আমি ব্যাক্তিগতভাবে মজিলা ফায়ারফক্সের চরম ফ্যান। তবে মোবাইলে আমি অপেরা ব্যবহার করেই থাকি। মোবাইল প্ল্যাটফর্মে আমার মতে অপেরাই সেরা। বিভিন্ন কারনে অপেরা আরো সেরা হয়ে উঠছে। যেমন - ওয়েব পেজকে এনক্রিপ্টেড করে দ্রুত লোড করে থাকে। এতে অনেক সময়ও বেঁচে যায়। গত বছর বের হয় অপেরার 9.5 । এর ইন্টারফেস অনেকটাই ডেস্কটপ ভার্সানের মত। এতে ডিফল্টভাবে ৩টি ট্যাব সাপোর্ট করে থাকে। তবে এখানে আরো ট্যাব বৃদ্ধি করা যেতে পারে। শুধু কয়েকটি সিম্পল স্টেপ ফলো করতে হবে। আসুন টিউনার বন্ধুরা স্টেপগুলো দেখে নেয়া যাক -
১. আপনার মোবাইলের অপেরা ব্রাউজারটি অন করার পরেই এর এ্যাড্রেস বারে Opera:Config লিখে এন্টার প্রেস করুন। সাথে সাথেই এডিটিং প্যানেল চলে আসবে।
২. এর পরে আসা সার্চ বক্সে Maximum Allowed Tabs লিখে এন্টার হিট করুন। এখানে আপনি আপনার ইচ্ছা মত ম্যাক্সিমাম নাম্বার অফ ট্যাবস কফিগার করে নিন।
৩. সবশেষে এই কন্ডিশন সেভ করে অপেরা মোবাইল সফটওয়্যারটি রিস্টার্ট করে নিন। ব্যাস এরপর মোবাইলে মাল্টি ট্যাবে ব্রাউজ করুন।
thank you tuner friends .......
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...