।। আপনার সেটটি হ্যাক করলে আপনি শুধু পাইরেট এপ্লিকেশনই নয় বরং আপনি আনসাইন এপ্লিকেশন সহ ইন্সটল করতে পারবেন। এছাড়াও আপনি অনেক কিছু করতে পারবেন। মানে এককথায় যা আপনার মন চায়।
কিন্তু Nokia স্বাধীনতা অপছন্দ করে। তারা আপনার নিজের মোবাইল ব্যবহার করার স্বাধীনতাকে কন্ট্রোল (নিয়ন্ত্রন) করে। আর যদি আমার কথা মিথ্যা হয় তাহলে কেনই বা তারা তাদের ফ্রেমওয়ার ভার্সনগুলিকে আনহ্যাকেবল করে রিলিজ দেয়? যেটি আপনার নিজের মোবাইল ফোন ব্যবহারের স্বাধীনতাকে নিয়ন্ত্রন করে।
আপনি যদি নোকিয়া ব্রান্ডের কোন মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনি হয়ত জানেন যে তাদের সেটে সফট্ওয়ার বা থিম ঢুকানোর আগে সেগুলোকে সাইন করে ঢুকাতে হয়। আর এই ঝামলা থেকে একমাত্র বাচার উপায় আপনার সেলফোনটি হ্যাক করা। আপনি আপনার সেটটিকে হ্যাক করলে কোন রকম সাইন করার ঝামলা ছাড়াই মোবাইলে গেম, সফট্ওয়ার ঢুকাতে পারবেন। এই কাজটি করার জন্য খুব সুন্দর একটি ফ্রি সফট্ওয়ার পাওয়া যায় কিন্তু এটি আপনার IMEI নম্বর দিয়ে সাইন করে ইন্সটল করতে হয়। তাই এই সহজ কাজটি করার জন্য নিচের স্ক্রিনসটসহ নিয়মগুলি ফলো করেন তাহলেই আপনার Nokia-এর S60v3 এবং s60v5 এর সেটগুলিকে হ্যাক করতে পারবেন।
***************************************************
নিচের সেটগুলিকে হ্যাক করা যাবে তবে অবশ্যই আপনার ফ্রেমওয়ার ভার্সনটিকে নিচের লিস্টের মধ্যে যাচাই করে নিনঃ আপনার সেটের ফ্রেমওয়ার ভার্সন যাচাই করার জন্য মোবাইলের কিপেডে *#০০০০# চাপুন।
N78 (firmware -এর version 12.046 পর্যন্ত হ্যাক করা যাবে)
N78 (শুধুমাত্র firmware -এর version 13.052 -টিকে হ্যাক করা যাবে না)
N81-1 (firmware -এর version 11.0.045 পর্যন্ত হ্যাক করা যাবে)
N81-3 (firmware -এর version 11.0.045 পর্যন্ত হ্যাক করা যাবে )
N81 (China) (firmware version 20.1.016 পর্যন্ত হ্যাক করা যাবে)
N81 8Gb (firmware version 20.0.056 পর্যন্ত হ্যাক করা যাবে)
N81 8Gb (শুধুমাত্র firmware version 21.0.008 টিকে হ্যাক করা যাবে না)
N82 (version 20.0.062 পর্যন্ত হ্যাক করা যাবে)
N82 (শুধুমাত্র version 30.0.019 টিকে হ্যাক করা যাবে না)
N82 (China) (version 20.1.062 পর্যন্ত হ্যাক করা যাবে)
N82 (China) (শুধুমাত্র version 30.1.019 টিকে হ্যাক করা যাবে না)
N95 (version 30.0.015 পর্যন্ত হ্যাক করা যাবে)
N95 (শুধুমাত্র version 31.0.014 টিকে হ্যাক করা যাবে না)
E51 (version 220.34.37 পর্যন্ত হ্যাক করা যাবে)
E51 (শুধুমাত্র version 300.34.56 টিকে হ্যাক করা যাবে না)
E51-2 (without camera) ( version 201.34.38 পর্যন্ত হ্যাক করা যাবে)
E65 (version 3.0633.69.00 পর্যন্ত হ্যাক করা যাবে)
E65 (শুধুমাত্র version 4.0633.74.00 টিকে হ্যাক করা যাবে না)
E66 (version 102.07.81 পর্যন্ত হ্যাক করা যাবে)
E71 (version 100.07.76 পর্যন্ত হ্যাক করা যাবে)
E71 (version 102.07.81 এই ভার্সনটির সমন্ধে আমি নিশ্চিত নই)
E71 (শুধুমাত্র version 110.07.127 টিকে হ্যাক করা যাবে না)
E90 Communicator (version 210.34.75 পর্যন্ত হ্যাক করা যাবে)
E90 Communicator (শুধুমাত্র version 300.34.84 টিকে হ্যাক করা যাবে না)
5320 XpressMusic (version 3.08 পর্যন্ত হ্যাক করা যাবে)
5320 XpressMusic (শুধুমাত্র version 3.26 টিকে হ্যাক করা যাবে না)
6110 Navigator ( version 5.11 পর্যন্ত হ্যাক করা যাবে)
6110 Navigator (শুধুমাত্র version 6.01 টিকে হ্যাক করা যাবে না)
6120 Classic (version 5.11 পর্যন্ত হ্যাক করা যাবে)
6120 Classic (শুধুমাত্র version 6.01 টিকে হ্যাক করা যাবে না)
6121 Classic ( version 5.11 পর্যন্ত হ্যাক করা যাবে)
6121 Classic (শুধুমাত্র version 6.01টিকে হ্যাক করা যাবে না)
6210 Navigator (version 3.08 পর্যন্ত হ্যাক করা যাবে)
6210 Navigator (শুধুমাত্র version 3.25 এর আগের ভার্সনগুলিকে হ্যাক করা যাবে না)
6220 Classic (version 3.06 পর্যন্ত হ্যাক করা যাবে)
