মেগা পোস্ট!!! How To Flash any nokia mobile via phoenix

সবাইকে সালাম জানিয়ে আজকে আবার শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন তাই আপনাদের আরেকটু ভালো লাগাতে আজকে আমার এই পোস্ট।

আমাদের সবারই হয়ত নকিয়া মোবাইল আছে। আর আমাদের মোবাইলে নানান রকমের সফটওয়ার এর সমস্যা হয়। যার কারনে আমরা সারভিস এর দোকানে নিয়ে যাই আর মোবাইলটি ফ্লাশ করি।

মোবাইলটি ফ্লাশ করতে আমাদের টাকা দিতে হয় সারভিস এর লোকদের। আজ নিজেই ঘরে বসে নিজের নকিয়া মোবাইলটি ফ্লাশ করুন 😀

প্রথমে কিছু জিনিস আপনার ডাউনলোড করে নিতে হবে।

আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেক জিনিস গুলো সাজিয়ে দিচ্ছি।

প্রথমে phoenix service software file টি ডাউনলোড করুন।

ডাউনলোড লিঙ্কঃ http://www.4shared.com/rar/NHkFgpcA/Phoenix_Service_Software_20120.html

তারপর Nevifirm Download করুন।

ডাউনলোড লিঙ্কঃ http://www.4shared.com/zip/w1hDukgIba/NaviFirm.html

নেভি ফারম সফটওয়ারটির কাজ হলো আপনার মোবাইলের মডেল অনুযায়ী ফারমওয়ার খুজে বের করা এবং তা ডাউনলোড করা।

আপনার মোবাইল ফ্লাশ দিতে হলে আপনাকে অবশ্যই ফারমওয়ার ফাইল লাগবে। এছাড়া আপনি আপনার মোবাইল ফ্লাশ করতে পারবেন না। প্রত্যেক নকিয়া মোবাইলের বিভিন্ন RM-code and Products code থাকে। সেই কোড অনুযায়ী খুজে আপনাকে ফারমওয়ারটি ডাউনলোড করতে হবে।

তাহলে কাজ শুরু করা যাক, আপনি এতক্ষনে নিশ্চই উপরের দুইটা ফাইল ডাউনলোড করে ফেলছেন। আপনার কম্পিঊটারে অবশ্যই নেট থাকতে হবে।

phoenix service software টি ইন্সটল করুন। রান করাবেন না।

নেভি ফারম ফাইলটি extract করে অপেন করুন।

চিত্রের মত উইন্ডো আসার পর আপনার মোবাইলের ব্যাটারি খুলে Products code লিখে নেভি ফারম search box এ search করুন।

আমি আমার কোড দিয়ে বের করেছি আপনি অবশ্যই আপনার কোড দিয়ে বের করবেন। আপনার কোড দিয়ে search করার পর উপরের চিত্রের মত দেখতে পাবেন। আপনার ফারমওয়ারটি আসার পর তা ডাউনলোড করুন।

আপনার ফারমওয়ারটি এভাবে ডাউনলোড হয়ার পর শেষ হলে তা খুজে বের করুন।

উপরক্ত লোকেশন এ আপনার ফাইলটি পাবেন। এটা আমার মোবাইলের ফাইল।

আপনি ১ম স্টেপ পেরিয়ে গেছেন। এখন ২য় স্টেপ।

এখন আপনাকে ফুল ফারমওয়ারটি phoenix service software er location এ কপি করতে হবে। নিচের চিত্র অনুযায়ী ফাইলটি কপি করুন।

আর হ্যা আপনি products code এর ভিতরে ফাইল্টি কাট করে উপরক্ত চিত্রের লোকেশনে products এ ঢুকে নিউ ফোল্ডার করে আপনার মোবাইলের RM লিখে সব ফাইল পেস্ট করেন।

এখন phoenix software run করুন।

আপনার মোবাইলে ইউসবি দিয়ে আপনার কম্পিউটারে কানেক্ট করুন। তারপর নিচের চিত্র দেখুন।

connection এ ক্লিক করার পর আপনার RM দেখতে পারবেন সেটায় ক্লিক করুন।

ক্লিক করার পর file > scan products এ ক্লিক করুন। স্কেন করার পর নিচের চিত্রের মত দেখতে পাবেন।

স্টেপ ২য় হয়ে গেল। এখন আসুন ফ্লাশিং স্টেপ এ...

