মাইক্রোসফট লুমিয়া ১০৩০ আসছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে

নকিয়া নামটি ঝেড়ে ফেলে ‘ম্যাকলরেন’ কোডনেমের স্মার্টফোনটি শেষমেশ হয়তো মাইক্রোসফট লুমিয়া ১০৩০ নাম নিয়েই জনসম্মক্ষে উপস্থিত হতে যাচ্ছে।

মাইক্রোসফট লুমিয়া ১০৩০ আসছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে

মাইক্রোসফট লুমিয়া ১০৩০ আসছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে

এক সময় নকিয়া পরিচয় করিয়েছিল তাদের নকিয়া পিউরভিউ ৮০৮ কে। ৪১ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে ফোনটি সেই সময় ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়।এর পর একই বৈশিষ্ট্য সম্পন্ন ক্যামেরা নিয়ে হাজির হয়েছিল নকিয়া লুমিয়া ১০২০। যা হোক হ্যান্ডসেটটি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল এ যাবতকালের সর্বাপেক্ষা ক্ষমতাধর ক্যামেরা ফোন হিসেবে।

শোনা গিয়েছিল লুমিয়া ১০৩০ ফোনটি দেখতে হবে কিনেক্ট এর মতো ইনপুট-টেকনোলজি সম্পন্ন। যদিও এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা - ফোনটিতে থাকবে নানা ধরণের চমকপ্রদ বৈশিষ্ট্য এবং সাথে বেশ কিছু আলাদা আলাদা হার্ডওয়্যার। যদি গুজবে বিশ্বাস রাখা যায় তাহলে লুমিয়া লুমিয়া ১০৩০ তে থাকবে ৫০ মেগা পিক্সেল ক্যামেরা, সম্ভবত তা হবে পিউরভিউ’র মতোই। আগ্রহী ক্রেতার প্রত্যাশা অনুযায়ী হয়তো তাতে থাকবে আরো বড় ক্যামেরা সেন্সর, ফ্ল্যাশটি জেনন হবে না, হবে ৪র্থ প্রজন্মের শর্ট-পালস এলইডি।

অবশ্য বিজ্ঞ জনেরা দাবী করেন ভালো ছবি তোলার জন্যে ‘মেগাপিক্সেলই সব কিছু নয়’। তবে যা-ই হোক না কেন লুমিয়া ১০৩০ কে সব থেকে আধুনিক স্মার্টফোন রূপে প্রতিষ্ঠিত করাতে চাইলে এর বাড়তি কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকতেই হবে।

এই মূহুর্তে লুমিয়া ১০২০ এর উত্তরসুরি লুমিয়া ১০৩০ দেখতে কেমন হবে, এর বিশেষত্ব কী হবে কিম্বা সেটি আদৌ লুমিয়া ১০৩০ নামে আবির্ভূত হচ্ছে কি না তা জানতে আসন্ন এমডাব্লিউসি ২০১৫ তে এর অবমুক্তির দিনটির অপেক্ষা করা ছাড়া উপায় দেখা যাচ্ছে না।

 

THIS POST FIRST PUBLISHED IN ITPROJUKTI.COM

Level 2

আমি সজিব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস