আপনার মোবাইলের জন্য Mp3 ফরমেটে রিংটোন বানানোর খুব সহজ একটি সফটয়্যার হলো RingJone। উইন্ডোজের জন্য মাত্র ৩১৬ kb'র সফটয়্যার'টি দিয়ে আপনি খুব সহজে যে কোন Mp3 গানের নিদির্ষ্ট অংশকে আপনার মোবাইলের জন্য রিংটোন হিসেবে ব্যবহার করতে পারবেন। আমরা অনেকেই রিংটোন হিসেবে ব্যবহার সম্পূর্ন গান তাই প্রথম থেকে বাজতে শুরু করে... কিন্তু এই ছোট্ট সফটয়্যার দ্বারা আপনি চোখের পলকেই খুব সহজে সম্পূর্ন গান কে কেটে নির্বাচিত অংশ রাখতে পারেন এবং তা রিংটোন হিসেবে ব্যবহার করতে পারেন। যদি কোন প্রকার সমস্যা হয় তবে Tutorial দেখতে পারেন। এছাড়া সফটয়্যার'টি ফ্রিওয়ার এবং উন্ডোজের সাথে Apple এবং Linux এ ইন্সটল করা যাবে। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন।
* এছাড়া ইচ্ছে করলে A R Rehman 55 Ring Tones Collection ডাউনলোড করতে পারেন
A R Rehman Ring Tones Collection / Password: arrahman
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডাউনলোড করে দেখি…. কদ্দুর কি কাজ করতে পারি….