Age Calculator and Bangla Calender For mobile

Image0282
আপনার মোবাইল দিয়ে এখন খুব সহজেই জানতে পারেন আপনার সঠিক বয়স। আপনার জন্মতারিখ ( দিন-মাস-বছর ) সঠিকভাবে বসিয়ে calculate-এ ক্লিক করুন আর তাৎক্ষনিকভাবে জানুন আপনার র্নিভুল বয়স।

Age Calculator: ( 3.58 KB )

Download Link: http://www.mediafire.com/?zmt4iytj3mwmnyn

b calender

আপনার মোবাইলে দেখুন ঝকঝকে বাংলা ক্যালেন্ডার আর উপোভোগ করুন বাংলা দিন, মাস, তারিখ সাথে ইংলিশ তারিখ তো থাকছেই।

Bangla Calendar: ( 25.23 KB )

Download Link: http://www.mediafire.com/?4feonydh0m4dxgl

বিঃদ্রঃ software দুটোই jar file । তাই Java এবং symbian দুটোতেই চলার কথা। আপনার মোবাইলে software দুটি পরিক্ষা করে দেখুন। বেশিরভাগ সেটেই কাজ হবে বিশেষকরে Nokia-এর সকল Java এবং symbian সেটে।

Level 0

আমি মেহেদী ইকবাল রমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম খুব সুন্দর টিউন,ধন্যবাদ শেয়ার করার জন্য। সফটোয়ারগুলো কি আপনি তৈরী করেছেন?

    অনেক ধন্যবাদ পাভেল ভাই। সফটোয়ারগুলো আমার তৈরি না। নেট থেকে নামান। আপনাদের সুবিধার্থে mediafire-এ আপলোড করে দিয়েছি।

Java না symbian এ চলবে কিছুই উল্লেখ করেননি।

    সহমত । উল্লেখ করা প্রয়োজন ছিল। এরকম অসম্পুর্ন টিউনের মানে হয় না।

    Java এবং symbian দুটতেই চলার কথা। software দুটোর একটি 3kb আর একটি 25kb only. কষ্ট করে একটু মোবাইলে নামিয়ে দেখুন কাজ করে কিনা। তবে nokia -এর সব সেটেই কাজ করবে।

আপনাদের সাতে আমিো এক মত ।

আপনাদের সাতে আমি এক মত ।

    আপনাদের হচ্ছে ভাত মুখে তুলে খাওয়ায় দিতে হবে তা না হলে গোসসা করবেন। কষ্ট করে মানুষ টিউন করে আপনাদের উপকারের জন্য কোথায় তাদের ধন্যবাদ দিয়ে উৎসহিত করবেন তা না কিভাবে তাদের নিরুৎসাহিত করা যায় সেই প্রচেষ্টা! ভাবটা এমন যেন আমরা টিউন করে আপনাদের কাছ থেকে টাকা পাই তাই যেমন ইচ্ছা behave করা যাবে। বাঙালির সভাবটাই আসলে খারাপ। আমি তো আর সব সেটে software গুলো নিয়ে পরিক্ষা করে দেখিনি। Java না symbian সেটে চলে তা চট করে নামিয়ে পরিক্ষা করে নিলেই হয় নাকি কোন software সেয়ার করতে গেলে আমাকে বিশেষঞ্চ হতে হবে!

ভাল টিউন।
ধন্যবাদ মেহেদি ভাই।

    ধন্যবাদ হাসান ভাই। দেখলেনতো মানুষজনের অবস্থা। এই জন্যেই টিউন করতে ভালো লাগেনা।

    ভাই কিছু মনে করবেন না। কিছু পাবলিক আছে যারা নতুন টিউনার পেলেই অপমান করা সুযোগ খোজে। এর থেকে আমিও রেহাই পাই নাই। তাই বলে কি আমি থেমে গেছি?
    আশা করি আপনিও থামবেন না।

