আপনি কাকে অনুসরণ করে, কোন স্মার্টফোনটি নিবেন?

স্মার্টফোন কিনবেন! কিন্তু ভেবে পাচ্ছেন না: কি ব্রান্ডের,কি ধরনের ফিচার সংবলিত,কেমন মডেলের স্মার্ট কিনবেন।হয়ত অনেক প্রযুক্তি বিষয়ক ব্লগ বা অয়েবসাইট আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে। তবে অনেকের দৃষ্টি বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তির দিকে, তারা কে কি ফোন ব্যবহার করছেন। বিষয়টি যদি এমনই হয় তাহলে চলুন দেখে আশি বিভিন্ন-দেশের রাষ্ট্রপ্রধানরা কে কি ব্রান্ডের, কি মডেলের ফোন ব্যবহার করছেন।


শেখ হাসিনা: গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশের তৃতীয়বারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী। তার সবচেয়ে প্রিয় স্মার্টফোনটি হলো স্যামসাং এর গ্যালাক্সি এস থ্রি। ৮মেগা পিক্সেল এর এই অ্যান্ড্রয়েড ফোনটির বর্তমান বাজারমূল্য: ৩৩,০০০টাকা। তাকে সাধারণত এই ফোনটিই ব্যবহার করতে দেখা যায়। তবে রাষ্ট্রীয় কাজে লাল-কাভার সংবলিত একটি ফোন ব্যবহার করে থাকেন তিনি।


মাটিও রেনজি: ইতালির প্রধানমন্ত্রী । তিনি ব্যবহার করেন অ্যাপল এর আইফোন ৫। ৮মেগা পিক্সেল এর এই আইওএস ভিত্তিক ফোনটির বর্তমান বাজারমূল্য: ৫১,৫০০টাকা। তিনি দীর্ঘদিন যাবত আইফোন ব্যবহার করে আসছেন।

নওয়াজ শরিফ: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কে বিভিন্ন সময় বিভিন্ন স্মার্টফোন ব্যবহার করতে দেখা গেলেও তিনি ব্যক্তিগত ভাবে ব্যবহার করেন ব্লাকবেরী বোল্ড। ফোনটি ব্লাকবেরীর একটি পূরণ মডেল তবে মেসেঞ্জার সার্ভিসের জন্য শরিফের নিকট অত্যন্ত প্রিয় এটি। এর বর্তমান বাজারমূল্য: ৩০,০০০টাকা

বারাক ওবামা: মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার ব্ল্যাকবেরিপ্রীতি পুরনো খবর।তিনি এখনও তার সিদ্ধান্তে অটল।তাই ওবামা এখনও ব্লাকবেরী পরিবারের সদস্য হিসেবেই আছেন। তবে ব্লাকবেরীর কোন মডেলটি ব্যবহার করছেন তা ষ্পষ্ট নয়।

এইবার সিদ্ধান্ত আপনার আপনি কাকে অনুসরণ করবেন এবং কোন ব্রান্ডের ফোন কিনবেন!!!
পোষ্টিতে আরও কয়েকজকে যুক্তকরার ইচ্ছে ছিলো কিন্তু পরিষ্কার তথ্যের অভাবে সম্ভব হলো না। ভালো লাগলে টিউমেন্টস করতে ভূলবেন না।

পূর্বে প্রকাশিত এখানে।
অ্যান্ড্রয়েড বিষয়ক পোস্ট,রিভিউ,অ্যাপ্স পেতে যোগ দিতে পারেন আমাদের অ্যান্ড্রয়েড বিষয়ক ফেসবুক ফ্যানপেজে।

Level 0

আমি আর,কে রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতিশয় এক সাধারণ মানুষ। কম্পিউটার & নিউ প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। বন্ধুদের হেল্প করতে পারলে ভালো লাগে। আমার সীমিত সঞ্চিত জ্ঞান বন্ধুনের সাথে সেয়ার করতে পছন্দ করি। দক্ষ ভিডিও এডিটর হতে চাই,নিজস্ব এ্যাডফার্ম স্থাপনের স্বপ্ন দেখি। বর্তমানে তৃ-মাত্রিক মিডিয়া নামক নিজস্য প্রতিষ্ঠানে কাজ করছি। দেশ & মাতৃভাষাকে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার লিখা তে একটু ভুল আছে,
আপনি লিখছেন =চলুন দেখে আশি= আপনের আশি লিখা টা ভুল হইছে।
এটা হবে = চলুন দেখে আসি=
তারপর ও ধন্যবাদ টিউন করার জন্য।

ছোট টিউন। এত ক্ষুদ্র তথ্য দিয়ে টিউনটির পরিমিত মর্যাদা ক্ষুণ্ণ করলেন। আশা করি ভবিষ্যতে খেয়াল রাখবেন। টিউনের জন্য ধন্যবাদ।