কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তবে যারা চায়না মোবাইল কিনে পিসিতে মোডেম হিসেবে ব্যবহার করার জন্য দৌড়ের উপর আছেন তাদের জন্য আমার এই টিউন। আপনি আপনার মোবাইলকে খুব সহজে মোডেম হিসেবে ব্যবহার করেত পারেন। এই ক্ষেত্রে আপনার মোবাইলে অবশ্যই বিল্টইন ইন্টারনেট মোডেম এবং ঐ মোবাইলের ডাটাকেবল থাকতে হবে।
*মোডেম সেটাপ দেয়ার জন্য প্রথমে আপনাকে মোডেম ড্রইভার সফটওয়ারটি ডাউনলোড করতে হবে।
এইখান থেকে ডাউনলোড করুন।
ডাউনলোডের পরে আনজিপ করুন।
আপনার মোবাইলটি ডাটাকেবলের সাহায়্যে পিসিতে সংযুক্ত করুন। কোন অপশন এলে সেখান থেকে কমপোর্ট বা মোডেমের অন্য কোন অপশন থাকলে তা সিলেক্ট করুন। আপনার পিসিতে নতুন হার্ডওয়ার পাওয়ার ডায়ালগবক্স আসবে। এটির cancel বাটনে ক্লিক করুন।
এখন আপনি মোডেমের সফটওয়রটি ইনস্টল করুন।
প্রথম বার যদি কোন Error message দেখায় তবে পুনরায় কানেক্ট দিয়ে সফটওয়ারটি চালু করুন।
আশা করা যায় আর কোন সমস্যা হবে না।
এখন আপনার অপারেটর নির্বাচন করে কানেক্ট বাটনে ক্লিক করলেই হল।
উপরের সফটওয়্যারটি দিয়ে যদি কাজ না হয় তবে এই লিংক থেকে সফটওয়্যার ডাউনলোড করে সেটাপ করুন। অবশ্যই কাজ হবে।
ডাউনলোড (4.45MB)
সফটওয়্যারটি সেটাপ করার পদ্ধতি সফটওয়্যারটির ফোল্ডরের ভিতরে নোট প্যাডে দেয়া আছে।
আমি দেবাশীষ দে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্য্যবাদ। আমার দরকার ছিল। বাসায় একটা পড়ে ছিল।