আসসালামু আলাইকুম ।আমার প্রানাধিক প্রিয় ভাই বোনের আশা করি ভাল আছেন।
আসন্য পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনের নিমিত্ত আগাম শুভেচ্ছা জানাচ্ছি ,যাতে করে আপনারা সুস্থ ও সাপলীল দেহ মোবারক নিয়ে রহমত মাগফিরাত ও নাজাতের সকল সুযোগ গ্রহন করত:সকল প্রকার পাপ পংকিল ও কুলষিত ধরনীর বুক থেকে সহিহ শুদ্ধ মানুষ হিসাবে পরিগনিত হতে পারেন সেই কামনা করি।
আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি জাভা সফটওয়ার । যা দিয়ে আপনি নামাজ সেহরী এবং ইফতারীর চিরস্হায়ী সময় সূচী জানতে পারবেন ।
জানি নামাজ রোযা নিয়ে অনেক পোষ্ট হয়েছে হবে তবে আমার এ পোষ্টিও অন্যরকম। কারন আমরা ব্যস্ত মানুষ প্রায় সময়ই আমাদের চলার মধ্যে থাকতে হয় ।এবং এই চলার পথে আমাদের কাছের বন্ধু হল মোঠোফোন ।সুতরাং এই মোঠোফোন হতে যদি যে কোন সময় নামাজ সেহরী এবং ইফতারের সময় জানা যায় তবে ত খুব ভাল হয় ।তাও আবার সবসময়ের জন্য ।
এই সফটওয়ারটি দিয়ে আপনি রোযা চলে গেলেও নামাজের সময় জানতে পারবেন ।এটি বাংলাদেশের গুরুত্বপূর্ন ১৮ টি শহরের স্হানীয় সময় অনুযায়ী দেখাবে ।আর এই সালাত টাইম সফটওয়ারটি আপনি যে কোন জাভা এনাবল সেটে চালাতে পারবেন এটির সাইজ মাত্র 48 KB । সুতরাং বুঝতেই পারছেন পুরাতন মডেলর জাভা সেটেও ডাউনলোড করতে পারবেন ।
আর হ্যা এই সফটওয়ারটি কিন্তু আমি ফ্রী পাইনি ।আমি বাংলালিংকের কাছ থেকে ক্রয় করেছি ।এটি আপনি গুগলে কিংবা অন্য কোথাও সার্চ করে পাবেন না ।এটি একমাত্র বাংলালিংকের কাছে পাওয়া যাবে যেটা নাকি বাংলাদেশের কনটেন্ট প্রোভাইডার EBSBD Limited প্রোভাইড করেছে ।
আমি এটা গত রমযানে বাংলালিংক হতে নিয়েছি। আর এই রমযানে হয়ত আবার দিতে পারে ।আর দিলেও ফ্রিতে না ক্রয় করে নিতে হবে ।SMS পাঠালে তারা ডাওনলোডিং লিংক দেয়।ত আপনাদের চিন্তার কারন নেই আপনাদের জন্য এটা একদম ফ্রী ।দরলাম যদি বাংলালিংক থেকে নেওয়ার সিস্টেমটা দেই তবুও শুধু বাংলালিংক গ্রাহকরা পাবে তাও টাকা দিয়ে । তাই অমি এটা অপনাদের সবার জন্য শেয়ার করলাম ।
আর হে এটা শেয়ার করার আগে বাংলালিংক কাস্টমার কেয়ারে ফোন করে জানিয়ে ছিলাম ।তারা বলছে "চেষ্টা করে দেখেন" তারা হয়ত জানেনা যে এটা অন্য ভাবে নেয়া যায় ।ত যাই হোক এবার কাজের কথায় আসি ।
এটা আপনি ডাউনলোড করার পর যত দিন আপনার সেটে রাখবেন তত দিন থাকবে ।যদি ডিলিট বা মুভ না করেন ।এটা আপনি ডাউনলোড করার পর দয়া করে একটু সেটিং করে নিন । ১ম আপনি লিষ্ট থেকে আপনার শহর বেছে নিনি ।যদি লিষ্টে না থাকে তবে আপনার নিকটতম শহর বেছে নিন
আর ডে লাইট সেভিং থেকে টিক চিহ্ন উঠিয়ে নিন যদি থাকে।
(আর আমি মডারেশন ভাইদের বলব এই পোষ্ট টি দয়া করে উপযুক্ত স্থানে রাখলে ভাল হয়।যাতে রমযানে সবাই উপকৃত হয়। আপনারা কি বলেন ?)
এটি আপনাকে নিচের সুবিধা গুলো প্রধান করবে ঃ-
১.বর্তমান তারিখ।
২.বর্তমান সময়।
৩.আপনার অবস্থান ।
৪.সেহরীর শেষ সময়।
৫.ফজরের শেষ সময়।
৬.যোহর নামাযের সময়।শুরু
৭.আছর নামাযের সময়। শুরু
৮.মাগরিব নামাযের সময়।শুরু
৯.ইফতারের সময়। শুরু
১০.এশার নামাযের সময়
আগামিকালের১১.সেহরী১২..ফজর
নিচের লিঙ্ক ২টি থেকে ডাউনলোড করুন
আর হে ভাই দয়া করে মতামত দিবেন
আমি সাইফল ইসলাম বরকতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মো: সাইফুল ইসলাম। ঢাকা নরসিংদী।
ভাল টিউন।সকল মুসলমান এর জন্য প্রয়োজনীয় Java Software.ধন্যবাদ আপনাকে।