নোকিয়ার S60v3 এবং s60v5 Hack করার সবচেয়ে সহজ উপায়!!!!!!

।। আপনার সেটটি হ্যাক করলে আপনি শুধু পাইরেট এপ্লিকেশনই নয় বরং আপনি আনসাইন এপ্লিকেশন সহ ইন্সটল করতে পারবেন। এছাড়াও আপনি অনেক কিছু করতে পারবেন। মানে এককথায় যা আপনার মন চায়।

কিন্তু Nokia স্বাধীনতা অপছন্দ করে। তারা আপনার নিজের মোবাইল ব্যবহার করার স্বাধীনতাকে কন্ট্রোল (নিয়ন্ত্রন) করে। আর যদি আমার কথা মিথ্যা হয় তাহলে কেনই বা তারা তাদের ফ্রেমওয়ার ভার্সনগুলিকে আনহ্যাকেবল করে রিলিজ দেয়? যেটি আপনার নিজের মোবাইল ফোন ব্যবহারের স্বাধীনতাকে নিয়ন্ত্রন করে।

আপনি যদি নোকিয়া ব্রান্ডের কোন মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনি হয়ত জানেন যে তাদের সেটে সফট্ওয়ার বা থিম ঢুকানোর আগে সেগুলোকে সাইন করে ঢুকাতে হয়। আর এই ঝামলা থেকে একমাত্র বাচার উপায় আপনার সেলফোনটি হ্যাক করা। আপনি আপনার সেটটিকে হ্যাক করলে কোন রকম সাইন করার ঝামলা ছাড়াই মোবাইলে গেম, সফট্ওয়ার ঢুকাতে পারবেন। এই কাজটি করার জন্য খুব সুন্দর একটি ফ্রি সফট্ওয়ার পাওয়া যায় কিন্তু এটি আপনার IMEI নম্বর দিয়ে সাইন করে ইন্সটল করতে হয়।  তাই এই সহজ কাজটি করার জন্য নিচের স্ক্রিনসটসহ নিয়মগুলি ফলো করেন তাহলেই আপনার Nokia-এর S60v3 এবং s60v5 এর সেটগুলিকে হ্যাক করতে পারবেন।

***************************************************

Hackable  (যে যে সেটগুলি হ্যাক করা সম্ভব) এবং Unhackable (যে যে সেটগুলি হ্যাক করা সম্ভব নয়) সেই সেটগুলির তালিকাঃ

নিচের সেটগুলিকে হ্যাক করা যাবে তবে অবশ্যই আপনার ফ্রেমওয়ার ভার্সনটিকে নিচের লিস্টের মধ্যে যাচাই করে নিনঃ  আপনার সেটের ফ্রেমওয়ার ভার্সন যাচাই করার জন্য মোবাইলের কিপেডে *#০০০০# চাপুন।

