মোবাইল থেকে আয়…।।অবাক হবার কিছু নাই

টিউন বিভাগ মোবাইলীয়
প্রকাশিত
জোসস করেছেন

আমরা অনেক এ Mig33 বাবহার করি। এখান থেকে টাকা আয় করা জায়। এই টাকা দিয়ে যে কোন দেশে এস এম এস করতে পারবেন । কারন বাংলাদেশে Mig33 থেকে কল করা জায় না। এখন কিভাবে করবেন দেখা জাক ।

প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার টা  ডাউনলোড করে নেন । তারপর মোবাইলে ট্রান্সাস্ফার করেন। এখন মোবাইলে ইন্সটল করেন । যে কোন জাভা বা symbian ফোন কাজ করবে।

capture1

তারপর register করেন । register করা হলে আপনি এখান থেকে facebook,yahoo,msn,gtalk ব্যবহার করতে পারবেন। মেনু থেকে invite to friend এ জাওয়ার পর country code নাম্বার সহ আপনার ফ্রেন্ড এর মোবাইল নাম্বার টাইপ করেন । এখন সেন্ডে চাপোন। আপনার ফ্রেন্ড যদি এই নাম্বার এ register করে তাহলে আপনি টাকা পাবেন।

Level 2

আমি তানজিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জানা ছিল। ধন্যবাদ আপনাকে।

Level 0

ভাই চটকদার টিউন টাইটেল দিয়েছেন ভাল
তবে মিগে আসলে সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়

অনেকটা দেশি অপারেটরদের মত বোনাস অফার দেয় তাও নিজের অপারেটরে

    আসল কথা হচ্ছে এটা দিয়ে facebook.yahoo.Gtalk একসাথে ব্যবহার করা জায়। পাসা-পাসি কিছু লাভ হল।

    Level 0

    কিন্তু আপনি ফ্রিং বা নিমবায ব্যবহার করে কথাও বলতে পারবেন

    তা ঠিক।

ধন্যবাদ শেয়ার করার জন্য

হা হা হা মনে করলাম নতুন কিছু ।

জানা ছিল। ধন্যবাদ আপনাকে

mig দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে কলও করা যায়। এজন্য আপনার লাগবে বিদেশি নাম্বারের একটা আইডি। আমি আমার কাজিনের নাম্বার থেকে রিজিষ্ট্রার করেছিলাম। ঐটা দিয়ে হয়। আর আয় বলতে এখন আর কিছুই হয় না। আগে যখন ১ ডলার দিত তখন ১০-১২ হাজার টাকা আয় করছি। এখন ৫-৬ টাকা দেয় হয়ত।

    ৫-৬ টাকা তো পাওয়া জায়।

    ভাই, আমিও আপনার মত আয় করেছিলাম। ৪৫,০০০৳ পর্যন্ত আয় করেছিলাম। USA তে আমার ভাইয়া থাকে। উনার মাধ্যমে একটা নাম্বার রেজিষ্ট্রেষন করে USA তে অনেক মাস কথা বলেছিলাম। মিগ-৩৩ খারাপ বলবোনা। ভালোই আছে খারাপ না। তবে ইদানিং বোনাস কম দেওয়ায় আর সময় দিইনা। ধন্যবাদ।

হাতাশ করলেন।
আমি এমন একটি আর্নিং ছাইট খুজছি যা মোবাইলে টাকা পে করে।
কারো জানা থাকলে লিংক দিয়েন।

    আয় করার সাইট আছে। কিন্তু আমি এখন ত্র্য করি নাই। লিঙ্ক দিলাম কেউ যদি সফল হন আমাদের সাথে সেয়ার কইরেন।
    এখানে আমি কাজ করি না। অনেক আগে সাইন আপ করছিলাম। তারপরও রেফারেল লিঙ্ক দিলাম

    http://completewap.com/?i=4978

    মোবাইল থেকে নিচের লিঙ্ক এ জান

    http://completewap.com/?i=4978

    আরো সহজ ভাবে করার জন্য পিসি থেকে কাজ করতে পারেন

আমার এক ভাই আছে তার নামও তানজিল।সে আর আমি মিলে একবার ঠিক করসিলাম মিগ থ্রি থ্রি থেকে আয় করবো।পরে ঢাকার বিভিন্ন জায়গায় ক্রেডিট পাওয়া যায় সেই ক্রেডিট কিনে তার পর আয় করসিলামও প্রায় ১৫০০ টাকার মতো।তারপর একবার ৬৫০ টাকা লস খাইলাম।এরপর এই আয় ছাইরা দিলাম।তানজিল দাদা কে Thanks

আমি NIMBUZZ দিয়ে Windows Live Masnger (MSN), Yahoo!, Facebook, Google Talk, AIM, MySpace, ICQ, GaduGadu, Hyves, Skype, দিয়ে চ্যাট ও কল করতে পারি সব ফ্রী। আর MIG33 হচ্ছে সময় নস্ট করার একটা দারুন জিনিস।

মিগ ৩৩ এর মাধ্যমে আমি প্রায় ২ লক্ষ টাকা আয় করেছি। তা ও প্রায় ৩ বৎসর আগে।

    বাহ! আপনার আর বিয়ের খরচ লাগবে না।সাবাশ

    ভাই একসময় আমিও করেছি তবে এত নয় এই টাকা তখন ট্রান্সফার করা যেত ওয়াইফাই দিয়ে এখন আর করা যায় না

জানা ছিল না ধন্যবাদ শেয়ার করার জন্য।

বাংলাদেশ থেকে কল করা যায় না , কিভাবে করবে কিছুই তো বললেন না আমি বলি আপনি প্রথমে বিদেশী কোন নাম্বার ( সৌদী আরব বাদে ) রেজিষ্টার করুন একটি কোড যাবে কোডটি নিয়ে এ্যাক্টিভ করুন ব্যাস এই নাম্বারের আইডি আপনি আপনার অরিজিনাল আইডি হিসাবে ব্যবহার করুন তাহলেই বাংলাদেশ থেকে যে কোন নাম্বারে কল করতে পারবেন

Mig33 থেকে ফোন করা যায় আমি তো প্রায় ই কল করি। তবে কল করতে হলে আপনাকে বিদেশী আই.ডি ব্যবহার করতে হবে। যদি কারো বিদেশী আই.ডি প্রয়োজন হয় তাহলে Mail Me : [email protected]
৩ জন কে দেওয়া যাবে।

Getjar.com এ ঢুকলে কম করে ১০০ সফটওয়্যার পাবেন যা দিয়ে facebook,yahoo,msn,gtalk ব্যবহার করা যায় একসাথে। আর মিগ দিয়ে এখন কত আয় হয় জানিনা যখন কল করা যেত তখন আমি Invite করে প্রায় ৪২০০ টাকা একাউন্টে জমিয়ে ছিলাম যা দিয়ে দেশের বাহিরে কথা বলতাম।

তানজিল ভাই , আপনি তো ডাউনলোড এর জন্য জিদ্দু এর লিঙ্ক দিসেন ! আপনার টিউন এডমিন পেন্ডিং করে দিবে তো ! আর একবার পেন্ডিং করলে আর মুক্তি নাই , সুতরাং সাবধান ।
এই টিউন দেখেন – https://www.techtunes.io/help-ask/tune-id/31961/

2006 এ শুরু করি এই কাজ , এখন তো দেয় কয়েক টাকা, আগে দিত ৭০ টাকা করে ,

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ফয়ছল আহমেদ ভাই : বিদেশী id খুলে যে credit পাওয়া যায় তা দিয়ে হয়ত ৫ , ৬ মিনিট কথা বলা যাবে তার পর কি করব? বিদেশী id খুলব এত নাম্বার পাব কই ? আর বিদেশী id তে credit সেস হয়ে গেলে credit upload ই বা করব কিভাবে ? যারা mig ব্যাবহার করি আসুন আমরা mig id share করি । আমার id x_mad_x

এছাড়া আর কোন সাইট থাকলে জানাবেন। উপকৃত হব, ভালো থাকবেন,

এছাড়া আর কোন সাইট থাকলে জানাবেন। উপকৃত হব, ভালো থাকবেন, [email protected]