CWM Recovery ইন্সটল দিতে অবশ্যই আপনার সেট রুট থাকতে হবে । রুট না থাকলে গ্রুপ ডক দেখে রুট করে নিন অথবা লিংক - https://www.techtunes.io/mobileo/tune-id/324668
০১) প্রথমে রিকোভারি ইমেজ ফাইলটা ডাউনলোড করে নিন । লিংক - https://www.dropbox.com/s/qwqitu0qg7ruvxe/Cwm%20for%20H50%20By%20Misbah%20Mashu.zip?dl=0
০২) ফাইলটার ভেতর Mobile Uncle Tool পাবেন সেইটা আপনার সেটে ইন্সটল দেন আর recovery.img & MT6582_Android_Scatter নামে দুইটা ফাইল এসডী কার্ডে রাখুন (কোন ফোল্ডার এর ভিতর নাহ বাইরে)
০৩) এবার Mobile Uncle Tool ওপেন করে Update Recovery সিলেক্ট করুন ।
০৪) এরপর recovery.img তে ক্লিক করুন ।
০৫) কিছুক্ষণ অপেক্ষা করুন । ব্যাস কাজ শেষ ।
এরপর থেকে যখন ইচ্ছে তখন Volume Down+Power Button একসাথে চেপে ফোন অন করলে তা CWM Recovery তে অন হবে। আশা করি পারবেন সবাই । না বুঝলে কমেন্ট করে জানাবেন ।
আমি অনলাইন হেল্প জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার একটা ব্লগ আছে । ঘুরে আসতে পারেন AmarFon