N78 (firmware -এর version 12.046 পর্যন্ত হ্যাক করা যাবে)
N78 (শুধুমাত্র firmware -এর version 13.052 -টিকে হ্যাক করা যাবে না)
N81-1 (firmware -এর version 11.0.045 পর্যন্ত হ্যাক করা যাবে)
N81-3 (firmware -এর version 11.0.045 পর্যন্ত হ্যাক করা যাবে )
N81 (China) (firmware version 20.1.016 পর্যন্ত হ্যাক করা যাবে)
N81 8Gb (firmware  version 20.0.056 পর্যন্ত হ্যাক করা যাবে)
N81 8Gb (শুধুমাত্র firmware version 21.0.008 টিকে হ্যাক করা যাবে না)
N82 (version 20.0.062 পর্যন্ত হ্যাক করা যাবে)
N82 (শুধুমাত্র version 30.0.019 টিকে হ্যাক করা যাবে না)
N82 (China) (version 20.1.062 পর্যন্ত হ্যাক করা যাবে)
N82 (China) (শুধুমাত্র version 30.1.019 টিকে হ্যাক করা যাবে না)
N95 (version 30.0.015 পর্যন্ত হ্যাক করা যাবে)
N95 (শুধুমাত্র version 31.0.014 টিকে হ্যাক করা যাবে না)
E51 (version 220.34.37 পর্যন্ত হ্যাক করা যাবে)
E51 (শুধুমাত্র version 300.34.56 টিকে হ্যাক করা যাবে না)
E51-2 (without camera) ( version 201.34.38 পর্যন্ত হ্যাক করা যাবে)
E65 (version 3.0633.69.00 পর্যন্ত হ্যাক করা যাবে)
E65 (শুধুমাত্র version 4.0633.74.00 টিকে হ্যাক করা যাবে না)
E66 (version 102.07.81 পর্যন্ত হ্যাক করা যাবে)
E71 (version 100.07.76 পর্যন্ত হ্যাক করা যাবে)
E71 (version 102.07.81 এই ভার্সনটির সমন্ধে আমি নিশ্চিত নই)
E71 (শুধুমাত্র version 110.07.127 টিকে হ্যাক করা যাবে না)
E90 Communicator (version 210.34.75 পর্যন্ত হ্যাক করা যাবে)
E90 Communicator (শুধুমাত্র version 300.34.84 টিকে হ্যাক করা যাবে না)
5320 XpressMusic (version 3.08 পর্যন্ত হ্যাক করা যাবে)
5320 XpressMusic (শুধুমাত্র version 3.26 টিকে হ্যাক করা যাবে না)
6110 Navigator ( version 5.11 পর্যন্ত হ্যাক করা যাবে)
6110 Navigator (শুধুমাত্র version 6.01 টিকে হ্যাক করা যাবে না)
6120 Classic (version 5.11 পর্যন্ত হ্যাক করা যাবে)
6120 Classic (শুধুমাত্র version 6.01 টিকে হ্যাক করা যাবে না)
6121 Classic ( version 5.11 পর্যন্ত হ্যাক করা যাবে)
6121 Classic (শুধুমাত্র version 6.01টিকে হ্যাক করা যাবে না)
6210 Navigator (version 3.08 পর্যন্ত হ্যাক করা যাবে)
6210 Navigator (শুধুমাত্র version 3.25 এর আগের ভার্সনগুলিকে হ্যাক করা যাবে না)
6220 Classic (version 3.06 পর্যন্ত হ্যাক করা যাবে)
6220 Classic (শুধুমাত্র version 3.23টিকে হ্যাক করা যাবে না)
Samsung G810 (এইটার সমন্ধে আমার সঠিক জানা নেই)

Nokia 5230 (কেনার সময় যেই ভার্সন থাকে শুধুমাত্র সেই ভার্সনটিকে হ্যাক করা যাবে)

Nokia 5800 {কেনার সময় যেই ভার্সন থাকে শুধুমাত্র সেই ভার্সনটিকে হ্যাক করা যাবে (আমার জানামতে)। তবুও চেস্টা করে দেখতে পারেন}

নিচের Nokia এবং কিছু Samsung ফোনগুলিতে বর্তমানের যেই ভার্সনই থাকুক এগুলি হ্যাক করা যাবে । ( কিন্তু এগুলি পরিবর্তন হতে পারে, তাই যদি আপনি আপনার সেটের ফ্রেমওয়ার ভার্সন পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আগে ইন্টারনেট থেকে সার্চ করে নেবেন।):

