H50 আর H100 এর কনফিগারেশন এক হলেও দুই সেটের মধ্যেই কিছুটা পার্থক্য রয়েছে। খুবই অল্প পার্থক্য, তবুও পার্থক্যগুলো তুলে ধরার চেষ্টা করছিঃ
#ক্যামেরা: ক্যামেরা নিয়ে কারো খুঁতখুঁতে স্বভাব থাকলে, তার H50 না কেনাই ভালো। এই সেট দিয়ে দিনে ভালো ছবি তোলা যায়। কিন্তু, ফ্ল্যাশ কোয়ালিটি খারাপ হওয়ার কারনে রাতে ভালো ছবি তোলা যায়না।
H100 এর ক্যামেরা কীরকম, সেটা না বললেও বোধহয় চলে। গ্রুপে ২০০+ ছবি আপলোড করা আছে যেগুলো H100 দিয়ে তোলা, এই দামের মধ্যে ক্যামেরার দিক থেকে H100 এর সাথে কারো তুলনা হবেনা।
#সেন্সর: H50 এর অফিশিয়ালি কনফিগারেশনে accelerometer sensor সম্পর্কে কিছু বলা ছিলোনা, তাই অনেকই এই সেন্সর থাকা বা না থাকা নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিলেন। আপনাদের আশ্বস্ত করছি, H50 এ accelerometer sensor আছে। এক্সট্রা কিছু সেন্সর যেমন: ম্যাগনেটিক সেন্সর, জি সেন্সর আছে যা H100 এর নেই।
H100 তে এমন একটা অপশন আছে যা ব্রান্ডের সেট ছাড়া সচরাচর দেখা যায়না। সেটা হলো, double tap to awake অপশন। এই gesture চালু থাকলে, power বাটন না প্রেস করে স্ক্রিনে ডাবল ট্যাপ করলেই স্ক্রিন অন হয়ে যায়, ফলে, power button এর উপর চাপ কম পড়ে। ফলে, power button সুরক্ষিত থাকে। এটা ঠিক যে, দীর্ঘদিন ধরে পাওয়ার বাটন দিয়ে স্ক্রিন অন করলে একটা সময় পাওয়ার বাটন নষ্ট হয়ে যেতে পারে। এই অপশন থাকার কারনে H100 ব্যবহারকারীরা এই সমস্যায় কখনো পড়বেন না। আফসোসের বিষয়, H50 এ এই অপশন দেওয়া হয়নি।
তাছাড়া, নোটিফিকেশন লাইট আছে H100 তে। নোটিফিকেশন লাইটের সুবিধা কী তা আমার চেয়ে আপনারাই ভালো জানেন। H50 তে নোটিফিকেশন লাইট নেই।
#সাইজঃ H50 এর সাইজ H100 এর তুলনায় হাল্কা, এটা একটা ভালো দিক বলা যায় H50 এর জন্য।
#ব্যাটারি: দুই সেটের রেজ্যুলেশনই 1280*720p, দুই সেটেরই স্ক্রিন সাইজ ৫", দুই সেটেরই ব্যাটারি 2000 mah, তাইলে আপনি কীভাবে আশা করেন, আপনি H100 এর তুলনায় H50 এ বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। যারা এই ধরনের মিথ্যা গুজব ছড়ায়, তারা আসলেই অপদার্থ। তবে শুনেছি, H50 এ চার্জ হতে সময় কম লাগে। এটা পরীক্ষা করতে পারিনি। যদি কথাটা সত্যি হয়, তাহলে এটাও H50 এর আরেকটা সুবিধা, বলা যায়।
#স্ক্রিন রেজ্যুলেশনঃ দুই সেটেরই স্ক্রিন রেজ্যুলেশন সমান। H50 এ G+F+F ফিল্ম টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এইটার কাজ কী, সঠিক জানিনা। তবে ভেবেছিলাম, হয়তো এর স্ক্রিন রেজ্যুলেশন খুব তীক্ষ্ণ হবে। কিন্তু, দুইটা কম্পেয়ার করে দেখলাম, দুই সেটেরই স্ক্রিন রেজ্যুলেশন সমান। নিখুঁতভাবে বিশ্লেষণ করলে H100 এর রেজ্যুলেশন একটু বেশি।
#বেঞ্চমার্ক: Antutu benchmark এ H50 এর চেয়ে H100 বেশি নাম্বার তুলতে সক্ষম হয়েছে।
দুই সেটের মধ্যে পার্থক্য করে একথাই বলা যায়, H50 এ যে জিনিসগুলো বেশি দিয়েছে, ওগুলো খুব একটা প্রয়োজনীয় না।
আবার ফ্ল্যাশ কোয়ালিটি লো করেছে। smart awake অপশন দেয়নাই।
অর্থাৎ, H50 এ H100 এর তুলনায় কিছু অপশন বেশি দিলেও ওগুলো কোনো কাজে আসবে বলে মনে হয়না।
এরচেয়ে Double tap to awake অপশন দিলেও H50 ব্যবহারকারীদের উপকার হতো।
আশা করি, আপনাদের অনেকটা কনফিউশন দূর হয়েছে। সেট কিনতে সময় নিয়ে মার্কেট যান, যাচাই-বাছাই করে তারপরে কিনুন। তাহলে, পরে আর আফসোস করতে হবেনা। আর Symphony Xplorer H50 এর জন্য ফেসবুকে একটা গ্রুপ খোলা হয়েছে । চাইলে জইন করতে পারেন । লিংক - https://www.facebook.com/groups/symphonyxplorerh50/
আমি অনলাইন হেল্প জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার একটা ব্লগ আছে । ঘুরে আসতে পারেন AmarFon
সুন্দর টিউন করার জন্য ধন্যবাদ।