অনেকে হয়তো আমার শিরনামটি দেখেই বুঝে ফেলছেন,কিন্তু মনে হয় সম্পূর্টা এখনো বুঝতে পারেননি।আসলেই পুরো স্মার্টফোন জগত কে কাপিয়ে এই এন্ড্রয়েড মোবাইলটি মার্কেটে আসতেছে।অবিশ্বাস্য সব ফিচার নিয়ে এবং খুব কম দাম নিয়েই মার্কেট শাসন করতে আসতেছে মোবাইলটি। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এবারের কনজুমার ইলেকট্রনিকস শোতে চমক দিল যুক্তরাষ্ট্রের স্বল্পপরিচিত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেগাস। বাজারের নামীদামি স্মার্টফোন নির্মাতাদের পেছনে ফেলে সেগাস এমন একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে যাতে স্টোরেজ সুবিধা রয়েছে ৩২০ গিগাবাইট পর্যন্ত।
স্মার্টফোনটির নাম দেয়া হয়েছে ‘ভি স্কয়ার’।
তবে মোবাইলটির দাম নিয়ে এখনো চূড়ান্ত কিছু না জানলেও বলেছে যে ৪০০ থেকে ৫০০ ডলারের মধ্য পড়তে পারে(সুত্রঃফোন এরেনা) যা বাংলাদেশী টাকায় হয়তো ২৫ থেকে ৩৫ হাজারের কাছে পড়তে পারে ।হয়তো আরও কম দাম ও পড়তে পারে মার্কেট শাসন করার জন্য।ও আরেকটি কথা মোবাইল কিন্তু পানি বিরোধী এবং ব্যাক সাইড বুলেট ফ্রুপ মেটাল দিয়ে বানানো হয়েছে ।
আমি techcity। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বুলেট ফ্রুপ !!!!!!!!!! 😮