N71 (Japan) (latest firmware version: 3.0630.7.06.1)
N71 (China) (latest firmware: 4.0642.1.05)
N73 (latest firmware: 4.0812.4.3.1)
N73 (China) (latest firmware: 10.0.0)
N73-1 (latest firmware: 4.0839)
N73-5 (latest firmware is 4.0814.4.1.1)
N76 (latest fimware is 31.0.014)
N77 (latest firmware is 3.0827.22.0.1)
N80 (latest firmware is 5.0725.0.1)
N91 (latest firmware is 2.20.008)
N91 8Gb (latest firmware is 3.10.023)
N93 (China) (latest firmware is 20.1.058)
N93-1 (latest firmware is 10.0.025 or 20.1.058)
N93i (China) (latest firmware is 30.1.013)
N93i-1 (latest firmware is 30.0.013)
N95-3 (latest firmware is 20.2.011)
N95 8Gb (latest firmware is 30.0.018)
E50 (latest firmware is 7.36.0.0)
E60 (latest firmware is 3.0633.09.04)
E61 (latest firmware is 3.0)
E61i (latest firmware is 3.0633.69.00)
E62 (latest firmware versions are 3.0633.09.13 and 3.0633.31.19)
E70 (latest firmware is 2.0618.07.10)
3250 (latest firmware is ?)
5500 Sport (latest firmware is 4.60)
5700 XpressMusic (latest firmware is 5.11)
6110 Navigator (China) (latest firmware is 5.12 ?)
6290 (latest firmware is 3.03)
Samsung i550, i550w, i560 (latest firmware is xxHH1)

বিদ্রঃ উপরের লিস্টগুলির মধ্যে যদি কারো কারো সেটের মডেল নম্বর না থাকে তাহলে বুঝতে হবে যে আপনার সেটটি হ্যাক করা যাবে না।

আর মডেলগুলি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দিয়েছি এবং আমারও কিছু কিছু অভিজ্ঞতা যোগ করেছি তাই যদি কোন ভূল হয় তাহলে ক্ষমা করবেন। আর হ্যা প্রতিদিন নতুন নতুন সেট বের হচ্ছে আর এগুলির মধ্যেও ক্ছিু কিছু সেট হ্যাক করা যায়। আমি এগুলি ব্যবহার করিনি তাই বলতে পারব না। তবে আপনার চেক করে দেখতে পারেন যদি এই নিয়মে আপনার সেটটি হ্যাক হয় তাহলে বুঝতে হবে আপনার সেটটি হ্যাকেবল আর যদি না হয় তাহলে বুঝতে হবে আপনার সেটটি হ্যাকেবল নয়।

যদি কেউ ফ্রেমওয়ার ভার্সন পরিবর্তন করতে চান তাহলে "Nokia Software Updater" দিয়ে এটি করতে পারেন।

আসুন তাহলে দেখা যাক কিভাবে এটি করতে হয়ঃ

Nokia 5230 Hack

Screenshot 1

http://cer.opda.cn/en/. - এ যান এবং Register করে Login করুন।

Nokia 5230 Hack

Screenshot 2

login করার পর  “Apply cer” এ ক্লিক করুন। উপরের “Screenshot 2″ দেখুন.

Nokia 5230 Hack

Screenshot 3

এখন যে ফরমটি দেখাবে সেটিকে পূরণ করুন  “Screenshot 3″ এর মত করে.  আপনার মোবাইলে *#06# চেপে আপনার IMEI নম্বরটি বের করুন এবং যথাস্থানে এটিকে লিখুন।  এই  application form - টি submit করার পর আপনাক ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

Nokia 5230 Hack

Screenshot 4

পরেরদিন আপনি লগিন করার পর  “Signing Softs” -এ ক্লিক করুন যা উপরের স্কিনশটে দেখানো হয়েছে। পাতাটির নিচে চলে যান যেখানে আপনি আপনার ফাইটি সাইন করার জন্য upload অপশনটি পাবেন।

Nokia 5230 Hack

Screenshot 5

এখান থেকে আপনি unsigned Helloox 2.03 -টি Download করে নিন এবং আপনার পিসিতে সেভ করুন। তারপর ডাউনলোড করা সফট্ওয়ারটি Browse করে Remark লিখুন এবং “Submit and Upload” বাটনে ক্লিক করুন।

এবং সর্বশেষে ‍ঃ

কিছুক্ষণ অপেক্ষা করুন এবং signed Helloox 2.03 -টি ডাউনলোড করুন। তারপর এটিকে আপনার সেটটিতে ইন্সটল করুন. ইন্সটল করার পর Menu>Installed Apps>Helloox -এ যান এবং run করুন। এখন এটি আপনার মোবাইলকে অটোমেটিক হ্যাক করবে।

**********************************************************************************************************

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

কাজের টিউন ধন্যবাদ।

Amar nokia 5320xm updated firmware.kivabe hack app game install korbo?help us.

