্টাতে ফুল চার্জ হয়ে যায়।

এবার বলি কিছু সমস্যার কথা যা অফিসিয়াল স্পেকে উল্লেখ নাইঃ

  • ১। ইউজেবল র‍্যাম ৪৬৮ মেগাবাইট (৫১২ নয়)
  • ২। ব্যাটারি ব্যক আপ নিয়ে একটু বেশি বলা আছে, টকটাইম ৫-৬ ঘন্টা হতে পারে সর্বোচ্চ।
  • ৩। ম্যাগনেটিক সেন্সর (কম্পাস), জি সেন্সর নাই।

এবার টেলিটকের কাস্টোমার কেয়ারের বরাত দিয়ে কিছু কথা বলা যাকঃ

  • সিম কার্ড এবং হ্যান্ডসেট একসাথে ইনটেক আকারে প্যাকড করা থাকে।সিমের দাম আলাদা করে দিতে হবে না।
  • সিম লাগানোর পর ১৫১৫ এ কল করুন, সাথে সাথে প্রথম মাসের ফ্রি এসএমএস, টকটাইম এবং ডাটা পেয়ে যাবেন । ব্যালেন্স থাকবে ০.০০ টাকা। কোন রিচার্জের দরকার নাই।
  • পরের মাসের ফ্রি এসএমএস, টকটাইম এবং ডাটা পাওয়ার জন্য কোন শর্ত নাই। মাস শেষ হলে অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সিমটা শুধু সেটের সাথে এক্টিভ থাকতে হবে।
  • যেকোন সময় অবশিষ্ট ফ্রি এসএমএস, টকটাইম এবং ডাটা এবং মেয়াদ জানতে ডায়াল করুন *১৫২#

এবার কিছু এডভান্সড ইনফরমেশন দিই এক্সপার্টদের জন্য, ডিটেইলস বলার দরকার নাই, আকেল মানকে লিয়ে স্ক্রীনশটই কাফি!!!

Android Assistant এর স্ক্রীনশটঃ

 

 

 

 

Antutu Benchmark এর স্ক্রীনশটঃ

 

 

 

 

 

 

 

 

 পরিশেষে আমার ডিভাইসখানার ফটুঃ

 

সবাইকে ধন্যবাদ!!!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Level 2

আমি রনি০৬০০০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জেগে উঠুক টেলিটক!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

এই ফোন পেতে হলে কি কি করতে হবে ?

    @তুহিন তুষার: নিয়মিত ক্লাস না করলে এই ফোন দিবে না। তুমি তো নিয়মিত ক্লাস কর না। নিয়মিত ক্লাস কর CI তোমায় ফ্রি এই ফোন দিবে। :-p

টাকা + সিম রেজিস্ট্রেশন এর জন্য দরকারী কাগজপত্র(১ কপি ছবি+জাতীয় পরিচয়পত্রের কপি) নিয়ে দোকানে/টেলিটক সেন্টারে/ওকাপিয়া শোরুমে যেতে হবে।

আমি ওকাপিয়া ইজি টা কিনছিলাম, যা ধরা খাইছি……………. বলার মতো না। ভাইবার + অফিস ডিফল্ট ছিলো কিন্তু সমস্যার কারনে কনোটাই কাজ করে না। কেয়ারে নিয়া ৬-৭ পর দিসে পুরাতন করে আমার নতুন সেট টা । কিন্তু তারপরেও ঠিক হয় নাই। নেটওয়ার্ক এতো দুর্বল যা বলার মতো নয়। ব্যাটারি ব্যাক আপ একদম ভালো না। কেনার ১ মাসের মাথায় অটা সেল দিছি, কিন্তু বলে দিছি সমস্যার কথা। বলতে গেলে মাগনা তে প্রায় বিক্রি দিছি। ওটা রবির সাথে অফার ছিলো। এবার টেলিটক এর সাথে জুটি বাধছে।

আমি কি বল্বো ভাই, গ্রামে বেড়াইতে গেচিলাম, নেট নাই। সাউন্ড ছিলো একদম লো। হেডফোন ছাড়া কথা বলাই যাইতো না। তবে আমি ওকাপিয়া ইজি সেট টার কথা বলেছি। আপনার টা যে এমন হবে তার তো মানে নাই। ভরসা করে এগোন। এটা সুইস ব্রান্ড, তাই তেস্ট নিতে চাইছিলাম। আমার ৫০০০ টাকাই জলে। আমি বললাম আমারটা রবির সাথে আর আপনার টা টেলিটক এর সাথে। দেখেন প্রবলেম ফিল করেন কি না। না করলেই ভালো।

Level 2

magna jinis abar valo khoje.jege utho bengali.

