গ্রামীণফোন গ্রাহকদের জন্য একঝুড়ি সুখবর!!!

অাস সালামু অালাইকুম।
শুভেচ্ছা সবাইকে...

আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই।
আল-হামদুলিল্লাহ! আমিও ভালোই আছি।

আজকে হাজির হয়েছি গ্রামীণফোন গ্রাহকদের জন্য বেশকিছু সুখবর নিয়ে।

তো আর কথা না বাড়িয়ে মূল কথায় আসি,
[শুরুতেই যে offer এর কথা বলছি সেই offer টি পেতে হলে অবশ্যই "বন্ধু" প্যাকেজের গ্রাহক হতে হবে। (অর্থাৎ wowbox অ্যাপটির offer গুলো পেতে হলে।) এইমুহুর্তে "বন্ধু" প্যাকেজে না থাকলে "B" লিখে sms করুন 4444 নাম্বারে অথবা *111*44*1# ডায়াল করুন।]

* যারা Android ফোন ব্যবহার করছেন তারা ইচ্ছে করলেই GP সিমে প্রতিদিন 20MB করে ফ্রি পেতে পারেন!
এজন্য খুব বেশি কিছু করারও প্রয়োজন নেই;
শুধুমাত্র Play Store থেকে wowbox নামের ছোট্ট অ্যাপটি ডাউনলোড করলেই হবে।

অ্যাপটির ডাউনলোড লিংক-
https://play.google.com/store/apps/details?id=com.telenor.ads

অ্যাপটি ইন্সটল শেষে যে সিমে ফ্রি নিতে চান সেই সিমের ডাটা কানেকশন অন করে অ্যাপটি ওপেন করুন। উল্লেখ্য যে, অ্যাপটি কোনো ডাটা চার্জ করবে না অর্থাৎ ফ্রি।

শুরুতেই একটি ফ্রি sms পাঠানোর অনুমতি চাইবে, তখন send অপশনে ক্লিক করুন।
সাথে সাথে একটি sms আসবে এবং অটোমেটিক লগইন হয়ে যাবে। সাথে welcome bonus হিসেবে 20MB ফ্রিও পাবেন।

এরপর অ্যাপটিতে ছোট ছোট ব্লক আকারে বিভিন্ন info/offer/package/add ইত্যাদি দেখতে পাবেন। এরমধ্যে একটিতে দেখতে পাবেন "Exclusive offer, 20MB FREE!!"

ঐটাতে ক্লিক করুন, নীচের Claim লেখাটিতে ক্লিক করুন।
"successfully claimed.." নোটিফিকেশন দেখতে পাবেন।
একটু পরে কনফার্মেশন sms পেয়ে যাবেন যে 20MB পেয়ে গেছেন।
এই offer টি প্রতিদিন একবার করে নিতে পারবেন।

ফ্রি ইন্টারনেটের মেয়াদ থাকবে 3 মাস, যা প্রতিদিন গ্রহণে বাড়তে থাকবে।

এছাড়াও Exclusive ইন্টারনেট প্যাকেজ হিসেবে পাবেন 50MB only 10Tk. আর মেয়াদ নিয়ে তো চিন্তার কারনই নেই, যেহেতু 3 মাস মেয়াদ অলরেডি পাচ্ছেন।

আর এই অ্যাপটি থেকে ইন্টারনেট প্যাকেজ কিনলে পাবেন ফ্রি টোকেন, যার সংখ্যা 200'র বেশি হলে বিনিময়ে ফ্রি ইন্টারনেট প্যাকেজ নিতে পারবেন।

** যারা Android ব্যবহার করছেন না তাদের জন্য 20MB ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করছি, তবে এটা শুধু একবারই পাবেন।
এজন্য "GPWB START 1594a919" অথবা "GPWB START ed987583" লিখে sms করুন 2900 নাম্বারে,(সম্পূর্ণ ফ্রি)!!

