আসসালামু আলাইকুম।
প্রিয় টেকি ভাই/বোনেরা আশা করি ভালই আছেন।
অনেকদিন হয় টেকটিউন্সে টিউন করা হয়ে উঠছে না। আমার চেইনটিউন Android photo Editing প্রায় একমাস যাবৎ লেখাই হচ্ছে না। সামনেই এক্সাম তাই একটু ব্যাস্ত হয়ে পড়েছি।
এবার আসল কথায় আসি,
বাংলালিংক দিচ্ছে আঠারো টাকা রিচার্জের সাথে সাথেই পাঁচশো মেগাবাইট ইন্টারনেট ফ্রী। এটা যারা প্লে প্যাকেজে আছেন তারাই পাবেন।
প্লে প্যাকেজে জেতে p লিখে 9999 এ পাঠিয়ে দিন।
ব্যাস এবার আঠারো টাকা রিচার্জ করুন। আরামচে ইন্টারনেট চালান। চেক করুন *124*55# দিয়ে।
টাইম লিমিটেড কিন্তুু! সকাল 9 টা থেকে বিকেল 5 Ta পর্যন্ত।
মেয়াদ থাকবে দুইদিন।
তাই বলি কি, সকাল বেলা রিচার্জ করা ভাল। তারপর থেকেই চালাতে পারবেন! আর বিকেলে রিচার্জ করলে সেদিন কতটুকু সময় পাবেন?
ভুল বেয়াদবী মাফ করবেন!
আসছেন যখন একটা পিকচার দেইখা যান।
11/12/2014
আমি Ultimate SoHeL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
(আগে মানুষ হয়ে নেই? ইয়ারপর বায়োগ্রাফিক্যাল ইনফো লিখব।। ) ⊙ω⊙ আপাতত নামটা মুহাম্মদ সোহেল .(•ิ_•.... I Love techtunes..... ωαηηα ѕтαу ωιтн тєcнтυηєѕ..... ♥
ধন্যবাদ