কিছুদিন আগে রবির বন্ধ সিমে ১১ টাকা ইজি লোড করে ১ জিবি ডাঁটা বোনাস পাওয়া যাবে, এমন লোভনীয় অফার ফেলে দিতে পারিনি তাই ১১ টাঁকা রিফিল করি। অনেক সময় পার হওয়ার পরও ১ জিবি ডাঁটা বোনাস না পেয়ে ওদের পেইজ এ কমপ্লেইন করি। একজন বলে ৭২ ঘণ্টা সময় লাগবে। কিন্তু ৭২ ঘণ্টা পার হবার পরও ফ্রী ডাঁটা আসে না। তারপর আবার সে পেইজ এ লিখলাম, যে গ্রাহকদের সাথে কেন এমন প্রতারনা করা হচ্ছে? আমি ফ্রী ডাঁটা পাইনি অথচ বাকি সব কিছু পাচ্ছি যেমন কম কল রেট। তারপর সে বলে আবার ১১ টাকা রিফিল করতে। অথচ তাদের অফারের কোথাও লেখা নেই যে দ্বিতীয় বার ১১ টাঁকা রিফিলে এই ডাঁটা পাওয়া যাবে। যাই হোক দ্বিতীয় রিফিলে ১ জিবি ডাঁটা বোনাস পেলাম। কিন্তু পিসিতে কানেক্ট করে দেখি স্পীড 60kbps (kilo bit) এর উপরে উঠেই না। IDM এ ৭-৯ KBps এ উঠানামা করে। কিন্তু তারা স্বীকার করতে নারাজ যে তারা ডাঁটা স্পীড কমিয়ে রেখেছে, এইটাতো গেলো রোজার সময়কার কথা।
ঈদ উপলক্ষে আরেক প্রতারনা, ৩জিবি 3.5G ডাঁটা ৩০ টাঁকায়, মেয়াদ ২ দিন। স্পীড? আর বইলেন না, সেই আগের স্পীড 60kbps (kilo bit) । তাছারা অন্য কোন একটিভ প্যাকেজ থাকলে তা ডিএক্তিভ করে তারপর এই প্যাকেজ নিতে হয়। তার মানে অন্য প্যাকেজের স্পীড বেশি তাই আপনি আগেই ওইটা ডিএক্তিভ করতে বাধ্য । তাই তারা স্পীড কমালেও আপনি কিছু করতে পারছেন না। তাছারা এই প্যাকের একটিভ থাকা অবস্তায় অন্য কোন প্যাকেজ নিতে পারবেন না। সবচেয়ে বড় কথা তারা স্পীড এর ব্যাপারে বলে 3.5G অন্য প্যাকেজের মত স্পীড পাওয়া যাবে অথচ 3.5G অন্য প্যাকেজে আমার এরিয়াতে 2mbps+ স্পীড পাওয়া যায়. অহ! আরেকটা কথা বলতে ভুলে গিয়েচিলাম, পেইজের এডমিনগন সবাইকে একই লেখে কপি পেস্ট করে রিপ্লে দেয়, সেইটা হলোঃ Dukkhito apnar osubdiha r jnno, asha korchi khub drutoi thik hoye jabe
Sathe thakun 😛
আমি ওদের অফিসিয়াল ফেইবুক পেইজের টিউন এর লিংকঃ http://goo.gl/dO9L8f
এবং আমার সাথে কনভারসেশন:
- জোবায়ের
আমি মোহাম্মাদ নয়ন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিতো আজকেও কিনলাম এবং ৩ ঘন্টায় 3Gb শেষ ।