সবাই ভালো আছেন আশা করি। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আমার প্রিয় Symphony Xplorer H50 সেটটা রুট করে ফেললাম। আর রুটিং প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম 🙂
১) প্রথমে iRoot বা vRoot সফটওয়্যারটা ডাউনলোড করুন। গুগলে iRoot বা vRoot লিখে সার্চ দিলেই পাবেন অথবা লিংক - http://www.mgyun.com/en/getvroot
২) এবার iRoot সফটওয়্যারটি আপনার পিসিতে ইন্সটল করুন।
৩) এবার আপনার সেটের USB Debug অপশনটা চালু করুন। (Setting>>Developer>>USB Debug)। না থাকলে Setting এ গিয়ে About Phone এ অনেকবার প্রেস করুন বা চাপ দেন যতক্ষণ পর্যন্ত USB Debug চালু না হয়।
৪) এখন আপনার সেটটা ইউএসবি কেবল এর মাধ্যমে কানেক্ট করুন।
৫) iRoot সফটওয়্যারটা ওপেন করে রুটে ক্লিক করুন (আপনার পিসির ইন্টারনেট কানেকশন অবশ্যই চালু রাখতে হবে)
৬) কিছুক্ষন ওয়েট করেন আর দেখুন আপনার সেট অবশেষে রুট হয়ে গেছে।
সেট অটোমেটিক রিস্টার্ট হওয়ার পর দেখবেন Chinese SuperSU ইন্সটল হইছে। আপনি চাইলে ইংলিশ SuperSU Pro ডাউনলোড করে ইন্সটল দিতে পারবেন। SuperSU Pro ইন্সটল করে ফোন রিস্টার্ট দিবেন। তারপর Link2SD দিয়া SuperSU টাকে সিস্টেম অ্যাপ বানাবেন তারপর অই চাইনা SuperSU টা আনইন্সটল করে দিবেন। ব্যাস কাজ শেষ আপনার। একদম সহজ তাই না। কোন সমস্যা হলে নিচে টিউমেন্ট করে জানাবেন।
আমার ব্লগটা ঘুরে দেখতে পারেন BDKothon। আর Symphony Xplorer H50 এর জন্য ফেসবুকে একটা গ্রুপ খোলা হয়েছে। চাইলে জইন করতে পারেন।
আমি অনলাইন হেল্প জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার একটা ব্লগ আছে । ঘুরে আসতে পারেন AmarFon
ভাই কাজ হয়েছে। ধন্যবাদ