আপনি ঢাকার বাহিরে থাকেন তাহলে কিভাবে ঢাকার বাহিরে থেকে টেলিটক বর্নমালা সিম পাবেন আসুন যেনে নিই । সাথে টেলিটকের আরও একটি আকর্ষনীয় প্যাকেজ।

আাসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নানা ব্যস্ততায় আপনাদের কাছথেকে অনেক দূরে ছিলাম এত দিন। তবে আজ ফিরে এলাম নতুন কিছু নিয়ে। তো চলুন দেখাযাক নতুন কি থাকছে আপনাদের জন্য।

আপনারা ইতিমধ্যে জেনেছেন যে, টেলিটক স্কুল কলেজের ছাত্র ছাত্রিরে জন্য টেলিটক বর্নমালা সিম বাজারে ছাড়ছে। আর তা পাওয়াযাবে টেলিটকের ২১ বইমেলার প্যাভিলনে যেয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে। কিন্তু একুশে বইমেলা তো ঢাকাতে হবে তাহলে আমরা যারা ঢাকার বাহিরে থাকি তারা কি আঙ্গুল চুসব্। মোটেও না। তাহলে চলুন দেখে নিই আমরা ঢাকার বাহিরে থেকে কিভাবে ঘড়ে বসে টেলিটক বর্নমালা সিম এর জন্য রেসিস্ট্রেশন করতে পারব। রেজিস্ট্রেশন শুরু ১ ফেব্রুয়ারী হতে.......

১. প্রথমে নিচের ছবিটা ডাউনলোড করেন । অথবা ছবির নিচে দেয়া লিংক হতে ডাউনলোড করুন

http://www.teletalk.com.bd/docs/bornomala_reg_form.jpg

২. এবার ছবি বা রেজিস্ট্রেশন ফর্মটা প্রিন্ট করে নেন।

৩. এখন এটি স্ব-হস্তে পূরন করে [email protected] এই ইমেইল ঠিকানায় সংযুক্তি হিসাবে পাঠিয়ে দিন।

আপনার কাজ শেষ এবার শুধু অপেক্ষার পালা......

এবার আসুন টেলিটকের আরেকটি আকর্ষনীয় প্যাকেজ সমন্ধে জানি

এই প্যাকেজের নাম টেলিটক কর্পোরেট 3G

কলরেট

যতগুলো সিম একসাথে নিবেন সবার সাথে ভয়েস ও ভিডিও কল 25 পয়সা মিনিট সাথে ১ সেকেন্ড পালস 24 ঘন্টা 

 হতে টেলিটক ভয়েস ও ভিডিও কল 30 পয়সা মিনিট সাথে ১ সেকেন্ড পালস 24 ঘন্টা 

টেলিটক হতে অন্যান্ন 60 পয়সা মিনিট সাথে ১ সেকেন্ড পালস 24 ঘন্টা 

যতগুলো সিম একসাথে নিবেন সবার সাথে SMS 25 পয়সা অন্য সব অপারেটর 30 পয়সা

এছাড়াও সাস্রয়ি মূলে ইন্টারনেট।

*** উপরের সকল কল ও এস এম এস রেট কোন রকম রিচার্জ বা অন্য কোন সর্ত ছারাই সারা জীবন কার্যকর থাকবে।

কর্পোরেট সিম নিতে প্রয়োজনীয় যে ডকুমেন্ট গুলো লাগবে তা হল-

১. ট্রেড লাইসেন্স ( অবস্যই প্রতিষ্ঠান বা লিমিটেড কোম্পানির হতে হবে। দোকানের হলে হবে না)

২. টি এন রেজিস্ট্রেশন এর ফটোকপি।

৩. কোম্পানি লেটার হেড প্যাড

৪. কোম্পানি বা প্রতিষ্ঠানের কার্যাদেশ ও কর্মচারী কর্মকর্তা বিবরনী।

উপরোক্ত ডকুমেন্ট নিয়ে আপনাকে নিকটস্ত টেলিটক কাস্টমার কেয়ারে যেতে হবে। এর পর লেটার হেড প্যাডে আপনার কয়টি সিম লাগবে তা জানিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ১৫-২০ দিনের মধ্যে আপনাকে সিম দেয়া হবে।

*** একসাথে অবস্যই কমপক্ষে ৫ টি সিম নিতে হবে।

বিদ্রাঃ যদি কেউ কর্পোরেট সিম নিতে চান কিন্তু আপনার উপরের ডকুমেন্ট গুলো না থেকেথাকে অথবা আপনার ২ টি বা ১ টি সিম লাগবে অথচ আপনি সিম নিতে আগ্রহী তাহলে আমার সাথে যোগাযোগ করতে চাইলে করতে পারেন। আমি চেষ্টা করব।

আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন।

*** অনেকেই মোবাইল দিয়ে টিটি ব্রাউস করেন আবার অনেকেই স্লো নেট প্যাকেজ ব্যবহার করে টিটি ব্যবহার করেন তারা ভিডিও টিউটরিয়াল দেখে ফটোসপ শিখতে পারেন না কিন্তু শিখতে আগ্রহী । এমন আগ্রহীদের জন্য আমি নিয়ে আসছি....

