Walton Primo EF2 রুট এবং CWM Recovery ইন্সটল করার নিয়ম ।

রুট করার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি তাই এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে কিছু লিখলাম নাহ । অনেক গুলো রুট মেথড ট্রাই করার পর অবশেষে এই প্রসেসটা দিয়ে কাজ হইছে । এই রুট মেথডের জন্য ধন্যবাদ গ্রুপের মেম্বার জ্যাক স্প্যারো ভাইকে । রুট প্রসেসটা একটু কঠিন তবে কিছু করার নাই সহজ কোন প্রসেসে কাজ হয় না । আর কথা না বাড়িয়ে তাইলে শুরু করলাম । অবশ্যই আপনার পিসির অপারেটিং সিস্টেম ৩২বিট হতে হবে ।

walton primo ef2

০১) প্রথমে Mediafire থেকে নিচের দুটি জিপ ফাইল ডাউনলোড করুন । লিঙ্কঃ File 1 & File 2 (ফাইল সাইজ টোটাল- ৩৩এমবি)

০২) ডাউনলোড করা জিপ ফাইল দুটি আপনার কম্পিউটারে আনজিপ করুন ।

০৩) এবার আনজিপ করা ফাইলের ভিতর থেকে "For Windows x32 Bit.exe" ইন্সটল করুন । (Continue Anyway দিতে থাকুন এবং সব শেষে Finish)

০৪) এরপর SP Flash Tool আনজিপ করে "flash_tool.exe" তে Right Click করে Run As Administrator সিলেক্ট করে Run করুন ।

০৫) এবার Scatter-Loading ফাইলে "MT6582_Android_scatter.txt" সিলেক্ট করুন ।

০৬) RECOVERY তে টিক মেরে Location এ ডাবল ক্লিক করুন ।

০৭) এবার যেখানে "Primo_EF2_recovery.img" ফাইলটা রাখছেন সেখান থেকে ফাইলটা সিলেক্ট করুন ।

০৮) এবার "UPDATE-SuperSU-v2.01.zip" ফাইলটা ফোন এর মেমোরি কার্ড এ কপি করে ফোন অফ করে ফেলেন ।

০৯) SP Flash Tool এর উইন্ডোতে দেখবেন "Download" একটা ট্যাব আছে তাতে ক্লিক করুন

১০) এখন তাড়াতাড়ি আপনার ফোনকে USB Cable দিয়ে কম্পিউটারে কানেক্ট করুন । (ফোন যেন অফ থাকে মাস্ট)

১১) এখন Flash Process স্টার্ট হবে তারপর Finish হলে USB Cable খুলে ফেলুন ।

১২) এবার Volume UP + Power Button + Home একসাথে প্রেস করে Recovery Mod এ যান ।

১৩) Instruction ফলো করুন এবং Update From Zip সিলেক্ট করুন তারপর Successful হওয়ার পর ফোন রিবুট করুন ।

এইতো হয়ে গেলো আপনার Walton Primo EF2 রুট । প্রসেসটা একটু কঠিন তাই কোন সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না । আর Walton Primo EF2 এর জন্য ফেসবুকে একটা গ্রুপ খোলা হয়েছে । চাইলে জইন করতে পারেন । লিংক - https://www.facebook.com/groups/waltonprimoef2/

Level 0

আমি অনলাইন হেল্প জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার একটা ব্লগ আছে । ঘুরে আসতে পারেন AmarFon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস