মোবাইল দিয়ে আমরা শুধু কথা বলি না এটি আমাদের বিনোদনের একটি গুরুত্বপূর্ন মাধ্যম ও বটে। এখন আমরা মোবাইল দিয়ে গান শোনা, গেম খেলা,ভিডিওদেখা,প্রভৃতি ধরনের বিনোদন পেয়ে থাকি। আমি আপনাদের আজ কয়েকটি সাইটের ঠিকানা দিব যেখান থেকে আপনার যেকোন ব্রান্ডের এবং মডেলের হ্যান্ড সেটের জন্য গেম,বিভিন্ন ধরনের সফটওয়ার,মোবাইলের বিভিন্ন এপলিকেশন,হ্যান্ডসেটের ব্যবহার পদ্ধতি,থিম ইত্যাদি ডাউনলোড করতে পারবেন।
আমি আশা করছি নিচের সাইটগুলো আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে।
এই সাইটে যেকোন ব্রান্ডের মোবাইলের ব্যবহার পদ্ধতি, গেম,থিম,গুরুত্বপূর্ন সফটয়ারসহ থ্রিজিপি ভিডিও ও রিংটোন ডাউন লোড করতে পারবেন।
এই সাইটি নকিয়া হ্যান্ডসেটের খেলার উপযোগী গেইমস নিয়ে তৈরি হয়েছে এই সাইটটি। মূল পিষ্ঠাতে রয়েছে গেইম রিভিউ। গেইম গুলো রয়েছে পৃষ্ঠার বাঁ দিকের ট্যাব গুলোতে। গেমস গুলো এখান থেকে ডাউনলোড করে খেলতে হবে।
এই সাইটিতে নতুন নতুন সব হ্যান্ডসেটের রিভিউ রয়েছে। সঙ্গে আছে মজার মজার গেইম সাইটটির বাঁ দিকের ট্যাব গুলোতে রয়েছে মোবাইল ফিচার, গোপন কোড উদ্ধারের টিপসসহ অনেক কিছু।
এই সাইটটিতে মোবাইলের সফটয়ার,ওয়ালপেপার, স্ক্রিন সেভার, গেইমস, রিংটোন সহ আর অনেক কিছু ডাউনলোডের সুবিধা।
এই সাইটের মূল পৃষ্ঠায় রয়েছে মোবাইলে খেলার উপযোগী বিভিন্ন ফ্লাস গেইম। এবং বাঁ দিকের ট্যাব গুলিতে রয়েছে মোবাইলের জন্য বিভিন্ন এপলিকেশন ডাউনলোডের সুবিধা।
আমার এটি প্রথম টিউন যদি কোন ভুল থাকে তাহলে অভিজ্ঞরা ধরিয়ে দিবেন। এবং পরবর্তীতে আরো সুন্দর করে টিউন করতে পারি সেই ব্যাপারে আপনাদের মূল্যবান মন্তব্য দিবেন।
আমি হেরার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মন চায় আকাশে উড়তে। কিন্তু ডানা তো নেই............................
টেকটিউনসে আপনাকে স্বাগতম 🙂 । আশা রাখি, এখন থেকে নিয়মিত হবেন।