সবাই কে আমার সালাম।
এই শীতের মধ্যে খুব আরাম এই তো ঘুমাচ্ছেন, আপনারা কিন্তু আমার তো ঘুম আসে না।
তাই একটা টিউন লিখতে বসলাম
আধুনিকতার ছোঁয়া এবার মোবাইলেও লেগেছে।
প্রযুক্তির সর্বোচ্চ উপাদান এসেছে এবার মোবাইলে।
এমন একটি স্মার্টফোন আসতে যাচ্ছে যা হাতের কবজিতে লুকিয়ে রাখা যাবে।
মোবাইল মানেই হাতের মুঠোয় সেটি সকলের জানা।
কিন্তু স্মার্টফোনের ক্ষেত্রে এমন ধারণা আসতে পারে তা কেও চিন্তা করেনি।
যদিও ইতিমধ্যে অনেক আধুনিক প্রযুক্তি এসেছে আন্তর্জাতিক বাজারগুলোতে।
এবার টাচ স্ক্রিণে রূপান্তরিত হয়ে হাতের কবজির চামড়াতে ভেসে উঠবে ছবি।
শুধুমাত্র আলতো করে আঙুল ছুঁইয়ে দিলেই হলো।
চোখের পলক ফেলতেই হবে অ্যাপস ডাউনলোড।
যা চাওয়া যাবে তাই হবে।
ফ্রান্সের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান এক বিজ্ঞানমেলায় এমনই একটি নয়া প্রযুক্তির ব্রেসলেট স্মার্টফোন তৈরি করেছে।
তারা বলেছে, প্রতিষ্ঠানটি গত প্রায় এক বছর ধরে এই ডিভাইসের একটি প্রোটোটাইপ তৈরির কাজ চালাচ্ছে।
আগামী বছরের মধ্যেই এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
নতুন ওই সিক্রেট ব্রেসলেটটি কবজিতে পড়লেই চামড়ায় ভেসে উঠবে স্মার্টফোনের স্ক্রিণ।
সেখানে ছবি তোলা হতে শুরু করে মেইলের উত্তর দেওয়া, এমনকি গেম খেলা আবার ফোনে কথা বলার মতো সব কাজই করা যাবে।
ওই ব্রেসলেটটির নিচের দিকে ভেসে উঠবে ট্যাবের ডিসপ্লে।
তাতে থাকা প্রক্সিমিটি সেন্সর শনাক্ত করবে ব্যবহারকারীর দেওয়া বিভিন্ন কমান্ড।
ছোট এই ডিভাইসটিতে নানা অ্যাপসের সুবিধাও থাকবে- এমনটি দাবি করেছে এর নির্মাতা সংস্থা।
আবার ইউএসবি পোর্ট, ওয়াইফাই বা ব্লুটুথ সবই থাকবে এতে।
উল্লেখ্য, ফ্রান্সের ওই স্টার্টআপ প্রতিষ্ঠান আগামী এক বছরের মধ্যে বাণিজ্যিকভাবে এটি বাজারে ছাড়বে বলে আশা করছে।
১৬ জিবি কিংবা ৩২ জিবি স্টোরেজ ক্ষমতার এই ডিভাইসের মূল্য প্রায় ৪শ’ ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এখন তাহলে ঘুমাই।
আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।