রিকভারি ? এইডা আবার কি? রিকভারি হচ্ছে একটি অপশন যা আপনাকে ম্যানুয়ালি ফাইল ফ্লাশ করতে,ডাটা ওয়াইপ,ডাটা ব্যাকাপ ও রিস্টোর করতে সাহায্য করে !
ফোন রুট করার পর প্রথম কাজ হচ্ছে স্টক রম ব্যাকাপ রাখা ! সেটা করতে হলে কাস্টম রিকভারি লাগবেই! তো এই কাস্টম রিকভারি কিতা? নাম দেখেই বুঝতে পারছেন এইটা একটা কাস্টমাইজড রিকভারি! আপনার ফোন এ যে রিকভারি থাকে তাতে অল্প অপশন থাকায় কাস্টম রিকভারির প্রয়োজন হয়।
জনপ্রিয় দুটি রিকভারি হচ্ছে cwm (clockworkmod) ও twrp (team win recovery project)। এর মধ্যে cwm এ পাওয়ার বাটন ও ভলিউম বাটন দিয়ে কাজ করতে হয় সেখানে twrp তে টাচ করেই কাজ করা যায়!
আজ আমরা cwm রিকভারি ইন্সটল দেয়া শিখব -
প্রথমে google মামারে একটু গুতা দেন ! লেখেন "CWM Recovery.img for 'ur phone model'"। যেমন cwm recovery.img for maximus ix। ফাইলটি ডাউনলোড করে Sd কার্ড এ রাখুন। কোনো ফোল্ডারে না,
ডিরেক্ট sd card এ। ফাইলটি গুগল এ সহজে না পেলে আপনার ফোন সংক্রান্ত গ্রুপে খুঁজে দেখুন।
এবার mobile uncle mtk tools নামক এপ টি ডাউনলোড করেন। ইন্সটল করে ওপেন করুন। রুট পারমিশন চাইলে দিন। Recovery Update এ ক্লিক করুন। sd card এ রাখা রিকভারি ফাইল টা দেখালে তাতে ক্লিক করে ওকে দিন। রিস্টার্ট চাইলে দিন। রিস্টার্ট্ হয়ে আপনাকে রিকভারি মেনুতে নিয়ে যাবে। বাস হয়ে গেল! ওখান থেকে আপনি রম ব্যাকাপ/ রিস্টোর,কাস্টম রম ফ্লাশ করতে পারবেন!! পরবর্তিতে রিকভারি মেনুতে যেতে চাইলে volume up+power অথবা volume down+power চেপে ধরে রেখে যান। বিভিন্ন ফোন এ এই পদ্ধতি বিভিন্ন রকম। আপনার ফোনেরটি জানতে google করেন
কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন। শিগ্রই স্টক রম ব্যাকাপ রাখা নিয়ে পোস্ট করা হবে। খোলা মনে এ সংক্রান্ত প্রশ্ন করুন।
ধন্যবাদ Have A Happy Root Experience
সময় পেলে আমার সাইট টা ঘুরে আসবেন. Myapkbd.Com
আমি এনড্রোয়েড বাবা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামু আলাইকুম।আমি Rj Sohel আমি নতুন টিউনার হয়েছি।আমার বাড়ি পার্বত্য চট্রগ্রামের রাংামাটি জেলার
ভাই আমি আমার maximus ix এর জন্য cwm recovery.img পাই না । দয়া করে যদি ডাউনলোড লিঙ্ক দিতেন। আমার ix এর কোন custom rom আছে?