নিজের লোকেশন জানুন সবচেয়ে সহজ পদ্ধতিতে, বাংলালিংক সিমের সাহায্যে।

আমার সালাম ও শুভেচ্ছা নিবেন।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আল-হামদুলিল্লাহ! আমিও ভালো আছি।

এটি আমার পঞ্চম টিউন।

কথা আর বাড়াচ্ছি না।

আপনারা সবাই জানেন যে, যেকোনো মোবাইল কোম্পানির সিম থেকে নিজের লোকেশন জানতে চাইলে নির্দিষ্ট সার্ভিসে নির্ধারিত সাবসক্রিপশন ফি পরিশোধ করে তারপর নির্দিষ্ট কীওয়ার্ড লিখে ম্যাসেজ সেন্ড করলে তবেই জানতে পারবেন যে নিকটবর্তী কোন নেটওয়ার্কের আন্ডারে আপনি অবস্থান করছেন।
তাই না?

তবে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আলাদা, এখান থেকে খুব সহজেই লোকেশন নির্ণয় করা যায়। ডাটা কানেকশন ও লোকেশন সার্ভিস অন রেখে ম্যাপ বা আর্থ ব্যবহার করে।

আমি এখন জানাবো যেকোনো সাধারন মোবাইল থেকে কিভাবে ফ্রি তে নিজের লোকেশন পাওয়া যাবে এই বিষয়ে।

এইজন্য প্রয়োজন একটি বাংলালিংক সিম।
বাংলালিংক সংযোগ থেকে ডায়াল করবেন *321# নাম্বারে।
এরপর প্রথমে Registration করবেন।
কমপ্লিট হলে *321*2# ডায়াল করে আপনার ব্যবহৃত অন্য একটি নাম্বার দিন (যে কোনো অপারেটরের), যে নাম্বারে লোকেশনের ম্যাসেজ টি নিবেন। এরপর বাংলালিংক সংযোগ টি থেকে ডায়াল করবেন *321*5#, তাহলেই আপনার দেওয়া অপর নাম্বারটিতে একটি হেল্প রিকোয়েস্ট চেয়ে একটি ম্যাসেজ যাবে বাংলালিংক নাম্বারটি থেকে। সেই ম্যাসেজে নম্বরটির লোকেশনও উল্লেখ করা থাকবে।

এবং পুরো সার্ভিস টি একদম ফ্রি!!!

এই সার্ভিস টি "ইমার্জেন্সি " সার্ভিস নামে আখ্যায়িত।

আপনি চাইলে একাধিক নাম্বার যোগ করতে পারবেন।
ইচ্ছা করলে কোনো নাম্বার ডিলিট বা পরিবর্তনও করতে পারবেন। সকল কিছুর জন্য শুধু ডায়াল করবেন *321# নাম্বারে।
এইভাবে আপনি ফ্রি তে আপনার লোকেশন জানতে পারবেন।

আজ এখানেই শেষ করছি,
ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

My Facebook Profile--

http://www.facebook.com/arif.h.shahin

আর হ্যাঁ,মতামত জানাতে ভুলবেন না।

আল্লাহ হাফিজ!!

Level 0

আমি আরিফ হোসেন শাহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Very Sensitive..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

please comment my site….computerupdatetips.blogspot.com

এতো কষ্টের দরকার কি? আশেপাশে কাউকে জিজ্ঞেস করলেই হয় 😛 ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য

@আকরামুল হাসান: কোন নেটওয়ার্ক এর আন্ডারে আছি, এইটা জানার আগ্রহ হলে তখন সহজেই ইচ্ছে টা পূরণ হবে। এই জন্য।
ধন্যবাদ আপনার মতামতের জন্য।

@SAHADAT HOSAIN: একটু ক্লিয়ার করে বলবেন কি?

Level 0

ফ্রী কই দেখলেন আপনি??????????
charges

registration will be charged at tk. 10 (excluding vat).
there will be no charge for the other operations (add, delete, etc).
registration fee is a one time cost.

Banglalink এর সাইট এ দেয়া আছে এইটা

Level 0

আমি রেজিস্ট্রি করেছি, টাকা কাটে নি

@জনী: সার্ভিস টি ফ্রি!
আপনি ট্রাই করে দেখুন।
সন্দেহ থাকলে টাকা না রেখে ট্রাই করুন।
মতামতের জন্য ধন্যবাদ।

@Asadullah: অনেক ধন্যবাদ মতামত জানানোর জন্য।

@মোঃখায়রুজ্জামান বাপ্পি: লিংক টি বুঝলাম না।
মতামত জানানোর জন্য ধন্যবাদ।

ami onner network jante cai, se kon netwok e ase, eta smvb kina?

@মোঃখায়রুজ্জামান বাপ্পি: ওকে, বুঝতে পারছি। কিন্তু ঐ সাইট টির নামটা আমার কাছে ভালো লাগেনি।
ধন্যবাদ।

@লিমন: সম্ভব, এই জন্য ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং যাকে ট্র্যাক করবেন তাকে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে। তাহলেই হবে।
মতামতের জন্য ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে..

ভাই আমি একটু অন্য রকম কিছু চাচ্ছি ?আপনি পারলে বলেন ,আমার এক আত্নীয় অন্য কার সাথে কখন কথা বলে সেটা জানবো কিভাবে ?@আরিফ হোসেন শাহিন:

@রুবেল হোসেন: কোন অপারেটরের সিমে?

@মিনহাজুর রহমান অনিক: ও আচ্ছা, বুঝতে পারছি। কোন অপারেটরের সিমে?

Just awsome moja paisi.

Thnks for share

Level 0

Thanks!