প্রথমে এই tune টি দেখে নিন।
superwap.eu তে register করাঃ
1.REGISTER লিঙ্ক টি তে যান।তাহলে নিচের imager এর মত page দেখবেন
2.information গুলো দিয়ে register করেন তাহলে account বানানো শেষ।
superwap.eu তে site বানানোঃ
প্রথমেই বলে নেই site বানানোর খেত্রে এই article এ designe এর উপর কোন গুরুত্ত দেওয়া হয়নি।
কয়েক মিনিট খরচ করে কিভাবে মোটামুটি একটা platform দাড় করানো যায় তার উপর গুরুত্ত দেওয়া হয়েছে।
আর একবার site platform বাননো হয়ে গেলে আপনি যে কোন সময় তার designe করতে পারবেন।
আপনি যে কোন একটি বা একাধিক বিষয় কে প্রাধান্য দিয়ে site বানাতে পারেন।
যেমনঃ
১। download content based মানে হল মোবাইলের wallpaper,videos,animation,software,themes,mp3,games ইত্যাদি দিয়ে।
২।information based মানে যে কোন ধরনের তথ্য যেমনঃমোবাইলের tips and tricks,beautiful sms আরো অনেক কিছু দিয়ে।
আমি এখানে শুধু download content based মোবাইল site বানানোর সহজ পথ নিয়ে আলোচনা করব
শুরুঃ
আপনার account বানানো শেষ হলে বা login করলে নিচের image এর মত একটা page দেখতে পাবেন।
প্রথম text box e আপনার subdomain এর নাম দেন(যেমনঃfreedownload,fullfree,sisgame অথবা আপনার নাম)
ড্রপ ডাউন বক্স হতে domain এর নাম select করেন আপনার পছন্দ অনুযায়ী । (যেমনঃthewap.info)
তারপর পাশের বাটনে click করুন।তাহলে নিচের ইমেজ এর মত একটা page আসবে site er template নির্বাচনের জন্য।
NO TEMPLATE মানে প্রথম টা select করেন। তাহলে নিচের ইমেজের মত একটা পেইজ দেখতে পাবেন।
এবার ইমেজ টা ভালো মত খেয়াল করুন।
বাম পাশের MENU থেকে 'upload files' নামক লিঙ্ক এ click করুন।নিচের মত ইমেজ দেখতে পাবেন।
এবার এখানে উপরের New folder নামক লিঙ্কে click করে content নামক একটা folder বানান সেই folder e আপনার ইছা মত folder বানান
যেমনঃ mp3,wallpaper আপনার content অনুযায়ী।এখানেই আপনার সকল প্রকার file category অনুযায়ী upload করবেন।folder বনানো হলে নিচের মত দেখাবে।
বাম পাশের MENU থেকে 'create new page' নামক লিঙ্ক এ click করুন।নিচের মত ইমেজ দেখতে পাবেন।
শুধু page title "content" লিখে create button e click করুন।
এবার D.N.D er "other" a click করুন "catalog" element টি mouse দিয়ে drag করে builder e drop করুন।কিছুখন পর নিচের image er মত দেখাবে
"folder" text এর পাশের drop down box হতে root folder হিসেবে "content" folder কে select করে save button এ click করুন।কাজ প্রায় শেষের পথে
এবার menu থেকে index page e যান।
D.N.D থেকে main text er উপর click করুন তারপর ২ number element টি drag করে builder e drop করুন। তাহলে নিচের মত দেখাবে।
লিঙ্ক text হিসেবে লিখুন "ENTER"
তারপর internal radio button e click করে save button e clik করুন
এবার আপনার কাজ হল বানানো folder গুলুতে ঢুকে category অনুযায়ী content upload করা।content গুলো আপনার site e automitically add হয়ে যাবে।
visitor বারানোঃ
১।visitor পেতে মোবাইল Toplsit গুলোতে register করুন।এখানে কয়েকটি toplist er address দেওয়া হলঃ msonics.com;waptarget.com;আর মনে আসছেনা
২।adsalvo and adzmob e register করুন
৩।banner exchage network যেমন vivamob.net e register করুন।
৪।যে কাউকে e-mail করতে signature e আপনার site address use krun
৫।mig33 বা যে কোন IM তে account থাকলে বিভিন্ন room e gie আপনার site er ad দিন।
৬।আপনার friend der জানান
৭।আপনার upload ক্রিত file gulur নামের শেষে must আপনার site এর নাম add করে দিবেন
এইতো আর কিছু মনে আসছেনা।তাই আজ the end.
next tune e mobpartner er বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব।
আমি কাউছার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to write........................
ভাইজান নো টেমপ্লেট দিলে তো সাইট টা সুন্দর হবে না।