Flashing > Firmware Update এ ক্লিক করুন।

তারপর নতুন একটি উন্ডো আসবে।।

উপরের চিত্রের মতন আসলে বুজবেন আপনার কপি পেস্ট করা ফাইল্টি সঠিক ভাবে বসিয়েছেন।

এখন নিচের চিত্রের মত করে ক্লিক করুন।

Refurbish এ ক্লিক করুন। এখন দেখুন ফ্লাশিং স্টারট হয়েছে...

warning: পুরো কাজ টি ভালো ভাবে করবেন। আপনার ইউসবি ক্যাবল ঠিক আছে কিনা তা চেক করে নিবেন। অন্যথায় মাজ পথে আপনার ক্যাবল disconnect হলে আপনার সেট টি ডেড হয়ে যেতে পারে। তবে ভয় নেই তারও সলুশন আছে। 😀

আপনার মোবাইলটি যদি ডেড হয়ে থাকে তাহলে আপনি ইউসবি লাগানোর আগে ব্যাটারি খুলে নিবেন। তারপর ইউসবি কানেক্ট করবেন। নিচের চিত্রের মত দেখুন।

Dead mode এ ক্লিক করুন। তারপর নিচের ইন্সট্রাকশন দেখুন।

উপরের চিত্রের মত করে ফ্লো করুন। তারপর ফ্লাশ করুন। এভাবে আপনার মোবাইল ফ্লাশ করতে পারবেন।

পোস্টটি অনেক কস্ট করে লিখেছি। কেউ খারাপ কমান্ট করবেন না। আর কোন রকমের প্রব্লেম এ পরলে আমাকে অবশ্যই জানাবেন।

এই পোস্টটি প্রথম আমার ব্লগে প্রকাশিত হয়েছে। http://bdtipsworld.blogspot.com/2014/02/how-to-flash-any-nokia-mobile-via.html

এরকম আরো পোস্ট দেখতে চাইলে আমার ব্লগে ঘুরে আসতে পারেন। http://bdtipsworld.blogspot.com/

Level 2

আমি Sakib Hossen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমার নোকিয়া এক্সপ্রেস মিউজিক ৫৮০০ টা ডেড হয়ে গেছে, কোন ভাবেই ফ্লাস করতে পারছি না, আপনি কি কোন সলিউশন দিতে পারবেন??? 🙁

    @SK Shagar: আমি নিচে ডেড ফ্লাশ এর ইন্সট্রাকশন দিয়েছি দয়া করে ভালো ভাবে দেখে নিন পারবেন। 🙂

      Level 0

      @Sakib Hossen: হয় নারে ভাই, হয় না। হেল্প করলে ভালো ভাবে করেন মিয়া 😆

Level 0

thanks for share easily. I was just flash my phone yesterday from your link that was you give me yesterday.

bb5 easy service tool -দিয়া সব থেকে সহজ 😀

    @shahriar tanvir: আপনার মতামতের জন্য ধন্যবাদ আমি এটা পারি তাই সবারকাছে শেয়ার করলাম 🙂

Ai process ta ki 3600 model e kaj korbe?

    @খান বাপ্পী: ha kaj korbe…

Level 0

Can I setup Nokia E71 Firmware in Nokia E63? I’m an E63 user.
Nokia E71-RM-346
Nokia E63-RM-437

    Level 0

    @realarif: না ভাই, আপনি সেভাবে পারবেন না, E71 এর ফার্মওয়্যার আপনার ফোনে চলবে না, আমি Sakib Hossen এর আগের টিউটোরিয়ালে আপনার জন্য E63 এর একটা কাষ্টম ফার্মওয়্যার দিয়েছি, সেটা ইউজ করতে পারেন।

    @realarif: Nokia E63 er Firmware eikhan thke niye flash koren http://bdtipsworld.blogspot.com/2014/02/nokia-e63-custom-firmware-symbian.html

      Level 0

      @Sakib Hossen: thanks i will try it

লেখক ভাইয়া আমার নোকিয়া ৬৩০০ এর জন্য ফ্লাশ ফাইল দরকার উইথ বাংলা সাপোর্ট, প্লিয শেয়ার করুন, ধন্যবাদ…

    @কাব্য: আপনার কম্পিউটার এ যদি ইন্টারনেট থাকে তাহলে আপনি উপরে থেকে নেভি ফারম টা নামিয়ে নিন। প্রোডাক্ট কোড দিয়ে খুজুন অফিশিয়াল ফ্লাশ ফাইল পাবেন।

vai tune korte chaile tag chay.ekhane ki debo?