চেইন টিউন “স্ক্রিন সর্টে ফটোসপ” 

আমার ফেসবুক পেজ>>>>শাকিল আহম্মেদ শিমুল

Level 0

আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ঝামেলাপূর্ণ বিষয়

একটা স্টুডেন্ট আইডি+NiD দিয়ে একাধীক সিম নেয়া যাবে?

যার নামে সিম নেয়া হবে, তাকে কি উপস্থিত থাকতে হবে? যারা স্কুলে পড়ে কিন্তু ID Card আছে, তার অভিভাবকের নামের সিম তুলতে কি করতে হবে?

    @অন্তর খান: সিম নেবার সময় যার নামে সিম নেয়া হবে তাকে উপস্হিত থাকতে হবে। তবে কাস্টমার কেয়ারে আপনাকে ছাড় দিরেও দিতে পারে যেমন আমি বগুড়ায় কিছুটা হলেও সুবিধা পাই। আর অভিভাবকের আইডি দিয়েও সিম নিতে পারেন।

ভাই, ঠাকুরগাঁও এ তো কাস্টমার কেয়ার নাই। দিনাজপুরে আছে, তাইলে কেমনে পাবো?

    @মোঃ মাসুদ রানা: আপনার আশেপাশে যেখানেই কাস্টমারকেয়ার আছে সেখান থেকেই নিতে পারবেন। কোন সমস্যা নেই এক কথায় আপনি বাংলাদেশের যে কোন কাস্টমার কেয়ার হতে নিতে পারবেন শুধু ফর্ম পূরনের সময় যে কাস্টমার কেয়ার হতে সিম নেবেন তাতে টিক দিতে হবে।

এস আর এর কাছ থেকে কি ক্রয় করা যাবে?

Nice thing

পীরগঞ্জ ঠাকুরগাঁও এ কাস্টমার কেয়ার নাই।
তাইলে কেমনে পাবো?

    @মোঃ লিমন পীরগঞ্জ: তুমিও কি ভাই ঠাকুরগাঁও থেকে

    @মোঃ লিমন পীরগঞ্জ: আপনার আশেপাশে যেখানেই কাস্টমারকেয়ার আছে সেখান থেকেই নিতে পারবেন। কোন সমস্যা নেই এক কথায় আপনি বাংলাদেশের যে কোন কাস্টমার কেয়ার হতে নিতে পারবেন শুধু ফর্ম পূরনের সময় যে কাস্টমার কেয়ার হতে সিম নেবেন তাতে টিক দিতে হবে।

vai ekjonke ki 1ta sim dibe
naki 5ta sim dibe
ekto bujiye bolle vlo hoto

    @Ahasan Habib: বর্নমালা প্যাকেজে একটা সিম নিতে পাবেন আর কর্পোরেট প্যাকেজে মিনিমাম ৫ টা নিতে হবে।

আপনাদের প্রশ্ন গুলি টেলিটক এর ফেছবুজ পেজ এ অথবা টেলিটক থেকে ১২১ এ ফোন দিয়ে করলে উত্তর পাবেন, আমার কিছু প্রশ্ন আছে, ১২১ এ ফোন দিব ভাবতেছি,

টেলিটক নিয়ে আপনাদের কারও কোন প্রশ্ন থাকলে ফেসবুকে আমাকে মেসেজ করতে পারেন আশাকরি সমাধান করতে পারব।

ভাই আমার একটা সিম দরকার ছিল আপনার কথামত রেজিষ্ট্রশন করেছি সিম পাবো তো।

আমি আপনার মাধ্যমে কর্পোরেট সিম নিতে চাই আমাকে কি করতে হবে?

১.আচ্ছা ভাইয়া ,আমি যদি সরাসরি বর্নমালা সিমের রেজিস্ট্রেশন ফ্ররম টি নিয়ে কাস্টমার কেয়ারে যাই তাহলে কি সিম দিবে?

vi form ta fillup kore teletalk coustumer care e dele hobe na?