হ্যাক হতে পারে আপনার বিকাশ একাউন্ট !!!!!!!!!

আসসালামু আলাইকুম ।আপনি কি সিম কার্ড হ্যাক হওয়ার খবর জানেন ? আলোচিত এ খবর অবশ্যই আপনার জানা ।
যদি সিম কার্ড-ই নিরাপদ না হয়ে থাকে তবে আপনার বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং কি ১০০% নিরাপদ ?
অবশ্যই নয় ।

হ্যাকার খুব সহজে কিভাবে আপনার একাউন্ট হাতিয়ে নিতে পরে তা দেখা যাক -

****সিম কার্ড উঠিয়ে***
হারানে সিম উঠানোর নিয়ম হলো:
কিছু তথ্য দিতে হয় । যেমন ;
১ শেষ রিচার্জ কত করেছেন {মোবাইলে এ FLEXI Load করে দিবে হ্যাকার । }
২ শেষ ফোন কাকে করেছেন { কোন কারনে হাকিং শিকার লোকটি বাধ্য হয়ে তাকেই ফোন করেছেন }
৩ এফ এন এফ নাম্বার {আপনার যদি বাবা এবং মা দুইজনই মোবাইল ফোন ব্যবহারকারী হন তাহলে ৭০% সম্ভাবনা আছে দুজনই আপনার এফএনএফ । }

মুটামুটি ২ টির উওর দিতে পারলেই ৯০% সিম দিয়ে দেয়।

###তাহলে বাঁচার উপায় ?
১ । সঠিক ভাবে Registration করা আছে এমন সিম এ মোবাইল ব্যাংকিং সেবা নিন । সিম এর গ্রাহক কপি ছাড়া সিম ব্যাবহার করবেন না ।
২ ।হ্যাকার customer care নাম্বার থেকে কল দিয়ে অমুক তমুক সমস্যার কথা বলে আপনার একাউন্ট এর গোপন তথ্য আপনার কাছ থেকেই নিতে পারে । তাই কোন প্রয়োজনে আপনি নিজে কল দিন বা সরাসরি যোগাযোগ করুন ।
৩ । মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার সময় সঠিক তথ্য দিন । গ্রাহক কপি অবশ্যই যত্ন করে রেখে দিতে হবে ।
৪ । Free Flexi পেলে খুশি হবার কোন কারন নেই । সাথে সাথে ভিন্ন এ্যামাউন্ট নিজে রিচার্জ করুন ।

নিরাপদ থাকুন ।

ফেসবুকে আমি

Level 0

আমি habibpaglamon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সুন্দর একটি টিউন উপহার দেওয়ার জন্য 🙂

ধন্যবাদ onek valo post korechen asa kori sobar kaje asbe

অনেক ধন্যবাদ। ভাই আমি যখন বিকাশ ওয়ালেট খুলেছিলাম, তখন বিকাশ এজেন্ট আমাকে ওয়ালেট ওপেনিং ফরমের গ্রাহক কপিটি দেয়নি। এখন কিভাবে গ্রাহক কপিটি পাব?

    @Raihan Khan: যে এলাকা থেকে একাউন্ট খোলা তার কাছের কোন ব্র্যাক ব্যাংক এর শাখায় যোগাযোগ করুন ।

Level 2

আমার একটা এয়ারটেল সিম আছে। সিমটা রেজিস্ট্রেশান করা হয়নি। এখন কিভাবে এইটা আমি রেজিস্টার করাতে পারি? জানালে উপকৃত হতাম।

অনেক দিন পর মান সম্পন্ন টিউন পেলাম। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।

vai apnake amar sim dilam but pin dilam na. apni parben amar tk nite? 100% parben na.

ধন্যবাদ ।

Vai onek kisu shikhlam .valo tune!
Thanks

অনেক-অনেক ধন্যবাদ।