এবার আসছে ওয়ালটনের তৈরি ওয়ালপ্যাড প্রো

বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন বাজারে আনছে উইন্ডোজনির্ভর মাল্টি ফাংশনাল এক্সপার্ট ট্যাব’ ওয়ালপ্যাড প্রো’। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ৮.১ চালিত এই প্যাডটিতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম আপডেট সুবিধা পাওয়া যাবে।

ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে এই ৮. ৯ ইঞ্চি মাপের ওয়ালপ্যাড প্রো বাজারে পাওয়া যাবে। এতে রয়েছে ইনটেল কোয়াডকোর প্রসেসর, দুই জিবি র‍্যাম ও ইনটেলের গ্রাফিকস সুবিধা।

ওয়ালটনের গবেষণা ও উন্নয়ন (সফটওয়্যার) বিভাগের প্রকৌশলী আরিফুল হক রায়হান বলেন, ‘মাল্টিমিডিয়া ব্যবহারকারীদের এই ট্যাবটি দারুণ সুবিধা দেবে। ওয়ালটনের এই ওয়ালপ্যাডে ইন্টেল এসডি অডিও সিস্টেম থাকার ফলে নিখুঁত সাউন্ড ইফেক্ট পাওয়া যাবে। এতে আছে মাইক্রোচিপ প্রযুক্তি সংবলিত ৬৪ জিবির বিশাল ডাটা স্টোরেজ স্পেস। যা গতানুগতিক ম্যাগনেটিক হার্ডডিস্কের থেকে অর্ধেক সময়ে অ্যাপলিকেশন রান করতে সক্ষম।’ আরিফুল হক আরও জানান, ওয়ালপ্যাড প্রো ব্যবহারকারীরা এক বছরের জন্য বিনা মূল্যে অফিস ৩৬৫ স্যুইট ব্যবহার করতে পারবেন। এতে সহজেই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টসহ বিভিন্ন অফিস সফটওয়্যার এবং ক্লাউড শেয়ারিং সুবিধা মিলবে। এ ছাড়া মাইক্রোসফট ওয়ান ড্রাইভে পাওয়া যাবে ১ টেরাবাইট স্টোরেজ। যেখানে ক্লাউড কম্পিউটিং এর পূর্ণ সুবিধা রয়েছে।

ওয়ালপ্যাড প্রো ট্যাবটি ওয়াই-ফাই ও ব্লুটুথের পাশাপাশি থ্রি সিমকার্ড সমর্থন করবে। এতে আছে ইউএসবি ২.০ এবং মাইক্রো এইচডিএমআই পোর্ট। ওটিজি সুবিধা থাকায় যেকোনো ইউএসবি পেরিফেরাল এবং ডিভাইস খুব সহজেই এর সঙ্গে যুক্ত করা সম্ভব। সেন্সর হিসেবে রয়েছে এক্সেলেরোমিটার ৩ থ্রিডি এবং সমন্বিত (ইন্টিগ্রেটেড) জিপিএস সিস্টেম। এক্সটারনাল পাওয়ার দিয়ে পোর্টেবল এইচডিডি ড্রাইভ ব্যবহার এবং অপটিক্যাল ড্রাইভ ও ইউএসবি ইথারনেট ব্যবহার সম্ভব। যুক্ত করা যাবে যেকোনো ইউএসবি মডেম। এর বিশেষ টাইপ কভার দেবে কি বোর্ড সুবিধা। সেইসঙ্গে তা বাইরের চাপ, দাগ এবং ময়লা থেকে ট্যাবটিকে রক্ষা করবে।
এটি মাইক্রোসফট অ্যাপস স্টোরের সঙ্গে যুক্ত থাকায় উইন্ডোজ ঘরানার সব অ্যাপসই সহজে ব্যবহারের সুযোগ রয়েছে। এসব সুবিধা দীর্ঘ সময় উপভোগের জন্য ওয়ালপ্যাড প্রোতে যুক্ত হয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি। প্যাডটির ওজন মাত্র ৪৬০ গ্রাম। এর দৈর্ঘ্য ২৩২.৮ মিলিমিটার, চওড়া ১৪৯.৫ মিলিমিটার এবং পুরু ৮ দশমিক ৫ মিলিমিটার।
ওয়ালপ্যাড প্রোর দাম ১৯ হাজার ৯৯০ টাকা।

বিজ্ঞান ও প্রযুক্তি সকল প্রকার খবর পেতে এখনি লাইক করুন নিচের পেইজটিতে>>>>>>> বিজ্ঞান ও প্রযুক্তি 

Level 0

আমি খাদিমুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠Bismillahir Rahmanir rahim♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠ About me............. Name: "Khadimul Islam" Nickname: "Khadim" Date of birth: "4/7/1996" Birth Place: "Tangail" Hometown: "Tangail" Current Residence: "Tangail, Bangladesh" Nationality: "Bangladeshi" Religion: "Islam" Height: 5'2.5" Hobby: "Music&Gaming" Favourite Language: "Bengali" Hair Colour: "Black" Eyes Colour: "Black" Favourite Drinks: "Tiger & Speed & Haven" Favourite Food: "Fushka,Halim,chicken...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই দামে দারুন একটি ট্যাব। ইউটিউবে সাদা রংয়ের টার রিভিউ দেখলাম কিন্তু বাজারে শুধু কাল রংয়েরটা পাওয়া যাচ্ছে। সাদাটা কবে পাব?

Level 0

অস্তির একটা ট্যাব। ফিচার হিসেবে দাম অনেক কম। ব্র্যান্ডের হলে কমপক্ষে ৩০০০০+ দাম হতো

sob kichur i advantage and disadvantage thake.. Please doya kore bolben etar disadvantage Ki Ki please please

Abdullah al faruk Raju
11 hours ago · Shared publicly

Arekta question Ami ki etak amr samsung lcd ar shathe connected korte parbo ..tab kinle otg cable ki dibe? Mouse keboard ki dibe?ami bujar chacci ami ki icca korle etak pc banate parbo? Tab hobe cpu..display hobe samsung lcd speker cable die 3.5 jack a lagabo..mouse r kebord tw achei..parbo?please reply

Level 0

Ete ki exe.file support kore ? Please janaben.