কেমন আসেন সবাই? আশা করি ভালই আছেন।
টিউনটি করার শুরুতেই বলে রাখি, এই টিউন টি যদি এর পূর্বে হয়ে থাকে তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।
এবার কাজের কথায় আসি।
গ্রামীনফোন প্রতি সপ্তাহে ১০০ মেগাবাইট আর ১০০ এসএমএস সম্পূর্ণ ফ্রী দিচ্ছে।এটা ১০০% সঠিক কারণ আমি নিজে ও ব্যবহার করছি বর্তমানে।এর জন্য কোন রকম চার্জ কাটবে না।
প্রথমে আপনাকে রেজিস্ট্রেশান করতে হবে।
এজন্য আপনাকে প্রথমে ডায়াল করতে হবে *৯৯৯*১# । এর পর আপনাকে ওরা একটা confirmtion এসএমএস দিবে। সেটাতে আপনাকে একটা টার্গেট পূরণ করতে হবে। confirmtion এসএমএস এ জানিয়ে দেয়া হবে আপনার টার্গেট। ধরুন আপনার টার্গেট দিল ৩ টাকা। শুক্র আর শনিবার আপনাকে ৩ টাকা করে ব্যবহার করতে হবে। শুক্র আর শনিবার এ আপনি আপনার টার্গেট পূরণ করলেই ৫০+৫০ করে পেয়ে যাবেন ১০০ এমবি।
এবার আসি বোনাস টাকা কিভাবে পাবেন সেই ব্যাপারে। আপনাকে যে টার্গেট দেওয়া হবে যদি প্রতিদিন আপনি টার্গেট পূরণ করেন তাহলে টার্গেট পুরনের পরে প্রতি ১ টাকার কথায় আপনি পাবেন ১ টাকা বোনাস।অর্থাৎ আপনার টার্গেট যদি হয় ৩ টাকা,তাহলে ৩ টাকার কথা বলার পরে প্রতি ১ টাকার কথায় আপনি পাবেন ১ টাকা বোনাস। বোনাস ব্যবহার করা যাবে যেকোনো non fnf জিপি নাম্বার এ ২৪ ঘণ্টা। মেয়াদ ১ দিন।
বিঃদ্রঃ কিছু কিছু জিপি নাম্বার এই অফার পাবে না।তাদের first time registration only দেখাবে।এদের ব্যাপারে কিছুই বলার নাই।
কোন ভুল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।
আমার skype id- ashik.bd5
আমি Ashik Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার টাকি বন্ধ সিম ছিলো ?