6220 Classic (শুধুমাত্র version 3.23টিকে হ্যাক করা যাবে না)
Samsung G810 (এইটার সমন্ধে আমার সঠিক জানা নেই)
Nokia 5230 (কেনার সময় যেই ভার্সন থাকে শুধুমাত্র সেই ভার্সনটিকে হ্যাক করা যাবে)
Nokia 5800 {কেনার সময় যেই ভার্সন থাকে শুধুমাত্র সেই ভার্সনটিকে হ্যাক করা যাবে (আমার জানামতে)। তবুও চেস্টা করে দেখতে পারেন}
N71 (Japan) (latest firmware version: 3.0630.7.06.1)
N71 (China) (latest firmware: 4.0642.1.05)
N73 (latest firmware: 4.0812.4.3.1)
N73 (China) (latest firmware: 10.0.0)
N73-1 (latest firmware: 4.0839)
N73-5 (latest firmware is 4.0814.4.1.1)
N76 (latest fimware is 31.0.014)
N77 (latest firmware is 3.0827.22.0.1)
N80 (latest firmware is 5.0725.0.1)
N91 (latest firmware is 2.20.008)
N91 8Gb (latest firmware is 3.10.023)
N93 (China) (latest firmware is 20.1.058)
N93-1 (latest firmware is 10.0.025 or 20.1.058)
N93i (China) (latest firmware is 30.1.013)
N93i-1 (latest firmware is 30.0.013)
N95-3 (latest firmware is 20.2.011)
N95 8Gb (latest firmware is 30.0.018)
E50 (latest firmware is 7.36.0.0)
E60 (latest firmware is 3.0633.09.04)
E61 (latest firmware is 3.0)
E61i (latest firmware is 3.0633.69.00)
E62 (latest firmware versions are 3.0633.09.13 and 3.0633.31.19)
E70 (latest firmware is 2.0618.07.10)
3250 (latest firmware is ?)
5500 Sport (latest firmware is 4.60)
5700 XpressMusic (latest firmware is 5.11)
6110 Navigator (China) (latest firmware is 5.12 ?)
6290 (latest firmware is 3.03)
Samsung i550, i550w, i560 (latest firmware is xxHH1)
বিদ্রঃ উপরের লিস্টগুলির মধ্যে যদি কারো কারো সেটের মডেল নম্বর না থাকে তাহলে বুঝতে হবে যে আপনার সেটটি হ্যাক করা যাবে না।
আর মডেলগুলি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দিয়েছি এবং আমারও কিছু কিছু অভিজ্ঞতা যোগ করেছি তাই যদি কোন ভূল হয় তাহলে ক্ষমা করবেন। আর হ্যা প্রতিদিন নতুন নতুন সেট বের হচ্ছে আর এগুলির মধ্যেও ক্ছিু কিছু সেট হ্যাক করা যায়। আমি এগুলি ব্যবহার করিনি তাই বলতে পারব না। তবে আপনার চেক করে দেখতে পারেন যদি এই নিয়মে আপনার সেটটি হ্যাক হয় তাহলে বুঝতে হবে আপনার সেটটি হ্যাকেবল আর যদি না হয় তাহলে বুঝতে হবে আপনার সেটটি হ্যাকেবল নয়।
যদি কেউ ফ্রেমওয়ার ভার্সন পরিবর্তন করতে চান তাহলে "Nokia Software Updater" দিয়ে এটি করতে পারেন।
Screenshot 1
http://cer.opda.cn/en/. - এ যান এবং Register করে Login করুন।
Screenshot 2
login করার পর “Apply cer” এ ক্লিক করুন। উপরের “Screenshot 2″ দেখুন.
Screenshot 3
এখন যে ফরমটি দেখাবে সেটিকে পূরণ করুন “Screenshot 3″ এর মত করে. আপনার মোবাইলে *#06# চেপে আপনার IMEI নম্বরটি বের করুন এবং যথাস্থানে এটিকে লিখুন। এই application form - টি submit করার পর আপনাক ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।
Screenshot 4
পরেরদিন আপনি লগিন করার পর “Signing Softs” -এ ক্লিক করুন যা উপরের স্কিনশটে দেখানো হয়েছে। পাতাটির নিচে চলে যান যেখানে আপনি আপনার ফাইটি সাইন করার জন্য upload অপশনটি পাবেন।
Screenshot 5
এখান থেকে আপনি unsigned Helloox 2.03 -টি Download করে নিন এবং আপনার পিসিতে সেভ করুন। তারপর ডাউনলোড করা সফট্ওয়ারটি Browse করে Remark লিখুন এবং “Submit and Upload” বাটনে ক্লিক করুন।
এবং সর্বশেষে ঃ
কিছুক্ষণ অপেক্ষা করুন এবং signed Helloox 2.03 -টি ডাউনলোড করুন। তারপর এটিকে আপনার সেটটিতে ইন্সটল করুন. ইন্সটল করার পর Menu>Installed Apps>Helloox -এ যান এবং run করুন। এখন এটি আপনার মোবাইলকে অটোমেটিক হ্যাক করবে।
**********************************************************************************************************
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
ভাল লাগল।
—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত