এন্ড্রয়েড ভার্শন - ৪.৪.২
হার্ডওয়্যার - MediaTek mt6582 , ১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর ।
র্যাম - ৯৪৯ মেগাবাইট
রম - সফটওয়্যার ইন্সটলের জন্য - ১.৯৭ গিগাবাইট
রম - স্টোরেজ - ৪.০৭ গিগাবাইট
স্ক্রিণ রেজুলেশন - ১২৮০*৭২০ , পিপিআই - ২৯৯ , আইপিএস ডিসপ্লে ।
গ্রাফিক্স কার্ড (জিপিউ) - মালি - ৪০০ এমপি
সেন্সর - Accelerometer , Proximity , Light , Orientation , Magnetometer
ক্যামেরা - রিয়ার - ৮ মেগাপিক্সেল অটো ফোকাস
ক্যামেরা - ফ্রন্ট - ২ মেগাপিক্সেল অটো ফোকাস
ব্যাটারি - ২০০০ এমএএইচ
এখন আসি বিস্তারিত বর্ণণায়
আউটলুক- সেটটা দেখতে যে কোন সেটের থেকে সুন্দর , বিশেষত সাদা কালারেরটা ।
হার্ডওয়্যার টা আসলেই জোছ , মাল্টিটাস্কে কোন ল্যাগ পাবেন না , টাচ রেসপন্স অসাম ।
তবে স্টক কিটক্যাট এন্ড্রয়েডের জন্য এখানে ডিফল্ট লাঞ্চার হিসেবে সিম্ফোনী Launcher 3 ব্যবহার করেছে । এটা অনেক স্লো বলা যায় । অন্য কোন লাঞ্চার যেমন Doodle , Next , 360 launcher , Go launcher ব্যবহার করলে স্পিড বেশি পাবেন ।
র্যাম স্পিড বেশি , মাল্টিটাস্কে কোন ল্যাগ পাওয়া আপনার জন্য ভাগ্যের ব্যাপার হবে , ট্রাস্ট মি ।
স্ক্রিণের ডিসপ্লে কোয়ালিটি আমার মতে এই সেটের সবথেকে ভালো দিক । এইচডি ভিডিও দেখে অনেক শান্তি পাবেন ।
ক্যামেরা কোয়ালিটি রিয়ার ৮ মেগাপিক্সেল যথেষ্ট ভালো , ফোকাসিং খুব ভালো কাজ করে । ফ্রন্ট ক্যামেরায় ফোকাস মেন্যু থাকলেও তা কাজ করে না বললেই চলে । তবে ২ মেগাপিক্সেল হিসেবে বেশ ভালো । ফ্ল্যাশ কোয়ালিটি মিডিয়াম , লো না মোটেও , রাতের বেলা কাছে জিনিসের ছবি ভালোই তুলতে পারবেন , দূরের জিনিস না । তবে একেবারে অন্ধকারেও কাছের জিনিসগুলাকে ফ্ল্যাশ দিয়ে ফোকাস করে ছবি তুলতে পারবেন , যা সত্যিই অবাক করার মতো । ভিডিও করতে পারবেন 3gp তে , রেজুলেশন ১৯২০*১০৮৮, ফ্রেম রেট ৩০ এর কাছাকাছি (সম্ভবত ২৯.৯) ।
সফটওয়্যার মেমরি কার্ডে মুভ করতে পারবেন , তাছাড়াও ১.৯৭ জিবি দেওয়াতে প্রচুর পরিমাণে সফটওয়্যার ব্যবহার করতে পারবেন ।
মাল্টিটাচ ৫ ফিঙ্গার , যদিও এটা তেমন কোন কাজে লাগাতে পারবেন না ।
সেন্সর নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে । তাদেরকে জানাচ্ছি , সেন্সর শুধু ভালো না , খুবই ভালো বলা যায় । ১০৫০০ টাকার সেটে কম্পাস সেন্সর দেওয়া হয়েছে , এটা বিশ্বাসযোগ্য না , যদিও কেনার পরে বিশ্বাস করতে হয়েছে । আর Accelerometer Sensor গেম খেলার জন্য , রোটেশন এর জন্য Orientation আলাদা করে দেওয়া । টোটাল ৫টা সেন্সর , Magnetometer দিয়ে কম্পাস চালানো যায় , বিল্ট ইন কম্পাস এ্যাপও দেওয়া আছে ।
Gesture নিয়ে কিছু না বলি , স্মার্ট জেসচার নাই , যেগুলা আছে , সেসব জেসচার চলে ফ্রন্ট ক্যামেরার সাহাজ্যে , আপনি জেসচার ইউজ করতে গেলে মারাত্মক বিরক্ত হবেন , সো এটা অফ করে রাখাই ভালো ।
গ্রাফিক্স কার্ড এটার একমাত্র লক্ষনীয় খারাপ দিক । গ্রাফিক্স ফ্রেমরেট ৪৯-৫১ । এইচডি গেম খেলার জন্য এটা পারফেক্ট না । তবে Asphalt 8 , Fifa 14 ইত্যাদি গেম আরামছে ল্যাগ ছাড়া খেলতে পারবেন ।
যেকোন ১টা সিম 3G সাপোর্ট করে একই সময়ে । আপনি চাইলে সিম-২ কেও 3G বানাতে পারেন , চাইলে সিম -১ কেও , তবে একই সময় একটা 3G থাকলে আরেকটা অবশ্যই 2G । ফুল ভিডিও কল সাপোর্ট ।
এবার আসি কিছু কনফিউশন দূর করতে ।
এটাকে এন্ড্রয়েড ভার্শন দেখতে গেলে K না উঠে H উঠে । এটা Huawei Honor Holly এর রিব্র্যান্ড । Huawei লোগোটা মডিফাই করে K এর বদলে H লাগিয়ে দিছে । সিম্ফোনীতেও এটা করার ফলে ওরা বাধ্য হয়ে মডেল নাম H50 রেখেছে । এটা আহামরি কিছুই না , অরিজিনাল স্টক কিটক্যাট এন্ড্রয়েডই দেওয়া আছে ।
এটাতে G sensor আছে , Accelerometer Sensor এর কথা বলা নাই । আসলে এতা ভুয়া ইনফো । এটাকে G sensor নাই , বরং Accelerometer Sensor-ই দেওয়া আছে । G sensor থাকলেই ভালো হতো ।
Smart Awake , Double-tap screen awake -ইত্যাদি কোন Gesture নাই ।
এই দামে বা কাছাকাছি অন্য সেট এর সুবিধা - অসুবিধাঃ
ওয়াল্টন এর GH3 , Maximus ix , Symphony W94 , Micromax Canvus Unit 2 - ইত্যাদি ভালো নাকি এটা ভালোঃ
৪.৫ ইঞ্চি স্ক্রিনের সকল চায়না সেটের পিপিআই ২১৮ , রেজুলেশন ৪৮০*৮৫৪ । , আর ৪ ইঞ্চিতে পিপিআই ২২৩ , রেজুলেশন ৪৮০*৮০০
এটা ৫ ইঞ্চি হওয়াতে পিপিআই ২৯৯ , রেজুলেশন ১২৮০*৭২০ ।
সো , ডিসপ্লে কোয়ালিটি এটা চোখে পড়ার মতো বেটার । চোখ দিয়ে দেখে ওগুলার সাথে তফাৎ করতে পারবেন ।
কিন্তু সকল এইচডি গেম খেলতে গেলে প্রব । কারণ মালি-৪০০ জিপিউ ৪৮০*৮৫৪ এর জন্য বেস্ট । কিন্তু এটার জন্য ভালো না
চার্জ থাকে , বাট সেটা আমার কাছে স্যাটিসফ্যাক্টোরি লাগে নাই , যদিও ফুল চার্জ করতে ২ ঘন্টা আর একটানা ৪-৬ ঘন্টা ব্যাকআপ পাবেন ।
এই হোল আমার রিভিউ, কোন কিছু বাদ গেলে কমেন্ট করেন, লিখে দিব । আর Symphony Xplorer H50 এর জন্য ফেসবুকে একটা গ্রুপ খোলা হয়েছে । চাইলে জইন করতে পারেন । লিংক - https://www.facebook.com/groups/symphonyxplorerh50/
আমি অনলাইন হেল্প জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার একটা ব্লগ আছে । ঘুরে আসতে পারেন AmarFon
symphony er theke walton hazar gune valo……symphony sete charge thake na ang high grafix hd game lag kore