    Level 0

    @আব্দুল্লাহ আল মামুন: আপনি যে বিষয় নিয়ে লিখছেন যে অনুযায়ী ৩টা দিয়ে দিন, যেমন মোবাইল সম্পর্কিত হলে, মোবাইলীয় ডাউনলোড, এন্ড্রয়েড এভাবে ট্যাগ দিতে পারবেন।

Level 0

ধন্যবাদ সুন্দর টিউন করার জন্য ।আমি আমার নোকিয়া ৫১৩০ এক্সপ্রেস মিউজিক ফ্লাশ করলাম আপনার দেখানো পদ্ধতি অনুযায়ী কোন , সমস্যা হয়নি । ফোন একদম নতুন এর মত হয়েগেছে কিন্তু ক্যামেরা standby দেখাচ্ছে ।এখন কি করতে হবে বললে খুসি হতাম ………। বিঃদ্র ঃ ফ্লাশ দেওয়ার আগেও camera standby দেখাতো ……।।

    @jueal520: ooh tahole vaia aita apnar hardware e problem somvoboto 🙁 flash thik vabe dite perechen bole khusi holam 🙂

@sakib hossain software download হবার পর তা কি ভাবে install করবো
pls……….some scren shoot OR
missed cal>+8801723666074

    @রাকিবুল হাসান: apni konta install korte chaccen aktu kindly bolen ami sob kisu to screen shot soho diyechi…

Level 0

thanks vai ame o success hoise amr nokia5130…………..

লেখক ভাই,আমার ফোন Nokia c5-00.2 এইভাবে flash করতে পারব? জানাবেন প্লিজ

    @ইউনুস আহমেদ কোমল: ha vai apni parben 🙂

      @Sakib Hossen: ধন্যবাদ ভাইয়া। একটা কথা,”আপনার মোবাইলে ইউসবি দিয়ে আপনার কম্পিউটারে কানেক্ট করুন” এই সময় কী ফোনের ব্যাটারী খুলে রাখতে হবে?

        @ইউনুস আহমেদ কোমল: যদি আপনার মোবাইল ডেড মোডে থাকে মানে সেট অন না হয় তাহলে এইটা করবেন। আর সেট যদি আপনার অন থাকে তাহলে নরমালি ভাবে ইউসবি কানেক্ট করে পিসি সুইট অপশন এ ক্লিক করবেন মোবাইলে।

        @ইউনুস আহমেদ কোমল: welcome 🙂

Navifilm টা কি এখন কাজ করে । ভাই জানালে খুশি হব

    @কষ্টের মানুষ: হ্যা নেভি ফারম এখনো কাজ করে।

Level 0

@Sakib Hossen camera standby সল্যুশন কি
নাই ?

    @jueal520: na vaia ami aitar solution ta dite parlam na 🙁 antorik vabe dukkhito..jante
    parle apnkae janabo 🙂

Level 0

Sakib vai nokia 5320 xpressmusic ki flush kora jabe ???

Level 0

ভাই থুভ ভাল পোষ্ট ভাই এ SOFTAR কি সব Nokia মোবাইল unlockTo Flash করা যাবে ,ভাই চায়না সেটের জন্য softar থাকলে দয়া করে দেবেন। MOZAHIED ISLAM 01916530633

    @sundorban: phoenix dia sudhu jesob mobile e USB cable system ache apni osob set e parben.. ar ha ami windows mobile try kori nai tai bolte parlam na..

Level 0

aita diye e65 flash kora somvob doya kore janaben????

Level 0

mediafire link den please

    @akbor7: ha aita diye E65 flash kora somvob. ar 4shared er link is best amr kache try korun onneraw download korte pereche apnio parben..

