নকিয়া বাজারে আনলো এনড্রয়েড+উইন্ডোজ= এনড্রজ {By Hit Regan}

নকিয়া এটা কি এনড্রয়েড বানাইলো না কি  উইন্ডোজ বানাইলো????? না কি ওগোর জাতের মাথা বানাইলো????? 😥 😥 😥

কত আশা করলাম নকিয়া এনড্ররয়েড এর মধ্যে সব চাইতে ভাল শেট বানাইবো আর বানাইলো কি না  এনড্রজ। 👿 👿 👿

লিঙ্ক দিলাম ইউটুবের একটু কষ্ট করে দেখে নেন নকিয়ার  এনড্রয়েড+উইন্ডোজ=এনড্রজ   http://www.youtube.com/watch?v=_pdTuFWbcNI 

হারে নকিয়া এমন ফালতূ শেট বানাইয়া ওরা কি এনড্রয়েড এর বাজার ধরতে পারবো????????

নকিয়া X & X+ ক্যামেরা দিছে ৩ মেগা আর র‍্যাম দিছে ৫১২ এমবি।XL দিছে ৫ মেগা ক্যামেরা আর ৭৬৪ এমবি র‍্যাম। full specifications পেতে এই লিঙ্কে যেয়ে দেখতে পারেন http://www.gsmarena.com/nokia_x_a110-6067.php

 

আবার প্লেস্টোরে ডুকা নাকি যাবে না।এটা কোন কথা এনড্রয়েড ফোন আর প্লেস্টোরে ডুকা যাবে না?????????

হে হে হে  এ রকম ফালতু শেট বানাইয়া ধরা যে খাইবো এটা নিশ্চিত।নকিয়া পাগলারা ছাড়া কেউ এই শেট কিনবো?????? মনে হয় না। উইন্ডোজ এর মত শেট বানাইয়া কোন সাহশে ওরা এইটারে এনড্রয়েড কয়?????

এত দিন সবাই কত আশা নিয়া কত টিউন করছে আর আমরা কতো আশা নিয়া পড়ছি।সব আশা শেষ করে দিল নকিয়া।

কে কে এমন ফালতু শেট কিনবেন আওয়াজ দেন।নাকি কিন বেন না???????  নকিয়া লাভার রা আমার টিউন পরে কষ্ট পেলে আমি আগে থেকে sorry.

Level 0

আমি Hit Regan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

All time Hit


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

নোকিয়া একটা বোধাই মারকা কোম্পানি

    Level 0

    ঠিক বলেছেন ভাই।ধরা খাওয়া কোম্পানি ধরাই খাইবো।
    কমেন্ট এর জন্য ধন্যদান।

      Level 0

      sorry কমেন্ট এর জন্য ধন্যবাদ।

কিনব না।

    Level 0

    আমিও কিনবো না।এরকম ফালতু শেট কিনা কি যায়?????তবে ফাও দিলে নিতেও পারি।
    কমেন্ট এর জন্য ধন্যবাদ।

এটা নকিয়ার আশা সিরিজের ফোন। আশা করি এতেই একে নিয়ে প্রশ্নগুলো মিটে যাবে। প্রায়ই একই দামে বাজারে নকিয়া লুমিয়া ৫২০ বা, নতুন ৫২৫ পাওয়া যাবে। লাগলে সেগুলো কিনে চালাতে পারেন। আর বাজেট বেশি থাকলে নকিয়া আইকন। নকিয়া যেহেতু এখন মাইক্রোসফটের অংশ তাই তারা কখনো হাই এন্ড এন্ড্রয়েড সিষ্টেম ফোন বানাবেনা। এটা বানাবার লক্ষ্য মানুষকে উইন্ডোজে অভ্যাস্থ করা। আর সততার জরিপে ১ নম্বরে থাকা ফিনল্যান্ডের নকিয়ার গ্রাহক ঠকানোর রেকর্ড বিরল, তাই কিনলে টাকা মার যাবে তা বলা যাবেনা তাতে যে স্পেসিফিকেশনই থাকুক; নকিয়া সাধারনত তাকে ব্যাবহার উপযোগী করেই ছাড়ে। তবে মার্কিন মালিকদের আন্ডারে যাওয়া নকিয়ার ফোন ইউনিট কদিন এ সুনাম ধরে রাখতে পারে বলা মুশকিল

