ওয়ালটন এর নতুন আলট্রা চিকন সুন্দরি Walton primo x3 mini

প্রিয় টেকটিউনার গন - সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। এটি আমার প্রথম পোস্ট টেকটিউন এ  , আশা করসি , ভুল হলে ক্ষমা করবেন 🙂

আজকে আপনাদের জন্য নতুন একটি স্মার্টফোন এর রিভিউ নিয়ে আসলাম 🙂

অবশেষে আবার ও বাজার জয় করতে ওয়ালটন এই মাসের ১৫ তারিখ এক্স থ্রি মিনি আনতে যাচ্ছে।

ইতোঃপূর্বে ওয়ালটন মাত্র ৫.৫ মিলিমিটার পাতলা প্রিমো এক্স থ্রি স্মার্টফোন বাজারে এনে বেশ সাড়া ফেলে দিয়েছিলো। কিছুদিন আগে পর্যন্ত যা ছিলো বিশ্বের সর্বাধিক পাতলা স্মার্টফোন।

প্রাপ্ত তথ্যানুযায়ী আপকামিং Walton primo x3 mini স্মার্টফোনটিতে থাকবে ৪.৮ ইঞ্চির অ্যামোলেড স্ক্রীন, যার ডিসপ্লের রেজোল্যুশন হবে ১২৮০x৭২০ পিক্সেলের আর এর পিক্সেল ডেনসিটি ৩০৬ পিপিআই। ১ গিগাবাইট র‍্যামসমৃদ্ধ এই ফোনে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার পাশাপাশি থাকবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ওয়ালটন এর এই ফোনে অপারেটিং হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৪.৩ জেলিবিন – যা খানিকটা অবাক করার মতোই !

স্মার্টফোনটিতে ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী থাকলেও থাকবেনা কোন এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা। ১.২ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসরের এই ফোনে চিপসেট হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন ৪০০ ।
এছাড়া এই ফোনে ২,১০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী ব্যবহার করা হবে বলে জানা গেছে।

স্মার্টজোনবিডি.কম রিভিউ

এর মূল্য সম্পর্কিত কোন ধরণের তথ্য এখনও পর্যন্ত না পাওয়া গেলেও স্পেসিফিকেশন অনুযায়ী ধারণা করা হচ্ছে এর মূল্য বাংলাদেশী টাকায় হয়তো ২০,০০০ টাকার বেশি হবেনা

ফোনটির রিভিউ দেখতে এখানে ক্লিক করুন 

সর্বপ্রথম  এই সাইট এ  প্রকাশিত

Level 0

আমি সাজিদ জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দামের দিক থেকে চিন্তা করলে samsung grand 2 অনেক better হবে

হুম , ঠিক বলেছেন ভাই

Walton primo x3 mini youtube video review thakla… link dan.

Gionee Elife S5.1 er review dekhen , taholei hoye jabe bhai 😉