Level 0

r bro product code ta ami kivabe janbo.. amar nokia 5320 xpressmusic ar bettery khule dekhlam kono product code nai… ai phone ar product code ta ami kiabe jante pari ???

    @Nayan_9on: apni battery khule sim plate e dekhun akta sticker er vitor imei code + products code and Rm likha ache…

Level 0

“please insert proper dongle or configure ” ata show kore ..

    @Nayan_9on: aita kokhn show korche?? “please insert proper dongle or configure ”

আমি আমার নকিয়া এন ৭২ টা অনেক দিন ধরে ভাবতাছি ফ্ল্যাশ দিব, কিন্তু আমার ফোনের প্রডাক্ট কী দিয়া সার্চ দিলে বলে ফার্মওয়ার নেই, তাইলে কি আমার ফোনের পিছনে যে স্টিকার আছে সেটায় ভুল তথ্য দেয়া নাকি? IMEI কোড দিয়া কি প্রোডাক্ট কী বের করা যাবে? বা ফোনে কোন কোড ব্যাবহার করে বের করা যাবে? হেল্প করবেন কিন্তু।

    @সুমন রায়: apnar sticker e joto code ache aktu list kore bolen.,..

      @Sakib Hossen:
      Type RM-180
      Model N72-5
      NOKIA
      Nokia Corporation
      FCC ID QGXRM-180
      IC: 661Z-RM180
      35572/02/483812/2
      CODE:0561990
      MADE BY NOKIA
      Made in Korea
      একটু দেখে হেল্প করবেন। আমি 0561990 এটা দিয়ে খুজে পাইনি।

        @সুমন রায়: ami antorik vabe dukkhito apnar firmware ti asolei pacci na bt kno ta bujthesi na apni direct file net ghete download korar try korun..

Level 0

phoenix service software ti install ar thik sesh part a ai message ti show kore….

    @Nayan_9on: sry bro bujhte parlam na apnar ki problem to hyeche but amr ba ar karo to amn hy nai…net firmwwork install kora na thkle ota install kore nkn..

@সাকিব হসেন আমার নকিয়া ই৬৩ জন্য
ফনেক্স সফটওয়ার নামাতে পারলাম না দুই বার চেস্টা করলাম একবার ১৪২মেগা হবার পর টাইম আউট হইছে আর একবার
১০৮মেগা আমার টাকা দিয়ে কিনা নেট খরচ করলাম
কারো কাছে অন্য কনো লিংক থাকলে আমাকে দিতে পারেন [email protected] এ বা এখানে কমেন্ট করতে পারেন

    @রাকিবুল হাসান: apnar berthotar jnno ami antorik vabe dukkhito.. apni ak kaj koren phoenix er version ta copy kore direct google mama te search koren 🙂 asa kora jay sofol hoben

@sakib hossain ভাই আমি ঠিক বুজতে পারছি না ……।।
please controct skype: rakibhasan.frca

দাদা অনেক অনেক দিন আগেই আমি ডাউনলোড করেছি ফাইলগুলো কিন্তু পোস্টটা মনোযোগ নিয়ে পড়া হয়নি। ইদানিং মোবাইল রিপায়ারিং এর কাজটার প্রতি একটা ঝোক আসলো একটু নাড়াচাড়া করছি। প্রশ্ন ছিল যে যখনি কোন ফার্মওয়্যার ডাউনলোড করবো তার ভিতরের সবগুলি ফাইল-ই কি মার্ক অল ক্লিক করে সিলেক্ট করে দিয়ে তারপর ডাউনলোড করতে হবে? আর প্রোডাক্ট কোডটা অনলাইন থেকে পাওয়া যাবে কিনা? এমন কোন সফটওয়্যার আছে নাকি সামসাং, ব্ল্যাকবেরি, আইফোন বা চায়না মোবাইল বা ট্যাবগুলির জন্যে? যদি থাকে তবে জানালে চির কৃতজ্ঞ থাকবো। আল্লাহ আপনাকে সদা সুস্থ রাখুন। নতুন নতুন কিছু করার তৌফিক দান করেন। আমিন। জানাতে পারেন – ‍[email protected],