যাই হোক টেলিটক তা হলে মুখ খুলতেছে
স্বাগতম…………………………………..

Level 0

টেলিটক যেমন একটা দুর্নীতি যুক্ত প্রতিষ্ঠান প্রতিমন্ত্রী ফোন করে সেবা পান না। এই দুর্নীতিবাজ আবার আরেক ভুয়া ওকাপিয়া ব্র্যান্ডের সাথে চুক্তি করেছে। এই কোম্পানির ইনভা নামে একটি ট্যাব আমি কিনেছিলাম গত ১৫-০৪-১৫ তারিখে। কেনার ৭ দিনের মাথায় ড্যামেজ হয়েছে।আজ ২৭ দিন যাবত ওয়ারন্টী সার্ভিসে পড়ে আছে। কেউ ভুল করেও এই ট্যাব অথবা এই কোম্পানির কোন ফোন নিয়েন না। । নিলে আমার মত পস্তাতে হবে, তবে সব চাইতে দুঃখজনক এই কোম্পানির কাস্টমার সার্ভিস। দুটি নাম্বার আছে একটি বন্ধ অন্যটি রিসিভ করে না। আমাকে আজ কাল বলে একমাস হতে হয়রানি করছে। আমার মত অনেকেই এই কোম্পানির ভোগান্তির স্বীকার। ফেসবুকে ঢুঁ দিলে জানতে পারবেন। এই কোম্পানির একটি ফেসবুক পেজ আছে। সেখানে তারা আমার কোন অভিযোগ আমলে নেয় না। এমনকি কোম্পানি সম্পর্কে কোন সত্য অথচ নেগেটিভ কমেন্ট করলে অ্যাডমিন ডিলিট করে দেয়। আমার একটি কথাও যদি মিথ্যা নয়। ফেসবুক ও এই কোম্পানির ওয়েব সাইট থেকে ঘুরে এসে সব প্রমান পাবেন। আর সব চাইতে সত্য হল এই ট্যাবের নেট স্পিড খুব খুব স্লো .১ জিবি র‍্যাম অথচ এর চাইতে ৫১২ র‍্যামের অন্য ব্র্যান্ডের সেটে স্পিড বেশি। আর পিকচার কোয়ালিটি খুব খারাপ।

    @humanst1: কিছু কিছু বেপারে একমত হইতে পারলাম না। টেলিটক দুর্নীতি যুক্ত প্রতিষ্ঠান, সো দুর্নীতি মুক্ত কোনটা? জিপি? এয়ারটেল? আমার তো মনে হয় টেলিটক একমাত্র অপারেটর যারা কাস্টিমারকে মিথ্যা কথা বলে না এবং সবচে কম দামে সার্ভিস দেয়। ওকাপিয়ার বেপারে কমপ্লেন মানা যায়। জিনিশ চায়না, দাম সস্তা, আর সস্তার তিন অবস্থা সেতো সবাই জানে। আপনি নিশ্চয় ফ্রি একটা প্রোডাক্টের সাথে ব্রান্ড প্রোডাক্টের সার্ভিস কম্পেয়ার করবেন না! আরো কথা থাকে ইলেক্ট্রনিকস জিনিশ সার্ভিস লাইফ ভাগ্যের উপরও নির্ভর করে। কপ্লেনের কারনে যদি কেউ প্রোডাক্ট না কিনে তাহলে ওয়াল্টনের সাইটে কমেন্টগুলো দেখে কোন সুস্থ লোক ওয়াল্টন সেট কিনত না! আল্লাহ ভরসা!