অমর একুশে বই মেলা উপলক্ষ্যে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য মাত্র ৫০ টাকায় ‘বর্ণমালা’ নামে বিশেষ সুবিধা সম্বলিত এক নতুন সিম বিক্রির ঘোষণা দিয়েছে টেলিটক।
নতুন নিয়মে টেলিটক ‘বর্ণমালা’ সিম পেতে অনলাইনে রেজিষ্ট্রেশন করবেন যেভাবে
১) SMS পদ্ধতিঃ যেকোন টেলিটক নাম্বার থেকে নিম্নোক্ত ফরমেটে 16222 নাম্বারে SMS করতে হবে। ফরমেটঃ BOR<space>Board(First 3 letters)<space>Roll<space>SSC Passing Year<space>Mobile No।
উদাহরণঃ BOR DHA 12345 1995 0155XXXXXXX লিখে 16222 নাম্বারে SMS করলে গ্রাহকগণ ফিরতি SMS-এ প্রার্থীর নাম, বোর্ড, রোল নং, যোগাযোগের নাম্বার ও বর্ণমালা রেজিষ্ট্রেশন নাম্বার পাবেন। বর্ণমালা রেজিষ্ট্রেশন নাম্বারটি অনলাইনে রেজিষ্ট্রেশন করার সময় উল্লেখ করতে হবে।
২) এরপর অনলাইনে রেজিষ্ট্রেশন করার জন্য http://bornomala.teletalk.com.bd ওয়েব সাইটে ভিজিট করে সকল তথ্য পূরণ করতে হবে। অনলাইনে তথ্য পূরণের সময় গ্রাহকগণ যে কাস্টমার কেয়ার সেন্টার থেকে সিম উত্তোলন করতে ইচ্ছুক তা অবশ্যই নির্ধারণ করে দিতে হবে এবং শুধুমাত্র সেই নির্ধারিত টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার থেকেই সিমটি উত্তোলন করতে পারবে।
৩) অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন হনে গ্রাহককে একটি Tracking Number দেওয়া হবে যা সিম উত্তোলনের সময় প্রয়োজন হবে। গ্রাহককে পুরণকৃত ফরমটি প্রিন্ট করে রেখে দিতে হবে যা পরবর্তীতে সিম উত্তোলনের জন্য টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারে জমা দিতে হবে।
তাছাড়া গ্রাহকগণ টেলিটকের ওয়েবসাইট http://www.teletalk.com.bd থেকে রেজিষ্ট্রেশন ফরম (Excel File) যথাযথভাবে পূরণ করে সংযুক্তি হিসেবে [email protected] এই ই-মেইল একাউন্টে প্রেরণ করলেও হবে।
আমি telekothon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি গতবার রেজি করেছিলাম কিন্তু হয়নি