Symphony Xplorer H50 এর হ্যান্ডস অন রিভিউ

symphony xplorer h50

এন্ড্রয়েড ভার্শন - ৪.৪.২

হার্ডওয়্যার - MediaTek mt6582 , ১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর ।

র‍্যাম - ৯৪৯ মেগাবাইট

রম - সফটওয়্যার ইন্সটলের জন্য - ১.৯৭ গিগাবাইট

রম - স্টোরেজ - ৪.০৭ গিগাবাইট

স্ক্রিণ রেজুলেশন - ১২৮০*৭২০ , পিপিআই - ২৯৯ , আইপিএস ডিসপ্লে ।

গ্রাফিক্স কার্ড (জিপিউ) - মালি - ৪০০ এমপি

সেন্সর - Accelerometer , Proximity , Light , Orientation , Magnetometer

ক্যামেরা - রিয়ার - ৮ মেগাপিক্সেল অটো ফোকাস

ক্যামেরা - ফ্রন্ট - ২ মেগাপিক্সেল অটো ফোকাস

ব্যাটারি - ২০০০ এমএএইচ

এখন আসি বিস্তারিত বর্ণণায়

আউটলুক- সেটটা দেখতে যে কোন সেটের থেকে সুন্দর , বিশেষত সাদা কালারেরটা ।

হার্ডওয়্যার টা আসলেই জোছ , মাল্টিটাস্কে কোন ল্যাগ পাবেন না , টাচ রেসপন্স অসাম ।

তবে স্টক কিটক্যাট এন্ড্রয়েডের জন্য এখানে ডিফল্ট লাঞ্চার হিসেবে সিম্ফোনী Launcher 3 ব্যবহার করেছে । এটা অনেক স্লো বলা যায় । অন্য কোন লাঞ্চার যেমন Doodle , Next , 360 launcher , Go launcher ব্যবহার করলে স্পিড বেশি পাবেন ।

র‍্যাম স্পিড বেশি , মাল্টিটাস্কে কোন ল্যাগ পাওয়া আপনার জন্য ভাগ্যের ব্যাপার হবে , ট্রাস্ট মি ।

স্ক্রিণের ডিসপ্লে কোয়ালিটি আমার মতে এই সেটের সবথেকে ভালো দিক । এইচডি ভিডিও দেখে অনেক শান্তি পাবেন ।

ক্যামেরা কোয়ালিটি রিয়ার ৮ মেগাপিক্সেল যথেষ্ট ভালো , ফোকাসিং খুব ভালো কাজ করে । ফ্রন্ট ক্যামেরায় ফোকাস মেন্যু থাকলেও তা কাজ করে না বললেই চলে । তবে ২ মেগাপিক্সেল হিসেবে বেশ ভালো । ফ্ল্যাশ কোয়ালিটি মিডিয়াম , লো না মোটেও , রাতের বেলা কাছে জিনিসের ছবি ভালোই তুলতে পারবেন , দূরের জিনিস না । তবে একেবারে অন্ধকারেও কাছের জিনিসগুলাকে ফ্ল্যাশ দিয়ে ফোকাস করে ছবি তুলতে পারবেন , যা সত্যিই অবাক করার মতো । ভিডিও করতে পারবেন 3gp তে , রেজুলেশন ১৯২০*১০৮৮, ফ্রেম রেট ৩০ এর কাছাকাছি (সম্ভবত ২৯.৯) ।

সফটওয়্যার মেমরি কার্ডে মুভ করতে পারবেন , তাছাড়াও ১.৯৭ জিবি দেওয়াতে প্রচুর পরিমাণে সফটওয়্যার ব্যবহার করতে পারবেন ।

মাল্টিটাচ ৫ ফিঙ্গার , যদিও এটা তেমন কোন কাজে লাগাতে পারবেন না ।

সেন্সর নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে । তাদেরকে জানাচ্ছি , সেন্সর শুধু ভালো না , খুবই ভালো বলা যায় । ১০৫০০ টাকার সেটে কম্পাস সেন্সর দেওয়া হয়েছে , এটা বিশ্বাসযোগ্য না , যদিও কেনার পরে বিশ্বাস করতে হয়েছে । আর Accelerometer Sensor গেম খেলার জন্য , রোটেশন এর জন্য Orientation আলাদা করে দেওয়া । টোটাল ৫টা সেন্সর , Magnetometer দিয়ে কম্পাস চালানো যায় , বিল্ট ইন কম্পাস এ্যাপও দেওয়া আছে ।

Gesture নিয়ে কিছু না বলি , স্মার্ট জেসচার নাই , যেগুলা আছে , সেসব জেসচার চলে ফ্রন্ট ক্যামেরার সাহাজ্যে , আপনি জেসচার ইউজ করতে গেলে মারাত্মক বিরক্ত হবেন , সো এটা অফ করে রাখাই ভালো ।

