Heads Up: সবার জন্য Lollipop(v5)এর নোটিফিকেশন সিস্টেম

২০০০ সালের সময়ের Unreal tournament সিরিজের ফার্স্ট পারসন শুটিং গেম এর কথা মনে আছে? ওইখানে এক টা অপশন ছিল। মোটামুটি সব এই ধরনের গেম এ এক টা অপশন থাকে, লেখা থাকে “হেডস আপ ডিসপ্লে “। এটা কি ছিল? কিছুই না তেমন, শুধু মাথার উপরে মানে স্ক্রিনের উপরের দিকের ডানে বা, বামে সামান্য কিছু
ইনফরমেশন লেখা থাকতো। সেগুলো ছিলো খুবই কাজের, কারণ সেই লেখাগুলোর মাধ্যমে আমরা আমাদের হেলথ, মিশন প্রোগ্রেস সব কিছু এক ঝলকে দেখতে পারতাম।

এন্ড্রয়েডের নতুন ললিপপ ভার্সন এও ঠিক এরকম (না!! কিন্তু প্রায় এরকম) কিছু সংযোজন করা হয়েছে। সেটার নাম ও Heads Up Display . এটার কাজ হলো অল্প কিছু সময়ের জন্য আমাদের মোবাইলের উপরে নোটিফিকেশন গুলো ভাসতে থাকবে। ব্যাপারটা অনেকের কাছে সুবিধাজনক। কিন্তু দুঃখের ব্যাপার হল এটা কেবল ললিপপ ভার্সন এর জন্যই অবমুক্ত করা হয়েছিল। কিন্তু আজ আমরা এমন একটা সফটওয়্যার এর সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব
যেটা দিয়ে এই ফিচার নন ললিপপ ভার্সন এও আনা সম্ভব।।

এটা খুব ছোট একটা সফটওয়্যার। নাম Heads Up. এটা ইন্সটল করার পর আপনাকে শুধু এটা অন করতে হবে। এরপর থেকেই ললিপপ এর হেডস আপ ডিসপ্লে এর সুবিধা আপনি পেয়ে যাবেন।

কিছু আলাদা সুবিধা গতানুগতিক এই সুবিধা ছাড়াও এটাতে কিছু আলাদা সুবিধা আছে। হেডস আপ ডিসপ্লে ঠিক কতক্ষন পর্যন্ত থাকবে, আর কোন কোন এপ্লিকেশন গুলোর ইনফরমেশন এটি দেখাবে না এই ব্যাপারটিও এখানে দেওয়া আছে. এছাড়াও যারা ডার্ক ব্যাকগ্রাউন্ড পছন্দ করেন তাদের জন্য ডার্ক থিম। আর সোয়াপ করে রিমুভ করার বদলে যদি শুধু স্ক্রিন এর যেকোনো অংশে টাচ দিয়ে রিমুভ করা যায় এই অপশন টাও এখানে আছে বলে এটি অন্যান্য সফটওয়্যার থেকে আলাদা।

Download Link: Heads Up Display

আমি এনড্রোয়েড বাবা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামু আলাইকুম।আমি Rj Sohel আমি নতুন টিউনার হয়েছি।আমার বাড়ি পার্বত্য চট্রগ্রামের রাংামাটি জেলার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thank yoy

Level 2

থ্যংকিউ

Thanks For Share

Thnqqqqqqqq …..কাজ করে 🙂

nice post