    আপনি যদি ফ্রেমওয়ারে ভার্সনে আপডেট করেন তাহলে আপনার মোবাইলটি হ্যাক করা সম্ভব হবে না। কিন্তু আপনি আপনার সফট্ওয়ারগুলো সাইন করে ঢুকাতে পারবেন। এটার জন্য আপনার উপরের সবগুলি কাজ করতে হবে ‍শুধু Helloox সফট্ওয়ারটির জায়গায় আপনি যে সফট্ওয়ারটি সাইন করবেন সেটি দিয়ে সাবমিট করুন। এবং সাইন হয়ে গেলে ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করুন। বুঝতে ‍না পারলে আমাকে আমার নম্বরে কল করুন।

ধন্যবাদ।

ভাই আমার মোবাইটা Nokia X3 ইহা Hack করার কোন উপায় আছে কি না জানালে উপকার হবে।
কারন ইহাতে কোন Software Install করতে পারি না, প্লিজ! ভাই দয়া করে জানাবেন।

    ভাই আপনার x3 নোকিয়া JAVA প্লাটফর্ম এর এবং আপনার মোবাইলটি নোকিয়ার S40 6th Edition এর।

nokia 5233 e ki kaj korbe ?

    না ভাইয়া। কারণ আপনার সেটটি আনহ্যাকেবল। মানে হ্যাক করা যায় না।

vai amar nokia n97 32gb ata ki hobe?

    আমি সঠিক বলতে পারছি না। কারণ আমি এইধরণের সেট পায়নি।
    তবে আপনি ট্রাই করে দেখতে পারেন।
    হলে হবে আর না হলে না হবে।

ভাইজান আমার নকিয়া N96 কি দোষ করছে বুজলামনা?আমার সেটটা হ্যাক করতে না পারার কারনে আমি কোন সফটয়্যার ইনস্টল করতে পারছিনা।দয়া করে একটা ব্যবস্থা করেন।

amar mobile nokia n97 ota ki hobe ..reg hoi na to ac. Oi jaigai ki likhte hobe plz help…

নোকিয়া এন ৮ কিভাবে হ্যাক করব?

    আপাতত আমার জানা নেই যে, এটি হ্যাকেবল কিনা আর হ্যাকেবল হলে কিভাবে হ্যাক করা যাবে। তাই অপেক্ষা করুন। জানতে পারলেই সেয়ার করব।

Level 0

সাইফুল ভাই আমি নোকিয়া E71 ব্যাবহার করি।
আমার সেটের সফটওয়্যার ভার্শন 400.21.013
এই ভার্শন কি হ্যাক করা যাবে??
আমি HelloOx2 sined version ট্রাই করেছি। কিন্তু কাজ করছেনা।

    আপনার E71 সেটের বর্তমান ভার্সনটি আমার জানামতে হাকেব্যল নয় 🙁
    আমি অত্যন্ত দুঃখিত।
    তবে আপনি এ্যাপ্লিকেশনগুলি সাইন করে ঢুকাতে পারবেন। এতে হ্যাক করার কোন প্রয়োজন পড়বে না।
    https://www.techtunes.io/mobileo/tune-id/39854/
    টিউনটি দেখুন।
    ধন্যবাদ।

    আপনার E71 সেটের বর্তমান ভার্সনটি আমার জানামতে হাকেব্যল নয় 🙁
    আমি অত্যন্ত দুঃখিত।
    তবে আপনি এ্যাপ্লিকেশনগুলি সাইন করে ঢুকাতে পারবেন। এতে হ্যাক করার কোন প্রয়োজন পড়বে না।
    https://www.techtunes.io/mobileo/tune-id/39854/
    টিউনটি দেখুন।
    ধন্যবাদ।।

