ভাইবার, ট্যাঙ্গোসহ পাঁচটি সেবা খোলা হয়েছে

ভাইবার ও ট্যাঙ্গোসহ সামাজিক যোগাযোগের পাঁচটি ভয়েস ও মেসেজিং সেবায় গতকাল বুধবার রাত ১২টা থেকে খোলা পাওয়া যাচ্ছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ও একাধিক মুঠোফোন কোম্পানি সূত্রে জানা গেছে, সরকারের কাছ থেকে নতুন কোনো নির্দেশনা না আসায় ভাইবার, ট্যাঙ্গো, হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন খুলে দেওয়া হয়েছে।

গত রোববার ইন্টারনেট সংযোগের মাধ্যমে কথা বলা ও খুদেবার্তা পাঠানোর জনপ্রিয় অ্যাপস ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করে দেওয়া হয়। প্রথম দফায় রোববার রাত পর্যন্ত ভাইবার ও ট্যাঙ্গো বন্ধের নির্দেশনা দেওয়া হয়। পরে সময়সীমা গতকাল বুধবার মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করার পরদিনই সোমবার হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের আরও তিনটি ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধ করে দেয় সরকার।

বিটিআরসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রে জানা যায়, বিনা খরচে কথা বলা ও নিজেদের অবস্থান গোপন রেখে কথা বলার জন্য বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সাম্প্রতিক সময়ে যোগাযোগের জন্য ভাইবার ব্যবহার করেন। এমনকি নাশকতার কাজেও প্রয়োজনীয় যোগাযোগ সারা হচ্ছে ভাইবার ব্যবহার করে। এ ব্যাপারে তাদের কাছে তথ্য রয়েছে।
এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেবা দুটি বন্ধে বিটিআরসির সহায়তা চায়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিটিআরসি থেকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয় মুঠোফোন কোম্পানি ও আইজিডব্লিউগুলোর কাছে। সে অনুযায়ী শনিবার রাত থেকে ভাইবার ও ট্যাঙ্গো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এ সময়ে হোয়াটসঅ্যাপ, লাইন ও মাইপিপল ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। সে কারণে তাদের পক্ষ থেকে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধের মেয়াদ আরও বাড়ানো এবং নতুন তিনটি সেবা বন্ধের অনুরোধ আসে। সে পরিপ্রেক্ষিতে বিটিআরসির নতুন নির্দেশনাটি আসে।
বিটিআরসির এ সিদ্ধান্তে বিভিন্ন অনলাইন, ফেসবুকসহ সামাজিক বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবহারকারীরা। বাংলাদেশে ভাইবার বন্ধ হওয়ার এই খবর ইতিমধ্যে এএফপি, দ্য গার্ডিয়ান ও দ্য হিন্দুর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।

Level 0

আমি রনি মনে হয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তাই নাকি|
আমার সাইটে কমেন্ট করার করার অনুরোধ রইল|
Tuneshot.blogspot.com

কই, আমার হোয়াটস অ্যাপতো এখনে চলে না।কারণ কি??
ইনফ্যাক্ট আমি আমার হোয়াটস অ্যাপটা আগে আনইন্সটল করে দিছিলাম বাট এখন ইনস্টল করলেও কানেকশন পাচ্ছি না। কোনমতেই রেজিস্ট্রেশন করতে পারছি না।

শান্তি শান্তি শান্তি

দিতেই হবে, কারন সামাজিক যোগাযোগ বিশেষ কারো ইচ্ছার গণ্ডিতে আবদ্ধ থাকেনা।

তাই নাকি?? বন্ধ হইছিল কবে ?? বন্ধ করা কি এত সহজ?