টেলিটক তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নতুন প্যাকেজ সংক্রান্ত তথ্য জানিয়েছে। বর্তমান বা নতুন গ্রাহকরা তাদের ৩জি অ্যাক্টিভেটেড সিম থেকে নতুন এই প্যাকেজটিতে সাবস্ক্রাইব করতে পারবেন।
প্রিপেইড ৩জি গ্রাহকরা D38 লিখে 111 নম্বরে এসএমএস করার মাধ্যমে নতুন এই সাশ্রয়ী প্যাকেজটি চালু করতে পারবেন। এ জন্য অবশ্যই মোবাইলে ব্যালেন্স ৪২৫ টাকা ও ১৫% ভ্যাট সমপরিমাণ ব্যালেন্স থাকতে হবে।
৩ গিগাবাইট ডেটা ৫১২ কিলোবিট পার সেকেন্ড স্পিডের জন্য খুব বেশি না হলেও ৩জি সুবিধা সম্বলিত স্মার্টফোনে ব্যবহারের জন্য এটি যথেষ্টই সাশ্রয়ী একটি প্যাকেজ। তবে কম্পিউটারে ব্যবহারের জন্য হলে একই গতির D22 প্যাকেজটি বেশি সাশ্রয়ী যেটায় রয়েছে ৭৮০ টাকায় ১০ গিগাবাইট ডেটা ও ৩০ দিন মেয়াদ। তবে প্রোমোশনাল এই অফারটি (১০ গিগাবাইটের) ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে বলে টেলিটকের ওয়েবসাইটে বলা হয়েছে। তাই টেলিটক ৩জি সিম ব্যবহার করে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারকারীরা লুফে নিতে পারেন এই প্যাকেজটি।
আমি আমি পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারণ একজন মানুষ
Teletalk Internet really a good speedy internet. I like.