Level 0

ভাইয়া E71 এর নতুন ভার্সন 500.21.009 কি হ্যাক করা যাবে?
করা গেলে আমি আমার ফার্মওয়্যার আপডেট করতাম।।
আপনাকেও ধন্যবাদ

    আপডেট না করেই আপনার বর্তমান যে ভার্সন মানে 400.21.013 ভার্সনটিকেই হ্যাক করার চেষ্টা করুন।
    নিচের ডাউনলোড লিংকটি থেকে HelloOX2 V2.03 টি ডাউনলোড করে সাইন করুন।
    http://www.4shared.com/file/137782202/e2408b8e/HelloOX2v203Unsigned.html
    তারপর আপনার সেটে ইন্সটল করুন। ইন্সটল করার পর Menu>Installed Apps>Helloox -এ যান এবং run করুন। এখন এটি আপনার মোবাইলকে অটোমেটিক হ্যাক করবে।

    ইন্সটল করে হ্যাক করার সময় যদি কিছু কিছু সমস্যা দেখা দেয়–
    * Stuck on Installing root certificate
    Simply restart the phone and try again

    * Problems with NSU firmware upodate e71 stops at 15 minutes progress and shows reconnect phone again. Updating from v300 or any other to latest firmware v410. NSU stops at 15 minutes on some cpus and laptops. Use a different USB port, or use a different computer altogether. Make sure the firewall is disabled for NSU and no active anti-viruses blocking usb ports.

    * Make sure proper sistools used for signing HelloOX2 provided by me or other methods with YOUR .cer and .key file

    * Install in phone memory

    * Remove mmc if you have a copy saved there

    * Be patient but it doesnt take long. If it is stuck at unpacking or installing root for more than 1 minute you HAVE a problem. Proceed as abovementioned solution.

    আশা করি সফল হবেন।

Level 0

ভাইয়া আমার আগের ভার্সন 400.21.013 হ্যাক করা সম্ভব না।
তাই কলকে আমি নুতুন ভার্সন 500.21.009 আপডেট করলাম ।
এবং এটা হ্যাক করা সম্ভব হল।
আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

ভাইয়া তোমার কাছে ফটো এডিট করার কোন সফটওয়্যার হবে, নোকিয়া ই71 এর জন্য??

    ফটো ইডিট করার মত ভাল কোন সফট্ওয়ার আমার কাছে নেই। আপনি গুগলে সার্চ করতে পারেন।
    ধন্যবাদ।

Level 0

bai last upload korte hole koto min wait korte hobea????

Level 0

সাইফুল ইসলাম সাহেব, আমার সেট NOKIA 6120c Software version 06.01 আমার এই সেট টা Heck করতে চাই,
কোন Software আথবা পরামরশ থাকলে জানাবেন Please.
[email protected]

Level 0

ভাই আমার Nokia C5-00 Model সেট হ্যাক করার চেষ্টা করছিলম।কিন্তু ৩০ মিনিট ধরে Unpacking ….বলতাছে।Actually হ্যাক করতে কত সময় লাগে?

amar nokia 5230 heck korte percena.help me

সাইফুল ভাই আমার নকিয়া E66 এর ভার্সন 510.21.009
আমি OPDA তে সার্টিফিকেটের জন্য চেষ্টা করেছি আজ সাত দিন হলো কিন্তু এখনো পাই নি!!!
এদিকে ফোন Hack না করতে পারায় কোনো সফটওয়ার ইনস্টল করতে পারছি নাহ!!!
আমাকে একটু সাহায্য করেন নাহ !!!
খুব বিপদে আছি!!
🙁

Level 0

vai amar 6120c set ki hobe?

nokia 5233 ki hack kora jayna?