38 পয়সায় বাংলাদেশের যেকোনো মোবাইল এ কল করুণ, পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে

যারা বিদেশে যাবেন বা আছেন তাদের জন্য একটি অতি প্রয়োজনীয় পোস্ট। যারা দেশে আছেন তারাও দেখতে পারেন, জানা থাকলে ক্ষতি নাই।

বিদেশে যাবার পর মানুষ প্রথম যে জিনিসের অভাব অনুভব করে তা হল দেশে ফোন কল করা। না থাকে সেই দেশের সিম কার্ড, না জানে কোথায় টেলিফোন কল করা যায়। আবার অনেক দেশে আছে নিষেধাজ্ঞা, যেখানে সব সিম কার্ড দিয়ে ISD কল করা যায় না । আবার কল করা গেলেও কল রেট থাকে আকাশচুম্বী। এমন সব নানা ধরণের সমস্যার সমাধান মিলবে এই পোস্ট এ......

ভাল লাগলে পুরাটা পরে শেষ করুণ......

VOIP এর মাধ্যমে আপনি দেশে বিদেশে অনায়াসে কল করতে পারবেন, মোবাইল ফোন অথবা টেলিফোনে কল করা যাবে কোন ঝামেলা ছারাই।

VOIP এর সুবিধাসমুহ গুলো হলঃ

  • কল রেট অনেক কম।
  • অনেক দেশে ফ্রী কল করতে পারবেন।
  • দেশ-বিদেশ সবখানেই কল করা যাবে।
  • আপনি কল করলে আপানার মোবাইল নাম্বার হাইড করে কল দিতে পারবেন
  • আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার হাইড না করেও কল দিতে পারবেন
  • কল করতে হলে সিম কার্ড এর দরকার নাই
  • মোবাইল থেকে কল করা যাবে
  • কম্পিউটার, ল্যাপটপ থেকে কল করা যাবে
  • VOIP অ্যাকাউন্ট এর টাকা যেকোনো মোবাইল এ Top-Up  করে নেওয়া যায় । 

কি কি লাগবে :

VOIP ব্যবহার করতে হলে আপনার যা যা থাকা লাগবে তা হল......

  • মোবাইল অথবা ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটার
  • আপনার ডিভাইসে VOIP Calling  সফটওয়্যার ইন্সটল করা থাকতে হবে
  • VOIP সেবাদানকারী যেকোনো একটা বেছে নিয়ে সেখানে রেজিস্ট্রেশান করতে হবে।
  • VOIP অ্যাকাউন্ট এ কমপক্ষে $১০ ডলার Top-up করতে হবে (টাকা ঢোকানো ছারাও সামান্য কয়েক মিনিট ফ্রী কল করা যাবে )
  • ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

এখন একটি VOIP সেবাদানকারী এর সাথে পরিচয় করিয়ে দেই.

VoipCaptain:

বিদেশ থেকে বাংলাদেশে কল করার জন্য  আমার জানামতে এটিই সবথেকে বেশি সুবিধা দিয়ে থাকে। ১০ ডলার দিয়ে ২০০০ মিনিট কল করতে পারবেন বাংলাদেশ এর যেকোনো মোবাইল ফোন নাম্বার এ। প্রতি মিনিট ৩8 পয়সা করে । কিন্তু এটি দিয়ে কোন দেশে ফ্রী কল করা যায় না।

কল রেট দেখুন এইখান থেকে

রেজিস্টার করুণ এইখান থেকে

পিসি সফটওয়ার ডাউনলোড করুণ এইখান থেকে

মোবাইল সফটওয়্যার ডাউনলোড করুণ এইখান থেকে

এছারাও  আরো অনেক  VOIP  সেবাদানকারী আছে , যারা একই ধরণের সেবা দিয়ে থাকে। কিছু কিছু দিয়ে আনলিমিতেড ফ্রী কল ও করা যায়। আমি কয়েকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি , যার যার পছন্দের VOIP সেবাদানকারী বেছে নিন।

সব শেষে অনেকে VOIP  অ্যাকাউন্ট এ  টাকা ঢুকাতে গিয়ে ঝামেলায় পড়তে পারেন, কারণ বেশিরভাগ মানুষের ই  VISA card, Master Card, Paypal নেই। সেক্ষেত্রে কি করতে হবে.........? সেক্ষেত্রে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সাহায্য করার জন্য চেষ্টা করব ইন-শা-আল্লাহ্‌। ধন্যবাদ ।

Level 0

আমি মোস্তাক আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I born in Magura, I have completed my undergraduate from University of Dhaka. Now I'm doing MBA at University of Science & Technology Beijing. Facebook: mostakdu WeChat: mostakdu


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks bro

Level 2

VOIP অবৈধ না????

bd theke bd or onno kothao call kora jabe?? And recharge korbo kivabe?

    @ওমর ফারুক: BD to BD call korte parben…..recharge nije korte na parle amar sathe facebook e contact korte paren

ভাই একটা প্রশ্ন ছিল। একবার রিচার্জ করলে ঐ টাকা/ডলার দিয়ে কি বিভিন্ন দেশে কথা বলা যাবে? অর্থ্যাৎ একবার বাংলাদেশ, তার পরেরবার ইল্যান্ড বা তার পরের বার ভারতে? (এ কথাটি কেন বলছি?- তার কারণ হলো এরকম একটা সাইট+সফটওয়্যার পেয়েছিলাম যা দ্বারা শুধু একটি দেশের জন্যই রিচার্জ করা যায়)

    @আমি বাঙাল: akbar recharge korle 120 din por expire hobe, so 120 diner moddhe apni jekono deshe call korte parben….but call rate kon deshe koto seita agei dekhe nien pls

ট্রাই করব পরে

thanks a lot for ur tune. it will help for me and for the people those live in abroad. bro ! can u plz tell me the best VIOP site for me . the site that has most cheap and clear sound

এসব না করাই ভালো।

Level 0

Thanks

Level 1

vai ami http://www.voipcaptain.com a register kora 10 usd paypal take load korase but 6 minit a .82 usd cutsa plus 0.039 call satep fee o assa r voice quality ekdom bad