    Level 0

    @Junaid Ahmed Shawon: ভাল বলেছেন ভাই।তবে যে স্পেসিফিকেশন দিয়েছে তাতে এই সেট গুলো এন্ড্রয়েড বাজারে মার খাবে এটা নিশ্চিত।সেট গুলোর দাম ১৬০০০ থেকে ২০০০০ টাকার উপরে।এই দামে আরও ভাল স্পেসিফিকেশন এর এন্ড্রয়েড সেট পাওয়া যায়।তাই নকিয়ার অন্ধ্ ভক্ত ছাড়া এই সেট গুলো কেউ কিনবে বলে মনে হয় না।
    সুন্দর কমেন্ট এর জন্য ধন্যবাদ।

      @Hit Regan: nokia x এর দাম ১১ হাজার ।

        Level 0

        @নিশাচর আত্মা: sorry ভাই পরে যানতে পেরেছি।
        কমেন্ট এর জন্য ধন্যবাদ।

Faltu set

    Level 0

    @নিসাদ: ফালতু মানে চরম ফালতু সেট।
    কমেন্ট এর জন্য ধন্যবাদ।

Level 2

========!!!!

EI TUNE TA DELETE KORA UCIT. VASHA ZEVABEY LEKHA HOISA, AMAR VALO LAGEY NAI. MODERATOR-DER DRISTI AKORSHON KOTESI

========!!!!

    Level 0

    @omi97: ভাল না লাগলে পড়বেন না।অজথা ফাও কমেন্ট করেন কেন???
    ভাষা খারাপ থাকলে অনেক আগেই মডারেটররা ডিলেট করে দিত।পারলে একটা টিউন করেন দেখি কতো সুন্দর টিউন করতে পারেন।

    Level 0

    @omi97: 2,000 বার এর বেশি দেখা হয়েছে।
    নির্বাচিতটিউন মনোনয়ন করেছে ১৪ জন।আর ফেবু এবং টুটারে মানুষ লাইক দিল কি সুধু সুধু ???সবার ভাল লাগল আর আপনার খারাপ লাগার কারনে মডারেটররা ডিলিট করে দিবে এই টিউন??? মডারেটরদের মাথা কি আপনার মত খারাপ যে ভাল মন্দ বুজে না।এরকম ফাও কমেন্ট আর করবেন না দয়া করে।

Level 0

লুল ,,,,,,,,,,,,,,,, এনড্রজ 😀

    Level 0

    @omi97 ধন্যবাদ। কিভাবে যেন মাথয় চলে আসলো এনড্রয়েড+উইন্ডোজ=এনড্রজ। ; )

Level 0

মামা একে্করে আমার মনের কথাডাই কইছো।
কতো আশা করছিলাম যে symbian ছাইরা
android কিনমু হলা হারামিরা সব নাটি কইরা দিলো ।।

    Level 0

    @Ruhul Amin: ভাই নকিয়ার আশা ছেরে দেন।অনন্য ব্রান্ড এর android সেট কিনে android এর মাজা লুটুন।
    সুন্দর কমেন্ট এর জন্য ধন্যবাদ।

নোকিয়া ভুং ভাং মাল বাইর করে জানতাম …… এতোটা বাইর করবে আশা করি নাই । তোগো এন্ড্রয়েড বানাইতে মন চায় না ঠিকাছে, উইন্ডোজ লইয়া পইড়া থাকতি। এন্ড্রয়েড রে এমনে না পচাইলেও হইতো ।

    Level 0

    @আরিফুজ্জামান রাব্বি: ভাই android কে পচাতে যেয়ে অরা নিজেরাই পচে গেছে।
    সুন্দর কমেন্ট এর জন্য ধন্যবাদ।