-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
দিনে দিনে অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকলেও এখনো জাভা অথবা সিম্বিয়ান ফোনের ব্যবহারকারীর সংখ্যা অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীর তুলনায় অনেক বেশি হবে। কিছুদিন আগে অ্যান্ড্রোয়েড ফোনে বই পড়ার জন্য মুন রিডার নিয়ে যখন টিউন করেছিলাম তখন একজন কমেন্টে বলেছিলো যে জাভার জন্য যাতে টিউন করি। আমি নিজে ১ বছর থেকে অ্যান্ড্রোয়েড ব্যবহার করি, তার আগে কিন্তু আমার সম্বল বলতে সেই জাভা ফোনই ছিলো। জাভা দিয়ে আমি যে সমস্ত কাজ করেছি আজকাল তা অ্যান্ড্রোয়েড ফোনেও করিনা। সে বিষয়টা মাথায় রেখে জাভা ফোনের জন্য কিছু প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন শেয়ার করার লক্ষ্যে আজকের এই টিউনটি।
আজকের এই টিউনে জাভা ফোনের জন্য ব্রাউজার, ডকুমেন্ট রিডার, গেমস, ডিকশনারী, ফটো ইডিটর (ফটোশপ) সহ আরো কিছু অ্যাপ্লিকেশন পাওয়া যাবে। এর বায়রে আরো কারো যদি কোন অ্যাপ্লিকেশন লাগে তাহলে টিউমেন্টের মাধ্যমে জানাতে অনুরোধ করছি। তাহলে পরবর্তিতে জাভা অ্যাপ্লিকেশন নিয়ে আরো একটি মেগা-টিউন পেয়ে যাবেন। সিম্বিয়ান ব্যবহার কারীদের মন খারাপের কিছু নেই, আপনাদের জন্য সামনে একগাদা অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হবো একদিন। যা যা লাগবে শুধু টিউমেন্টের মাধ্যমে জানাতে থাকেন। অনেক কথা বলে ফেলেছি, এবার তাহলে টিউন শুরু করা যাক।
জাভা ফোনের জন্য অনেকগুলো ইন্টারনেট ব্রাউজার থাকলেও তার মধ্যে ওপেরা মিনি এবং ইউসি ব্রাউজার যতোটা জনপ্রিয় অন্য কোন ব্রাউজার ততোটা জনপ্রিয় না। আপনার ফোন নতুন হোক কিংবা পুরাতন হোক নিচের লিংক থেকে ব্রাউজারগুলো ডাউনলোড করে নিন।
Click To Downlaod Opera Mini 7
Click To Downlaod Opera Mini 4.3
ডিকশনারী ছাড়া কি মোবাইল ফোন কল্পনা করা যায়। ইংরেজি থেকে বাংলা কিংবা ইংরেজি থেকে ইংরেজি ডিকশনারী গুলোই আমরা বেশি ব্যবহার করে থাকি। তাহলে চলুন কিছু ডিকশনারী ডাউনলোড করে ফেলা যাক।
Click To Download BD-Dictionary
Click To Download E2B Dictionary
গেমস নাকি বাচ্চারা খেলে এমন কথা শুনা যায়। আমার মতে বাচ্চাদের চাইতে বড় যারা তারা কোন অংশে কম যায় না। যাহোক আমার পছন্দের লিস্ট থেকে সেরা তিনটি গেমস আপনাদের জন্য নিয়ে আসলাম।
বিনামূল্যে চ্যাটিং এর জন্যই মূলত ম্যাসেঞ্জার ব্যবহার করা হয়। আমার প্রিয় এবং সব চেয়ে কাজের তিনটি ম্যাসেঞ্জার আপনাদের সাথে শেয়ার করছি।
Click To Download ebuddy Messenger
Click To Download Nimbuzz Messenger
একে একে অনেক কিছুই দিলাম। ফটো ইডিটিং তাহলে বাদ যাবে কেন? ফটো এডিটিংয়ের জন্য ডাউনলোড করে নিন বাঘা বাঘা সব সফটওয়ার।
Click To Download Photo Effect
Click To Download Adobe Photoshop CS4
পড়ালেখা করে যে, গাড়ী ঘোড়া চড়ে সে। খুবই মজার কথা এটা, নাহলে গাড়ীর হেল্পাররা হতো সব চেয়ে শিক্ষিত। যাহোক, ফেসবুকে আমি সব চেয়ে বেশি অনুরোধ পেয়েছি ভালো একটি রিডারের জন্য। আপনার জন্যই আমার আজকের সর্বশেষ নিবেদন।
Click To Download Adobe Reader 10
Click To Download Adobe Reader 2
Click To Download Albite Reader
টিউনটিতে অনেক ইংরেজি শব্দ আমি বাংলায় লেখেছি, আশা করি বিষয়টি আপনারার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাছাড়া টিউনটি বুঝতে যদি কোন সমস্যা হয় তাহলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
Thanks bro