আমাদের দেশে বর্তমানে mobile internet খুব জনপ্রিয় গতি ও মোটামুটি ভাল। সব কোম্পানীই voice এর সাথে সাথে mobile internet এর সেবা দিচ্ছে। আজ আমি আপনাদের Grameenphone এর internet sevice সমন্ধে details জানানোর চেষ্টা করব। এদেশে প্রথম সীমিতভাবে শুধু postpaid গ্রাহকদের জন্য internet নিয়ে আসে aktel যার ভিত্তি ছিল gprs (genaral packed radio signal/service) কিন্তু তার কিছুদিন পর Grameenphone ব্যাপকবাবে নিয়ে আসে GPRS থেকে ৮ গুন দ্রুতগতিসম্পন্ন mobile internet যা EDGE (Enhanced Data rate for GSM Evolution) নামে পরিচিত। Grameenphone এর তথ্য অনুযায়ী প্রায় ৩০ লাখ গ্রাহক বর্তমানে edge ব্যবহার করে.
Grameenphone ৪ ধরনের package offer করে গ্রাহকদের জন্য ভ্যাট ছাড়া
আমি জানিনা আমার এটা ঠিক হচ্ছে কিনা তবু আমি আপনাদেরকে এই বুন্ধিটা দিচ্ছি
কেউ যদি p3 use করতে চান তাহলে আপনি ৮০০ টাকা দিয়ে postpaid sim কিনতে পারেন বর্তমানে postpaid এ first ৩ মাস p3 অর্থাত রাত ১২টা থেকে সকাল ৮টা internet free আর postpaid এর মাসিক charge 50 tk আপনি ৫০tk টাকা দিয়ে লাইন চালু রাখলেই হবে.টকটাইম use করাটা আপনার ব্যাপার use করলে pay করবেন না করলে না .৩ মাস পর সিম কি করবেন সেটা আপনার ব্যাপার সিমটি ফেরত দিতে পারেন বাuse করতে পারেন.
প্রথমে p1, p2, p3, p4 যে package নিতে চান তা লিখে 5000 নাম্বারে send করুন
তারপর wap/internet/mms যে settings চান তা লিখে space দিন মোবাইলের নাম space দিয়ে model number লিখে ৮০৮০ পাঠিয়ে দিন সেটিঙস আসলে ১২৩৪ দিয়ে save করুন যেমন
wap nokia n70internet nokia n70
তবে কিছু মডেলের settings এভাবে আসেনা সেজন্য grameenphone center এর সাথে contact করতে হবে
এবার আসি manual setting এর ব্যাপারে কি দরকার ২.৩০ টাকাখরচ করার নিজেই করুন নিজের setting.আপনার mobileএরinternetএর settings optionএ যান তারপর নিচের settingsবসিয়ে দিন
Profile/Settings Name = GP-WAP
APN (Access Point Name) = gpwap
WAP Gateway (Proxy) IP = 10.128.1.2
WAP Gateway (Proxy) Port = 8080
WAP Homepage = http://wap.gpworld.com
Data Bearer = GPRS
Manual MMS Settings:
Profile/Settings Name = GP-MMS
APN (Access Point Name) = gpmms
Gateway (Proxy) IP = 10.128.1.2
Gateway (Proxy) Port = 8080
Relay Server URL = http://mms.gpsurf.net/servlets/mms
Data Bearer = GPRS
Profile/Settings Name = GP-INTERNET
APN (Access Point Name) = gpinternet
আপনাদের কিছু জানার থাকলে মন্তব্য করুন। পরবর্তীতে অন্যকোন mobile companier details নিয়ে টিউন করব
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
ভাই আপনি আপনি gp center এ যোগাযোগ করেন আরেকটা কাজ করতে পারেন ২ মাস ব্যবহার করে ৩ য় মাসে ৫০০ টাকার কথা বলে সিমটি ফেলে দিতে পারেন কারন সিম এর creadit limit 500 টাকা তবে কেনার সময় আপনার ঠিকানা দেবেন না তাহলে জিপি আপনাকে খুজেও পাবেনা সুতরাং মাত্ত 450 টাকা দিয়ে 3 মাস ইন্টারনেট ব্যবহার করতে পারলেন
আরো একধাপ এগিয়ে যান।
আরো বিস্তারিত জানতে গ্রামীনফোনের 008801711594594 এই নাম্বারে ফোন করুন। এই নাম্বারে আপনি গ্রামীণফোনের সকল সার্ভিস সম্বন্ধে জানতে পারবেন।
খুব ভাল হয়েছে। নতুনদের অনেক কাজে দিবে।