এবার মাত্র ১০ মিনিটে কোনো প্রকার অ্যাপ বা সফট্যওয়্যার ছাড়াই বাড়িয়ে নিন আপনার অ্যান্ড্রয়েড ফোনের র্যাম।

পারফরমেন্স পাওয়ার জন্য অ্যান্ড্রয়েড ফোনগুলোতে যথেষ্ট পরিমাণ র্যাম থাকে না। আর ল্যাপটপ বা কম্পিউটারের মতো অতিরিক্ত র্যাম লাগানোর কোনো
সুযোগ নেই। তার মানে এই নয় যে, ওই অল্প র্যাম নিয়েই আপনাকে কাজ চালিয়ে নিতে হবে। আপনি চাইলেই
আপনার স্মার্টফোনটি র্যাম বাড়িয়ে পারফরমেন্স আগের চেয়ে অনেক ভালো পারেন। ফোনটিকে অবশ্যই রুট করে নিতে হবে। আর অবশ্যই আপনার ফোনে Swapper for Root অ্যাপসটি ইনস্টল থাকতে হবে। আশা করি আপনাদের সকলের কাছে আছে।

যা লাগবে ১.৬ এর পরবর্তী সংস্করণের অ্যান্ড্রয়েড সেটটি রুট থাকতে হবে একটি মাইক্রো এসডি (SD) কার্ড যেখানে কমপক্ষে ৩০০ MB জায়গা ফ্রি আছে যা করতে হবে।

১. প্রথমে Swapprr For Root এ এপসটি ওপেন করুন আর ওপেন করার পর ‘Active on Boot Swap’ বাটনে যান।

২. EXT Partition SD Card নির্বাচন করুন।

৩. এরপর File Dimension Swap (in MB) এ লিখে কতোখানি র্যাম আপনার দরকার। তবে সাধারণত সর্বোচ্চ ২৫৬ MB পর্যন্ত রাখার পরামর্শ দেয়া হয়।

৪. এবার সেফ করুন।

ব্যস হয়ে গেল। দেখুন আপনার ফোনের র্যাম বেড়ে গেছে। আর কাজের গতিও বেড়েছে।

আমার সাইটঃ http://trickround.com

Level 0

আমি শরাফত আহমেদ অনন্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শিরনামে কি লেখছেন আর মুল লেখায় কি লেখছেন?
Swapper for Root রে কি এপ্লিকেশন মনে হয় না?
বানান ভুল তো বাদই দিলাম।

” এবার মাত্র ১০ মিনিটে কোনো
প্রকার অ্যাপ বা সফট্যওয়্যার ছাড়াই
বাড়িয়ে নিন আপনার অ্যান্ড্রয়েড
ফোনের র্যাম।”

” গুগল প্লেস্টোর
থেকে Swapper for Root অ্যাপসটি
ডাউনলোড করে ইনস্টল করতে হবে।”

দুই জায়গায় দুইরকম কথা। আশা করি এরপর থেকে টিউনের সাথে মিল রেখে টাইটেল দেবেন।

ভাই, টিউন করেছেন ভালো কথা। এদিক থেকে বলেলন, কোন রকম এপ্স ও সফটওয়্যার ছাড়া।
আবার বলেন যে swapper এপ্স টি ইন্সটল থাকতে হবে। তো কথাটা কেমন হয়ে গেলো না। আর এটা পুরান টিউন। আশা করি এই টাইপের টাইটেল দিয়ে টিউন করবেন না। :-/

vai root korar jonno ki korte hobe? app ta deben? amar samsung grand prime set