*** এখন শুধুমাত্র গ্রামীণফোনেই পাচ্ছেন super fnf রেটের চেয়েও কম রেটে কথা বলার সুযোগ, সকল গ্রামীণফোন নাম্বারে 24 ঘন্টা!!!

এইজন্য ডায়াল করুন *1000*1#, এতে পাবেন 4 minute talktime @1Tk+vat only!! (validity 4hrs),
প্যাকটি যতবার খুশি ততবার নিতে পারবেন। কেনার পরবর্তী 4 ঘন্টার মধ্যে প্রতিবার কেনায় মিনিট যোগ হবে এবং মেয়াদও বৃদ্ধি পাবে। অবশিষ্ট মিনিট ব্যালেন্স চেক করতে ডায়াল *1000*2#.

**** GP sim এ মাত্র 2Tk+vat এ উপভোগ করুন প্রতি মাসের MCA Service (missed call alert service)
এই জন্য ডায়াল করুন *111*11#
১ মাস মেয়াদ শেষ হলে 'stop' লিখে 6222 নাম্বারে sms করে অাবার *111*11# ডায়াল করুন।
সাথে একদম free পাবেন 20sms & 20mms!!!

আশা করি উপরোক্ত তথ্যগুলো কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে।
আরেকটি কথা, পরামর্শ/মতামত জানাতে ভুলবেন না।

আমার ফেসবুক প্রোফাইল>
http://www.facebook.com/arif.h.shahin
পরিশেষে আল্লাহর কাছে সবার জন্য মঙ্গল কামনা করছি।
GP

সবাই ভালো থাকুন,
আল্লাহ হাফিজ!!!

Level 0

আমি আরিফ হোসেন শাহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Very Sensitive..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল পোস্ট

সবার সুবিধার জন্য অ্যাপটির ডাউনলোড লিংক সহ পোস্টটি আপডেট করে দিলাম। ধন্যবাদ সবাইকে।

যেকোন একটি 3G. প্যাকেজ কিনে তারপর অ্যাপটি ব্যবহার করুন, তাহলে 3G speed পাবেন।
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
@মোহাম্মাদ শাহআলম

Thanks For Shear.

Level 0

জিপিতে তো এমবি না কিনলে ডাটা কানেকশন অনই হয় না। নাকি টাকা দিযে এমবি কিনে তারপর এপটা রান করবো? ত

    @Md Arif: যেহেতু অ্যাপটি ডাউনলোড করতেও কিছু ডাটা প্রয়োজন, তাই আপনি যে কোন একটি প্যাকেজ কিনে ব্যবহার করুন। এক্ষেত্রে আপনাকে বলবো, উইকলি স্যোসাল প্যাকটি কিনতে পারেন, যেটাতে আনলিমিটেড FB, whatsapp ছাড়াও 20MB ডাটা ফ্রি থাকে। ধন্যবাদ!

thanks

Level 0

Vaiya ami download dichi and install korchi apps tir name ‘telenor mayanmer’ but ami apps ti te dhuklam kintu apni ja bollen ta aslo na ami login korar jonno dhuklam and amar namber dilam bole eta wrong number plz kichu ekta koren

App tir Nam ” Wowbox for Grameenphone ” please search on play store,and install. @Mohin Khan

Fine Post.Thx……….

দেখি ট্রাই করে… ধন্যবাদ শেয়ার করার জন্য। আপনার মতো উপকারী কিছু টিউনার আছে বলেই এখনো টিটি ভিজিট করতে মন চায়।

sundor post thank you its working got 40 mb instant. carry on have a nice tune .

বন্ধু প্যাকেজ ছাড়া কি এম বি পাওয়া যাবে নাহ…?

থ্যাংকস রিপ্লাই দেওয়ার জন্যে….. এই সুবিধা কি দীর্ঘদিন চলবে নাকি দুয়েক সপ্তাহেই বন্দ করে দিতে পারে….?

থাঙ্কস

Level 0

Helpful tune

U R most welcome!
Thanks for ur tumment.

U R most welcome!
@রাকিব হাসান