প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিশ্ব জুড়ে স্মার্টফোনের বাজার।দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা।বাড়ছে আর সুবিধা এবং কমছে দাম।আসছেতে মানুষের সাধ্যর মধ্য।গত বছর মানে ২০১৪ সালেও বেশ কিছু স্মার্ট ফোন বিশ্বকে চমকে দিয়েছিল দারুন সব ফিচার নিয়ে।সেই ধারাবাহিকতায় এই বছরও এমন কিছু স্মার্ট ফোন আসছেতে যেই গুলো ২০১৪ সাল থেকে ও বেশি সাড়া জাগাবে এবং আর বেশি সুবিধা নিয়ে আসবে।চলুন দেখে নিই যে কয়েকটি স্মার্ট ফোন ২০১৫ টাকে মাতিয়ে রাখবে।এখানে স্মার্ট ফোনের ক্রম গুলো সেরা ফোনের নাম্বারিং নয় কারন যে কোনটি সেরা হতে পারে শুধু ৫ টি সম্পর্কে ধারনা দেয়া হবে।
সবার আগে বলতে গেলে আসছেতে HTC One M-9 : গত বছর HTC তাদের M-8 দিয়ে ভালোই মার্কেটে দাপট দেখিয়েছে তাই সেটা থেকে এবার তারা নিয়ে আসছেতে M-9 আর বেশি সুবিধা নিয়ে। কি কি থাকতে পারে একটা সাধারন ধারনা দিই।
HTC One M9 থাকতে পারে octa core Qualcomm 810 snapdragon chipset
HTC M-9 থাকতে পারে 3GB of RAM
four cores running at 2.0GHz and 4 at 1.5GHz,
তার পরে Sony Xperia Z4
সনি গত বছর কাটিয়েছে তাদের Xperia Z3 দিয়ে। এই এই বছর তারা নিয়ে আসছে Z4 .এটি তে ও আগেরটার তুলনায় আর উন্নত ফিচার নিয়ে আসছে।
সাম্ভাব্য ফিচারের মধ্য display 2560 x 1440 pixels (~565 ppi pixel density)
android version হতে 5.0(lollipop)
তার পরে LG G4 নিয়ে আসছে এই বছর
এলজি এবার আর নতুনত্তের সাথে আসছে তাদের এলজি জি ৪ নিয়ে।চলুন দেখি কি থাকতে পারে তার মধ্য
snapdragon 810 processor
Qualcomm’s chip is facing delays.
3GB of RAM
Nokia Lumia 940 আসতে যাচ্চে এই বছর
নকিয়া মাইক্রোসফটর হাতে গিয়ে এখনো সেই রকম কিছুই করতে পারে নাই।তাই এবার আর জাকজমক কিছু নিয়ে তারা আসতে চাচ্ছে যেন এবার অন্তত মার্কেট টা ধরতে পারে =D
যা জানা যাচ্চে এবারেরটাতে windows 10 থাকবে ডিফল্ট এবং 5 inch display and 1080p resolution।
তারপরে হচ্ছে Samsung Galaxy S6
গত বছর s5 ভালই মাতালো স্মার্ট ফোন মার্কেট তাই এবার তারা অনুপ্রাণিত হয়ে নিয়ে আসছেতে Galaxy S6
পোস্টটি পূর্বে প্রকাশিত হয়েছে এখানে Best 5 smartphones দেখে নিতে পারেন আর জানার জন্য
আমি techcity। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমটা কিনব |