    তাই তো দেখছি। তবে এখানে নিশ্চই অনেক ভালো মানুষ ও আছেন।

দূর মিয়া, রাগ করেন কেন? কতজনে কত কিছু কইব, এত কিছু শুনলে কি হয়?
আমার টিউনেও এরকম মন্তব্য আসে। যেমন- আর সময় পাব না বলে অনেকগুলো বিষয় নিয়ে অনেক বড় করে টিউন করলাম, এমনভাবে টিউন করলাম যাতে টিউনের মান ঠিক থাকে + অনেক বিষয় নিয়ে টিউন করার ফলে যেন কোন একটা জিনিসের ক্ষুদ্র জিনিস ও বাদ না পড়ে যায়। এত কিছু বুঝিয়ে দেখিয়ে দেয়ার পর ও বলে, “এত বিষয় নিয়ে টিউন করলে নাকি টিউনের মান কমে যায় ! ”
দেখলেন তো সব বুঝাইয়া দিলাম, এরপর ও নাকি মান কমে যায়। বলেন তো কি করি ? আর কত বুঝামু ?

    সামুতে কবিতাগুলো তো অনেক সুন্দর লেখচেন। আপনার টিউন যেমন সুন্দর কবিতাও তেমনি সুন্দর।
    আমি ক্লাসে গতকাল পিছনের বসেছিলাম। সাম্নের সারিতে বসে থাকা একটা ছেলের গেঞ্জির পিছনের দিকে লেখা একটা কবিতা দেখলাম। সাথে সাথেই খাতায় কপি ফেললাম। কবিতাটা কার এখনো বের করতে পারি নি। আপনি বের করতে পারলে জানাবেন।

    পারাপার
    ——————-
    বেলা যায় অবেলার পারে
    দিনের মত দিন
    রাত যে ফুরায় বন্ধু,
    পারাপারের ভাঙ্গা সাঁকো
    জল থই থই বুকের পাড়ে।

    আপনার ফাইল গুলো জার ফাইল, আমার মোবাইলে সাপোর্ট করে।

    আমার মত তিক্ত অভিজ্ঞতা তাইলে সবারই কমবেশি আছে!

    ধন্যবাদ স্বাধীন ভাই। কবিতাটি কার লেখা জানতে পারলে আপনাকে অবশ্যই জানাব।

কাজে লাগবে। ধন্যবাদ সফটটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ শেয়ার করার জন্য……………ভাল থাকবেন

মেহেদি ইকবাল রমি ভাই, এগিয়ে চলুন অনেক দুরে। পিছু দেখার সময় কই?

টেকটিউন্সএ আমার আজকে রেজিষ্টেশন করা হল। আমি রংমহলে আর প্রজন্মতে নিয়মিত হয়েছি। কিন্তু আজকে টেকটিউন্সে অনেক গুরুত্বপূর্ন পোষ্ট দেখলাম কিন্তু অদ্ভূত একটা বিষয় দেখছি সেটা হল আক্রমন। এসব পাবলিক ফোরামে সবাই আসে নিজের খেয়ে বনের মোষ খেদাতে আর কিছু অভদ্র বেয়াদব তাদের খুটিনাটি ধরে চেচায়। এ ব্যাপারে মডুদের কড়া হওয়া উচিৎ। টেকটিউন্সের সব কিছু ভাল লাগল কিন্তু এই বেয়াদুবি ভাল লাগল না। এসব নীচু মনমানসিকতার লোকদের বিরুদ্ধে ব্যাবস্থা না নিলে এমন চলতেই থাকবে।

যাহোক সফটওয়ার দুটি কাজের ডালো দিলাম সব সেটেই চলার কথা মান্ধাত্তার আমলের সেট কিম্বা নাম ঠিকানাবিহীন চায়না সেট বাদে। ধন্যবাদ।

আমার মোবাইল Samsung C3212 (Java Based), Bangla Calendar Soft: Now Working.
Thanks

Its work thnx, I have a desktop age calculator, now get mobile one.