অনেক দিন পর আপনাদের জন্য নিয়া আসলাম Symphony Roar A50 (Android One) এর Exclusive Hands On Review. লেখাই কিছু ভূল থাকতে পারে। ভূল হলে তা শুধরে দেওয়ার অনুরোধ রইলো।
সবার আগে ফোনটির Specification দেখে নিই।
স্পেসিফিকেশন
=>অ্যান্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম।
=>৪.৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে
=>ডুয়েল সিম/দুটির মধ্য যেকোন একটিতে ৩জি ব্যাবহার করা যাবে
=>১.৩ গিগাহার্টজ গতির কোয়াডকোর প্রসেসর
=>১ গিগাবাইটের র্যাম
=>মালি ৪০০ এমপি ২ জিপিউ
=>৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
=>২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
=>OTA সাপোর্ট।
=>৮ গিগাবাইটের রম।
=>১৭৮০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী।
এবার তাহলে বিস্তারিত রিভিউয়ের দিকে যাওয়া যাক:-
আনবক্সিং:
ফোনটির বক্সে যা যা রয়েছে-
*হ্যান্ডসেট
*৮ জিবি মেমরী কার্ড(ফোনের সাথেই লাগানো)
*ব্যাটারি
*চার্জার ও ডাটা ক্যাবল
*ওয়ারেন্টি কার্ড
*ইউজার ম্যানুয়াল
*স্ক্রীন প্রটেক্টর
*৩.৫mm হেডফোন।
অপারেটিং সিস্টেম
এতে ব্যাবহার করা হয়েছে কিটক্যাট ৪.৪.৪, গুগল এর কথা অনুসারে যা আরও দুই বছর পর্যন্ত আপডেট পাবে।
অর্থাৎ Lollipop আপডেট ও পেতে যাচ্ছে কিছুদিনের মধ্য। যদিও এখনো Date জানানো হয়নি, তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আপডেট আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।
বিল্ড কোয়ালিটি
বিল্ড কোয়ালিটির কথা আসলে বলে নেয়া ভা এটি একটি বাজেট ফোন। ফোনটি তৈরিতে প্লাস্টিকের ব্যাবহার করা হয়েছে।
তবে প্লাস্টিক ব্যাবহার হলেও ফোনটির বডি খুব মজবুত।যা আপনি ফোনটি হাতে নিলেই বুঝবেন।
ডিজাইন
এর ডিজাইন অন্যান্য Android One থেকে আলাদা এবং খুব স্মার্ট।দেখে কোন Cheap ফোন মনে হওয়ার সম্ভাবনা কম।
এটির ডাইমেনশন 132X 66X 9.1 mm। যেহেতু 9.1mm তাই যথেষ্ট Slim বলা চলে।
ডিসপ্লে
ক্যাপাসিটিভ টাচ, 4.5inch, FWVGA(854 X 480)pixel ব্যাবহার করা হয়েছে এটিতে। যার Pixel Density 218 ppi.
ফোনটির ভিউয়িং এন্গেলও খুব ভাল পাশ থেকে দেখতেও কোন সমস্যা হয়নি। এর টাচ রেসপন্সও ভাল মনে হয়েছে।
এতে ৫.০ মাল্টিটাচ সাপোর্ট করে।
Ui
এটি যেহেতু Aosp রম। এতে গুগলের অরিজিনাল ও নিজস্ব Ui ও Launcher ব্যাবহার করা হয়েছে। যা খুবই স্মুথ। কোন প্রকার কোন ল্যাগ পাওয়া যায়নি।
AOSP ROM
উপরে AOSP রমের কথা বলা হয়েছে। AOSP হল Android Open Source Project.
