আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন।অনেক দিন হলো কোন পোষ্ট দওয়া হয়নি আজ টাইম পেলাম তাই লিখতে বসলাম। আজ একটু অন্যরকম একটা বিষয় নিয়ে লিখতে বসলাম।টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন বিষয় টা কি? তাহলে আসল বিষয় নিয়ে আলোচনায় আসা যাক।
বিশ্বের বাঘা কোম্পানি গুলো সর্বদা প্রতিযোগীতায় ব্যস্ত কে কার থেকে ভালো স্মার্টফোন তৈরি করবে?ইতিহাস এ প্রথম একটি নোন ব্রান্ড সেট বিশ্বের সেরা সেট গুলোর ভেতর স্থান করে নিয়েছে আর তা হলো OnePlus One।আর স্থান কত তা আপনি নিজেই দেখেনিনি:
১। HTC ONE (M8)
২। SONY XPERIA Z2
৩।OnePlus One
৪। Samsung Galaxy S5
৫। LG G2
৬। Google Nexus 5
৭। Sony Xperia Z1 Compact
৮। iPhone 5S
৯। HTC One
১০। Motorola Moto G
র্যাংকিং Source: এখানে ক্লিক করুন
আসুন এইবার জানা যাক কি আছে OnePlus One ফোনে যার কারনে এটি ৩য় স্থান দখল করলো:
এতে আছে ২জি,৩জি এবং ৪জি এলটিই নেটওয়ার্ক ।এটি তে শুধু মাএ মাইক্রো সিম ব্যবহার করা যাবে।
এর বডি ১৫২.৯ × ৭৫.৯ × ৮.৯ মিলিমিটার তার মানে ১৫২.৯ মিলিমিটার উচ্চতা, ৭৫.৯ মিলিমিটার প্রস্থ, আর মাত্র ৮.৯ মিলিমিটার পুরত্ত।
এতে রয়েছে ৫.৫ ইঞ্চি আই , পি , এস LCD টাচ স্কিন ডিসপ্লে , যার রেজুলেসন ১০৮০ x১৯২০ , ৪০১ পি.পি.আই যা আপনাকে দিবে স্বচ্ছ ছবির নিশ্চয়তা । সাথে Corning Gorilla Glass 3 ত আছেই ।
এই সেট এ বিল্ট ইন ১৬/৬৪ জিবি ইন্টারনাল মেমরি দেয়া আছে, আর ও আছে ৩ গিগাবাইট DDR3 র্যম ।
আর ডাটাট্রান্সফার ও ইন্টারনেট এর দিক থেকে এটি তে রয়েছে:
HSDPA, 42 Mbps; HSUPA, 5.8 Mbps; LTE, Cat4, 50 Mbps UL, 150 Mbps DL
Wi-Fi 802.11 a/b/g/n/ac, Wi-Fi Direct, DLNA, Wi-Fi hotspot
এবং Bluetooth Yes, v4.1 with A2DP
এবার আসা যাক ক্যমেরাই:
এই ফোনটিতে ব্যাবহার করা হয়েছে সব চাইতে ভাল মানের ১৩ মেগা পিক্সেল Sony Exmor IMX 214, 6 lenses to avoid distortion and color aberration , f/2.0 ক্যামেরা যা দিয়ে 4K resolution video with stereo recording Slow Motion: 720p video at 120fps করতে পারবেন । সামনে 5 Megapixel - Distortion free যা দিয়ে ভিডিও কল করতে পারবেন।
এখন মূল বিষয় হার্ডওয়ার ও অপারেটিং সিসটেম:
এই ফোনটির অপারেটিং সিস্টেম হল CyanogenMod 11S based on Android 4.4। এটার সিপিউ হিসাবে ব্যবহার করা হয়েছে Qualcomm© Snapdragon™ 801 processor with 2.5GHz Quad-core CPUs । গ্রাফিক্স হিসাবে ব্যবহার করা হয়ে Adreno 330, 578MHz
এই সেটটিতে এ ব্যবহার করা হয়েছে ৩১০০ মিলিএম্পিয়ার ব্যাটারি ।
এছাড়া এটিতে যা আছে:
Gyroscope,Light sensor, Gravity sensor,Distance sensor,OTG,GPS,Sterio Speaker
ফোনটির মূল্য ধরা হয়েছে: $299(১৬জিবি) এবং $349 (৬৪জিবি)
সময় থাকলে আমার সাইট খেকে ঘুরে আসতে পারেন।
আমি রাজিব বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজী ভালোবাসি তাই টেকটিউনস্ এ বারবার আসি...... http://itv24.co/
ভালো লাগল ।