জাভা মোবাইল এর জন্য বাংলা কুরআন এপ (অফ-লাইন এপ)

জাভা মোবাইলে অফ লাইনে কুরআন পড়ার জন্য এই এপ টি ।এই সফটওয়্যার টি তৈরি করা হয়েছে আব্দুল্লাহ ইউসুফ আলীর ইংরেজি কুরআন এর ওপর ভিত্তি করে। এর প্রথম ভার্সন তৈরি করে কুরআন-ভার্স ডট কম। এটি মূল ভার্সনের একটি মোডিফাইড স্‌বংস্করণ

Download Link

logo

অনলাইনে কুরআন পড়তে ও বাংলায় সার্চ করতে ভিজিট করুন http://www.alquranbd.com এটি আপনার কুরআন গবেষনার বিশেষ সহায়তা করবে আশা করি।

Level New

আমি অপঠিত দৈনিকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

Level 0

@ অপঠিত দৈনিকী :

আপনার সফটয়্যারটি টর্চ স্ক্রীনে কাজ করেনা।
দয়া করে একে আপগ্রেড করুন।

    @mahfuz08: টাচ ফোনে নন টাচ এপ চালানোর জন্য ভার্চুয়াল কিপ্যাড থাকে। একটু এপ সেটিং ঘেটে দেখুন পেয়ে যাবেন

Level 0

ভাই,
আপনার সাইটে বেশ কিছু সমস্যা রয়েছে।

১// আপনার ওয়েব সাইটে তো শব্দ সার্চের অপশন কোন কাজই করেনা।
২// সূরা এবং আয়াত সার্চ করার জন্য যে “Jump” অপশনটি রেখেছেন, সেটাও তো কোনই কাজ করে না।
৩// “Ayat Categories” বা “বিষয় ভিত্তিক আয়াত” গুলির সম্পূর্ণ ডাটাবেস তৈরি করা হয়নি বলেই মনে হচ্ছে।
৪// “Ayat Categories” বা “বিষয় ভিত্তিক আয়াত” অপশনটি রঙ্গিন হয়ার কারণেই হোক বা অন্য কোন কারণেই হোক ঠিক মতো এর লিখাগুলি পড়া যাচ্ছে না।

আপনার সাইটের জন্য পরামর্শ

১// আপনি শব্দ সার্চ অপশনটি এমন ভাবে করুন, যাতে আরবী, বাংলা, ইংরেজী সকল ভাষাতেই সার্চ করা সম্ভব হয়।
২// “List of Sura”-তে আপনি সূরার পাশাপাশি সূরার নম্বর দিলে ভালো হতো।

৩// “Ayat Categories” বা “বিষয় ভিত্তিক আয়াত”-এ যতগুলি বিষয় রয়েছে তার সবগুলিই একবারে শো করা উচিত।
সেটা না হয়ে অল্প কিছু Categori দেখালে “See More” অপশন থাকা উচিত।

৪// “Menu” অপশনটিতে “বিষয় ভিত্তিক আয়াত” ও “নির্বাচিত তাফসির” রয়েছে, সেগুলিতে ড্রপডাউন মেনু দিলে সুবিধা হবে।
৫// কোরআনের বাংলা ও ইংরেজী অনুবাদ একসাথে দিলে ভালো হতো।

৬// বাংলা অনুবাদের মধ্যে ব্রাকেটের মধ্যে প্রাসাঙ্গিক কোন ব্যাক্তির নাম অথবা অন্য কোন সংক্ষিপ্ত কথা ঢুকিয়ে দিলে ঊক্ত অনুবাদ বুঝার জটিলতা অনেক কমে যেতে পারে।

৭// প্রতিটি আয়াতের আরবী আলাদা ভাবে এমপি ৩ অপশনে অনলাইনে শুনার ব্যাবস্থা থাকলে ভালো হতো।
এই ব্যাপারে http://zekr.org -এ যেয়ে তাদের সফটয়্যার নামিয়ে সেটা অপশনগুলি ভালো ভাবে দেখে নিতে পারেন। এখান থেকেই প্রতিটি আয়াতের আলাদা আলাদা এমপি ৩ সান্ডের জিপ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন।

৮// আপনি “http://www.islam.net.bd/tafheem/download” এই সাইটে গিয়ে দেখতে পারবেন যে, এখানে
বাংলা অনুবাদের বিভিন্ন জায়গায় কিছু সংখ্যা দেয়া আছে, তাতে ক্লিক করলেই উক্ত আয়াতের নিদৃষ্ট অংশের তাফসীর চলে আসে। আপনার সাইটেও এই ধরণের অপশন থাকলে ভালো হতো।

৯// সূরা গুলি কোথায় অবতীর্ণ অর্থাৎ মাক্কী নাকি মাদানী, সেটাও সূরার নামের পাশে উল্লেখ করা উচিত।
১০// অনেক সময় মাক্কী সূরাতেও মদিনায় অবতীর্ণ আয়াত থাকে, আবার অনেক সময় মাদানী সূরাতেও মক্কায় অবতীর্ণ আয়াত থাকে, আবার অনেক আয়াত রয়েছে যা মক্কা এবং মদীনার বাইরে।
প্রতিটি আয়াতের ক্ষেত্র তার অবতীর্ণ স্থান থাকা উচিত।

১১// কোরআনে যেই ভাবে সূরা সাজানো রয়েছে, সেটা অবতীর্ণ হওয়ার সিরিয়ালের সাথে মিলে না।
কাজেই কোরআনের বিভিন্ন সূরার অবতীর্ণ হওয়ার ক্রমেরও একটা লিস্ট থাকা উচিত এবং প্রতিটি সূরার সাথেই এই দুই ধরণের ক্রম উল্লেখ করা উচিত।

১২// সূরা এবং আয়াতের সার্চ অপশন এমন হয়া উচিত যাতে ড্রপডাউন মেনু এবং লিখে সার্চ করা দুটিই একসাথে করা যায়।
যেমন- এম এস ওয়ার্ডে আমরা ফন্ট সাইজ লিখে অথবা ড্রপডাউন মেনুর সাহায্যে নির্বাচন করতে পারি।

১৩// বিভিন্ন ধরণের তাফসীরও আপনার সাইটে যুক্ত করা উচিত, যাতে সূরা ও আয়াত দিয়ে ব্যাখ্যা খুজার অপশন থাকবে।

আপনার সাজেশনের জন্য ধন্যবাদ।

সার্চের বিষয়ঃ আমাদের সাইটের বাংলা অনুবাদ টা আছে “হেক্স” কোডে আর আরবী আছে ইউনিকোডে। তাই যেসব পেজে আরবী দেখায় সেসব পেজ থেকে শুধু সার্চ কাজ করে না, অন্য সকল পেজ থেকে ঠিকি কাজ করে। আপনি হয় তো সূরা রিডিং পেজ থেকে সার্চ করেছিলেন তাই কাজ করে নি। হোম পেজ অথবা সার্চ পেজের সার্চ বক্স দিয়ে সার্চ করে দেখুন কাজ করবে। ইংরেজি ও বাংলা দুটোই কাজ করবে

বাংলা ডাটাবেস টাকে ইউনি কোড করার কাজ চলছে। এই কাজ শেষ হলেই সকল পেজ থেকে সার্চ ইঞ্জিন কাজ করবে। তখন আরবী সার্চ ও যোগ করা হবে ইনশাল্লাহ।

আর ডিজাইন সম্পর্কে যে সাজেশন দিলেন তা মাথায় রাখবো। আর রঙ্গিন ক্যাটাগরির টাইল দেখতে কি রোকম অসুবিধা হচ্ছে তার স্কৃনসর্ট টা আমাকে পাঠান ফেসবুকে প্লিজ facebook.com/opothitodoiniki

আর তাফসিরের যে ব্যাপার টাঃ ডেটাবেসে তাফসির মাত্র কয়েক টা আছে। সংখ্যা বাড়লের আয়াতের পাশে ajax দিয়ে তাফসির লাগানো হবে।

আর ফিচার গুলোর ব্যাপারেঃ আসলে আমাদের ইচ্ছা আছে এসব সহ আরো অনেক ফিচার যুক্ত করার, কিন্তু আমাদের ডেভেলপার মাত্র কয়েক জন তাই কাজের গতি খুব ধীর।