সেটাপ করুন যে কোন চায়না মোবাইল মোডেম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তবে যারা চায়না মোবাইল কিনে পিসিতে মোডেম হিসেবে ব্যবহার করার জন্য দৌড়ের উপর আছেন তাদের জন্য আমার এই টিউন। আপনি আপনার মোবাইলকে খুব সহজে মোডেম হিসেবে ব্যবহার করেত পারেন। এই ক্ষেত্রে আপনার মোবাইলে অবশ্যই বিল্টইন ইন্টারনেট মোডেম এবং ঐ মোবাইলের ডাটাকেবল থাকতে হবে।

*মোডেম সেটাপ দেয়ার জন্য প্রথমে আপনাকে মোডেম ড্রইভার সফটওয়ারটি ডাউনলোড করতে হবে।

এইখান থেকে ডাউনলোড করুন।

Symphony Modem Ins Inc

Download

ডাউনলোডের পরে আনজিপ করুন।

আপনার মোবাইলটি ডাটাকেবলের সাহায়্যে পিসিতে সংযুক্ত করুন। কোন অপশন এলে সেখান থেকে কমপোর্ট বা মোডেমের অন্য কোন অপশন থাকলে তা সিলেক্ট করুন। আপনার পিসিতে নতুন হার্ডওয়ার পাওয়ার ডায়ালগবক্স আসবে। এটির cancel বাটনে ক্লিক করুন।

এখন আপনি মোডেমের সফটওয়রটি ইনস্টল করুন।
প্রথম বার যদি কোন Error message দেখায় তবে পুনরায় কানেক্ট দিয়ে সফটওয়ারটি চালু করুন।
2Prob
আশা করা যায় আর কোন সমস্যা হবে না।
এখন আপনার অপারেটর নির্বাচন করে কানেক্ট বাটনে ক্লিক করলেই হল।

উপরের সফটওয়্যারটি দিয়ে যদি কাজ না হয় তবে এই লিংক থেকে সফটওয়্যার ডাউনলোড করে সেটাপ করুন। অবশ্যই কাজ হবে।

ডাউনলোড (4.45MB)

সফটওয়্যারটি সেটাপ করার পদ্ধতি সফটওয়্যারটির ফোল্ডরের ভিতরে নোট প্যাডে দেয়া আছে।

Level 2

আমি দেবাশীষ দে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্য্যবাদ। আমার দরকার ছিল। বাসায় একটা পড়ে ছিল।

এখন আপনি মোডেমের সফটওয়রটি ইনস্টল করুন। এই সফটওয়ারটি সেটাপ দিলে পিসি সুইট ব্যবহার করতে হবে?

    না ভাইয়া, শুধু মোডেম হিসেবে ব্যবহারের জন্য পিসি সুইট এর প্রয়োজন নেই।

symphony x95 কিন্তু ব্যবহার করতে পারছি না।

Level 0

কাজের জিনিষ।ভাল লাগলো।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাইজান আমি চায়না আর ময়না মোবাইল থাইকা মেলা দুরত আছি, নোকিয়ার ইউজার বুঝেন তো ,

সামনে আরো ভাল ভাল টিউন আশা করছি ধন্যবাদ টিউনের জন্য।

ভাই জিপির নতুন মোবাইল টি কিনে আমিতো ধরা খেয়ে গেছি। এটার মডেম ড্রাইভার সফটওয়ারটি ডাউনলোড করে দিবেন আমাকে?
মডেল: ZTE X990 mobile.

    আপনাকে কি সফটওয়ার এর সিডি দেয় নাই?

    আপডেট করে দিয়েছি। এখন ডাউনলোড করে দেখুন।http://www.mediafire.com/?tm3kyi6v438hp9b

Level 0

vai ami symphony er explorer w10 kinsi kintu oi ta pc er sathe connect korle driver install hoy na
, tarpor symphony er web site theke pc suite download kore nei ,tarpor o kaj hosse na , dekhai no phone found , ki korbo akhon , ekta somadhan dile onek upokar hoy …….. , amar net connection nai tai techtunes a sob somoy boste pari na , tai somadhan ta ektu mail kore dien … plz ……[email protected]

Level 0

মনে মনে এমন একটা টিউনই খুতেছিলাম। আর সময় মতই পেলামও। সফটওয়ারটি ডাউনলোড দিলাম…….., এই ফাকে একটু মন্তব্য/জিজ্ঞাসা করে নেই। আমার স্পিরিন্ট এম৭, সেটের সাথে ডিক্স দিয়েছে। ডিক্সের ড্রাইভার দিয়ে নেট চালাচ্ছিলামও। কিন্তু সমস্যা বাধলো তখনই যখন অপারেটিং সিস্টেম আপগ্রেড করে সেভেন এ আসলাম। সেই থেকে আর সেটটি মডেম হিসাবে ব্যবহার করতে পারছিনা। আপনার টিউন আশার আলো দেখালো। দেখি আলো টুকু জ্বলিয়ে রাখতে পারি কিনা। ধন্যবাদ।