টাইজেন অপারেটিং সিস্টেম নিয়ে কাজের মাত্রা বাড়াবে স্যামসাং

বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের উপর থেকে নির্ভরতা কমানোর চেষ্টা করছে কোরিয়ান স্মার্টফোন জায়ান্ট স্যামসাং। অ্যান্ড্রয়েডের উপর থেকে নির্ভরতা কমিয়ে তারা তাদের নিজস্ব টাইজেন অপারেটিং সিস্টেমের প্রসার ঘটাতে চাইছে। এ উদ্দেশ্যে স্যামসাং এরই মধ্যে টাইজেন চালিত স্মার্টঘড়ি উন্মোচন করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের টাইজেন চালিত মোবাইল ডিভাইসগুলোয় গুগল ম্যাপ ব্যবহার করবে না বলে জানিয়েছে। টাইজেন চালিত মোবাইল ডিভাইসগুলোয় স্যামসাং গুগল ম্যাপের পরিবর্তে নকিয়ার হিয়ার ম্যাপস ব্যবহার করবে।

টাইজেন

টাইজেন (2)

টাইজেন চালিত ডিভাইসগুলোর সেবায়ও বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে কোরিয়ান প্রতিষ্ঠানটি। এত দিন স্যামসাং তাদের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোয় ম্যাপ সেবার জন্য গুগলের গুগল ম্যাপ ব্যবহার করত। কিন্তু সাম্প্রতিক এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তারা টাইজেন চালিত ডিভাইসগুলোর জন্য গুগল ম্যাপ ব্যবহার করবে না। এক্ষেত্রে তারা ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান নকিয়ার হিয়ার ম্যাপস ব্যবহার করবে। এজন্য প্রতিষ্ঠান দুটির মধ্যে সংশ্লিষ্ট চুক্তিও স্বাক্ষরিত হয়েছে বলে প্রতিষ্ঠানটির একাধিক সূত্র নিশ্চিত করে।

টাইজেন

টাইজেন (2)

সূত্র অনুযায়ী আগামীতে টাইজেন চালিত আরো একাধিক পণ্য আনার পরিকল্পনা করছে। মূলতঃ অ্যান্ড্রয়েডের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতেই স্যামসাং এ পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, মাইক্রোসফট, গুগল,অ্যাপলের মতো শীর্ষস্থানীয় মোবাইল ডিভাইস নির্মাতাদের রয়েছে নিজস্ব অপারেটিং সিস্টেম। এদিক বিবেচনায় এতোদিন পিছিয়ে ছিল স্যামসাং। টাইজেন এর মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেমের শূণ্যতা কাটিয়ে ওঠার প্রয়াস চালাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

টাইজেন

টাইজেন (1)

ইতোঃপূর্বে স্যামসাংয়ের ‘বাডা ‘ নামের একটি অপারেটিং সিস্টেম বাজারে এনেছিলো স্যামসাং । কিন্তু সে অপারেটিং সিস্টেম দিয়ে তারা তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি। তবে টাইজেন অপারেটিং সিস্টেম দিয়ে মোবাইল মার্কেটে স্যামসাং নিজেদের আধিপত্য ধরে রাখতে পারবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

লেখকঃ Robin Ahmedসংকলিত!

পূর্বে এখানে প্রকাশিতঃ-

Level 2

আমি মোঃ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মনে হচ্ছে না এন্ড্রয়েড এর মত সাফল্য পাবে তবুও দেখা জাক কি হয় ।

এন্ড্রয়েড এর মত সুবিধা পাবেনা