এই রমের বৈশিষ্ট হল এটি Pure Android Os. অর্থ্যাত এতে কোন ধরনের মডিফাই করা হয়নি।
যেমন-Htc, Sony, Samsung কোম্পানি গুলো রম টাকে মডিফাই ও নিজেদের Ui যোগ করে মার্কেটে ছাড়ে।
সিপিউ
এতে ব্যাবহার করা হয়েছে Cortex A7 Quad-core Procssor। যাতে গেমিং এবং মাল্টিটাস্কিং এ ভাল পারফোমেন্স পাবেন।
চিপসেট
মিডিয়াটেকের MTK6582 চিপসেট ব্যাবহার হয়েছে এই ফোনে।
জিপিউ
জিপিউ হিসেবে ব্যাবহার হয়েছে Mali 400MP2. যাতে সহজেই Hd গেম গুলো খেলা যাবে।
মেমরী
এতে ৮জিবি রম দেয়া হয়েছে যার মধ্য ৬জিবি ব্যাবহার করা যাবে। রমের পুরাটা শুধুমাত্র সফটওয়্যার ইন্সটলের কাজে ব্যাবহার করা যাবে।
অনেকের কাছে মনে এটি একটি সমস্যা মনে হতে পারে, তবে ব্যাবহারের সময় বুঝবেন এটি বরং একটি সুবিধা।
রেম
এতে রয়েছে ১ জিবি Ram যার মধ্য ৯৬৩এমবি ব্যাবহার করতে পারবেন।
অনেকগুলো এপ একসাথে রান করলেও কোন প্রকার ল্যাগ হয়না এবং রানিং এপস গুলোও চালু থাকে, কিল হয় না।
ক্যামেরা
এই ফোনের সবচাইতে ভাল দিক মনে হয়েছে আমার কাছে ক্যামেরা। এই দামে এর চেয়ে ভাল ক্যামেরা পাওয়া মুশকিল।
পেছনে রয়েছে ৫.০মেগা ক্যামেরা সাথে অটোফোকাস এবং ফ্লাশ। শুধুমাত্র দিনে না রাতেও খুব ভাল মানের ছবি তুলতে পারবেন এই ক্যামেরা দিয়ে। এর ফ্লাশ অনেক ব্রাইট ও কার্যকর। এতে সত্যিকার অর্থেই ৫.০মেগা ক্যামেরা ব্যাবহার হয়েছে।
আর সামনে ২.৪ মেগা ক্যামেরাও যথেষ্ট ভাল।সামনের ক্যামেরা দিয়েও ভাল মানের ছবি তুলতে পারবেন আর ভিডিও কল কোয়ালিটিও অনেক পরিষ্কার ছিল।
এর পেছনের ক্যামেরা দিয়ে ১০৮০p অর্থ্যাত ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন। সামনের ক্যামেরা দিয়ে ৭২০p ভিডিও ধারণ করতে পারবেন।
অডিও/ভিডিও
এর অডিও কোয়ালিটি ভাল এবং অনেক লাউড। হেডফোন ছাড়া গান শুনতে খারাপ লাগবে না।
ফুল Hd ভিডিও প্লে করতে কোন সমস্যা হয়নি। স্মুথলি চলে।
গেমিং
Subway Surfer, Temple Run(ALL) ,Robocop, Offroad Legends ইত্যাদি গেম গুলো খেলেছি কেন ফ্রেম ড্রপ পাইনি।
Asphalt 8, Nfs, Mortal Combat গেমগুলো এখনো ডাউনলোড করি নাই। তবে অনেকেই গেমগুলো কোন প্রকার ল্যাগ ছাড়াই খেলেছেন।
সেস্সর
এতে যে সমস্ত সেস্সর আছে-
*Accelerometer 3d Sensor
*Proximity Sensor
*Gyroscope Sensor
*Magnetic Field Sensor
*Motion Sensor
*Rotation Vector Sensor
*Gravity Sensor
*Linear Acceleration Sensor
জিপিএস
আধাঘন্টার মত জিপিএ ইউজ করেছিলাম। কোন সমস্যা মনে হয়নি। তবে যারা বেশীরভাগ সময় জিপিএস ব্যাবহার করেন তারা ফীডব্যাক জানাবেন।
বেন্চমার্ক
Antutu Score:-19588 এবং Nenamark2:-55.9fps ছিল।
রিকভারি ও কাস্টম রম
Twrp অন্যান্য রিকভারি গুলো কাজ করছে। তবে এখনো কে কাস্টম রম ইন্সটল দেয়নি, তাই এ সম্বন্ধে বিস্তারিত বলতে পারছি না।
ব্যাটারি
এতে 1780mah লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যাবহার করা হয়েছে।
৩জি তে ননস্টপ ডাউনলোড ও ব্রাউজিংয়ে ৫ঘন্টার উপরে যায়। ব্যাটারি ব্যাকাপ আমার কাছে খারাপ মনে হয় নাই। আমার একবার চার্জে পুরোদিন চলে যায়।
খারাপ দিক
১. যারা হার্ডকোর গেমার তাদের কাছে ব্যাটারি ভাল নাও লাগে পারে।
২.ব্যাকপার্ট ম্যাট ফিনিশিং না হওয়ায় প্রচুর দাগ পড়তেছে। ফ্লিপ কভার না আসা পর্যন্ত যত্ন করে ইউজ করতে হবে।
***ভাল দিক অনেক, লিখে শেষ করা যাবে না তাই লেখিনি। রিভিউতে মোটামুটি সবার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করলাম তাও কিছু বাকি থাকলে জানাবেন । Symphony Roar A50 এর সমস্যার সমাধানের জন্য ফেইসবুকে এইটা পেইজ খোলা হইছে - https://www.facebook.com/SymphonyRoarA50
আমি অনলাইন হেল্প জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার একটা ব্লগ আছে । ঘুরে আসতে পারেন AmarFon
main problem battery nia. 1 din o jaite chay na. kisu na korleo khali display on rakhle battery percentage komte thake. charge 100% hoye gele, charger khule nile screen ek bar on hoy abar off hoy. ei rokom choltei thake jottokhon na 99% hoy.