গ্রাফিক্স কার্ড এটার একমাত্র লক্ষনীয় খারাপ দিক । গ্রাফিক্স ফ্রেমরেট ৪৯-৫১ । এইচডি গেম খেলার জন্য এটা পারফেক্ট না । তবে Asphalt 8 , Fifa 14 ইত্যাদি গেম আরামছে ল্যাগ ছাড়া খেলতে পারবেন ।

যেকোন ১টা সিম 3G সাপোর্ট করে একই সময়ে । আপনি চাইলে সিম-২ কেও 3G বানাতে পারেন , চাইলে সিম -১ কেও , তবে একই সময় একটা 3G থাকলে আরেকটা অবশ্যই 2G । ফুল ভিডিও কল সাপোর্ট ।

এবার আসি কিছু কনফিউশন দূর করতে ।

এটাকে এন্ড্রয়েড ভার্শন দেখতে গেলে K না উঠে H উঠে । এটা Huawei Honor Holly এর রিব্র্যান্ড । Huawei লোগোটা মডিফাই করে K এর বদলে H লাগিয়ে দিছে । সিম্ফোনীতেও এটা করার ফলে ওরা বাধ্য হয়ে মডেল নাম H50 রেখেছে । এটা আহামরি কিছুই না , অরিজিনাল স্টক কিটক্যাট এন্ড্রয়েডই দেওয়া আছে ।

এটাতে G sensor আছে , Accelerometer Sensor এর কথা বলা নাই । আসলে এতা ভুয়া ইনফো । এটাকে G sensor নাই , বরং Accelerometer Sensor-ই দেওয়া আছে । G sensor থাকলেই ভালো হতো ।

Smart Awake , Double-tap screen awake -ইত্যাদি কোন Gesture নাই ।

এই দামে বা কাছাকাছি অন্য সেট এর সুবিধা - অসুবিধাঃ

ওয়াল্টন এর GH3 , Maximus ix , Symphony W94 , Micromax Canvus Unit 2 - ইত্যাদি ভালো নাকি এটা ভালোঃ

৪.৫ ইঞ্চি স্ক্রিনের সকল চায়না সেটের পিপিআই ২১৮ , রেজুলেশন ৪৮০*৮৫৪ । , আর ৪ ইঞ্চিতে পিপিআই ২২৩ , রেজুলেশন ৪৮০*৮০০

এটা ৫ ইঞ্চি হওয়াতে পিপিআই ২৯৯ , রেজুলেশন ১২৮০*৭২০ ।

সো , ডিসপ্লে কোয়ালিটি এটা চোখে পড়ার মতো বেটার । চোখ দিয়ে দেখে ওগুলার সাথে তফাৎ করতে পারবেন ।

কিন্তু সকল এইচডি গেম খেলতে গেলে প্রব । কারণ মালি-৪০০ জিপিউ ৪৮০*৮৫৪ এর জন্য বেস্ট । কিন্তু এটার জন্য ভালো না

চার্জ থাকে , বাট সেটা আমার কাছে স্যাটিসফ্যাক্টোরি লাগে নাই , যদিও ফুল চার্জ করতে ২ ঘন্টা আর একটানা ৪-৬ ঘন্টা ব্যাকআপ পাবেন ।

এই হোল আমার রিভিউ, কোন কিছু বাদ গেলে কমেন্ট করেন, লিখে দিব । আর Symphony Xplorer H50 এর জন্য ফেসবুকে একটা গ্রুপ খোলা হয়েছে । চাইলে জইন করতে পারেন । লিংক - https://www.facebook.com/groups/symphonyxplorerh50/

Level 0

আমি অনলাইন হেল্প জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার একটা ব্লগ আছে । ঘুরে আসতে পারেন AmarFon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

symphony er theke walton hazar gune valo……symphony sete charge thake na ang high grafix hd game lag kore

ভাই আমি নিজে Walton Primo EF2 কিনা ধরা খাইছি । আমি H50 ইউজ করে অনেক মজাই আছি 🙂

Level 0

10500/= takar mobile a Compass sensor Amazing ? Taile Walton primo f4 6,800/= takai sob sensor prai dicce. Oitate ki bolben ? Ami symphony Like kori na, Oder touch valo kintu product er Longitivity valo na. Walton better. touch aktu slow hoileo…

Level 0

sorry, “Longevity”

ভাই সেট কি গরম হয় বেশি, আমি কিনতে চাচ্ছি ।

নাহ একটানা চালাইলে হালকা গরম হয় 🙂