নিজের সিমের নম্বর চেক করুন ফ্রি এবং তাৎক্ষনিক !!! (নতুনদের জন্য)

 

আজকাল মোবাইল ব্যবহার করেনা এমন মানুষ হাতে গোনা। মোবাইল ব্যবহার তো করেই সাথে অনেকেই ব্যবহার করেন একাধিক সিম। আবার কিছু সিম রেখে দেয় মানি ব্যাগে। কি যুগ এসে গেল। অনেকের কাছে আবার বাংলাদেশের প্রত্যেকটা মোবাইল ফোন অপারেটরের কয়েকটা করে সিম আছে।

আজ একটি জানা ট্রিকস শেয়ার করছি। তবে অজানা লোকও তো কম নন? তাদের জন্যই আজকের টিউন। আপনাদের এতো এতো মোবাইল সিম থাকার পরিণতি হিসেবে মাঝে মাঝে কোন সিমের নম্বর কোনটি সেটিই ভুলে যান। আরও একটি মজার ব্যাপার বলি। আমাদের সবাই সিম কুড়িয়ে পাওয়ার অভিজ্ঞতা থেকেও কিন্তু বঞ্চিত নই। আমরা মাঝে মাঝে রাস্তা ঘাটে সিমও কুড়িয়ে পেয়ে থাকি। বাসায় নিয়ে গিয়ে দেখলেন সিমে একটা টাকাও নাই যে অন্য ফোনে কল দিয়ে সিমের নম্বরটি জেনে নিবেন। তখন কি করবেন? হ্যাঁ, সেই তখনই প্রয়োজন পড়বে এই ছোট ট্রিকসটির কথা। আজকের টিউনে শেয়ার করছি, নিজের সিমের নম্বর জানবেন কিভাবে কিংবা সিমের নম্বর ভুলে গেলে কিভাবে নম্বরটি জানবেন? How to check my own mobile number for absolutely free ? হুম, আপনার মোবাইল নম্বর ভুলে গেলে কিংবা অজানা সিমের নম্বর পেতে সেই সিম থেকে ডায়াল করুন নিম্নোক্ত কোডটি।

  • গ্রামীনফোনঃ *২#
  • বাংলালিংকঃ *৫১১#
  • রবিঃ *১৪০*২*৪#
  • এয়ারটেলঃ *১২১*৬*৩#
  • টেলিটকঃ মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন Tar এবং পাঠিয়ে দিন 222 নম্বরে।
  • সিটিসেলঃ মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন MDN এবং পাঠিয়ে দিন 7678 নম্বরে।

ধন্যবাদ সবাইকে পুরোনো ট্রিক্স ঝালাই করে পড়ার জন্য। এক্সক্লুসিভ সব টিপস, ট্রিকস পড়তে আমার বাংলা ব্লগ "ব্লগার মারুফ ডট কম" ঘুরে আসতে পারেন । আল্লাহ হাফেজ ...

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার কারর জন্য।

Thanks…

Level New

টেলিটকঃ *551#

    @nil.akash: ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য। আমার যেটা জানা ছিল সেটাই শেয়ার করেছি।

Level New

গ্রামীনফোনঃ *111*8*2# ……রবিঃ dial 1200 then press 4.

Level 0

ধন্যবাদ

    @bd99.tk: আপনাকেও আপনার টিউমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