সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। অনেক দিন পর টেকটিউন্স এ লিখতে বসলাম। আজকাল সবাই এন্ড্রেড নিয়ে খুব ব্যস্ত। কেউ এখন আর সিম্বিয়ান এর খবর নেয় না যা খুবই দুঃখ জনক 🙁
তাই এই ফাকে আমি আপনাদের জন্য সিম্বিয়ানের একটি বিশেষ পোস্ট নিয়ে হাজির হলাম নকিয়া E72 এর Custom Firmware. এই Firmware টি সম্পূন আমার বন্ধুর Edit করা।
সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনি এই Firmware টি ফ্লাশ করে দেখতে পারেন। এতে কোন বাগ নেই এবং আমি নিজে এটা টেস্টেড। SO আপনাদের কোন সমস্যায় পড়ার কথা না।
যদিও পড়েন আমি আছি আপনাদের সাহায্য করার জন্য আপনাদের পাশে। এই Firmware এ যা যা থাকছে তা নিচে লেখা হলঃ
1, Apple logo startup+nice sound (removed blue Nokia )
2. Rompatcher+ with 12patch Auto start(permanently Hack)
3. Styles HD 3 themes
4. Lumia 1020 ringtone setup.
5. Apps included.....
a. jbak task manager
b. 1click to restart handset
c. Racing thunder HD game
d. you tube downloader
e. sym torrent
f. core player HD All audio video format support.
Download link: http://www.4shared.com/zip/uX2Poe5ace/CFW_E72-1.html
সব লিখে দিলাম।
এই পোস্ট টি প্রথম প্রকাশিত হয়েছে আমার ব্লগে। চাইলে আমার ব্লগে ঘুরে আস্তে পারেন।
http://bdtipsworld.blogspot.com/
আর কোন প্রকার সমস্যা হলে অবশ্যই জানাবেন। কোন ভুল হলে আন্তরিক ভাবে দুঃখিত। আজ এখানেই শেষ করছি ভাল থাকবেন। 🙂
আমি Sakib Hossen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল, চালিয়ে যান 😆