নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আসলো

মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া এবার আনল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে ‘এক্স’, ‘এক্স প্লাস’ ও ‘এক্সএল’ মডেলের অ্যান্ড্রয়েডের কাস্টমাইজড সংস্করণের তিনটি ফোন দেখিয়েছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি।

নকিয়ার ‘এক্সএল’ স্মার্টফোনটির স্ক্রিনের মাপ পাঁচ ইঞ্চি। পেছনে পাঁচ ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত স্মার্টফোনটিতে এলইডি ফ্ল্যাশ থাকছে। এ ছাড়া নকিয়া এক্স ও এক্স প্লাস মডেল দুটির ডিসপ্লের মাপ চার ইঞ্চি।

বাংলাদেশের নোকিয়ার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম দেখুন এইখান থেকে..

এর আগে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের স্মার্টফোন আনলেও অ্যান্ড্রয়েডযুক্ত স্মার্টফোন নোকিয়ার এটাই প্রথম। এগুলোর দাম হবে ৮৯ ইউরো থেকে ১০৯ ইউরো পর্যন্ত। নকিয়ার সাবেক প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ এই তিনটি স্মার্টফোন উন্মুক্ত করেছেন।

নকিয়ার এ তিনটি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের একটিতেও সরাসরি গুগল প্লে বা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন স্টোরে যাওয়ার সুযোগ থাকবে না। তবে তিনটি মডেলে মেমোরি বাড়ানোর সুযোগ থাকবে।

নকিয়ার অ্যান্ড্রয়েড ফোনের বিশেষ সুবিধা হিসেবে যুক্ত হয়েছে মাইক্রোসফটের ক্লাউড সেবা। এতে নকিয়ার বেশ কিছু অ্যাপ্লিকেশন প্রিইনস্টল করা থাকবে। ব্যবহারকারীরা নকিয়া স্টোর থেকে এবং ওয়েব থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। নকিয়ার নতুন তিনটি স্মার্টফোনের হোম স্ক্রিন উইন্ডোজ ফোনের সঙ্গে সাদৃশ্য রেখে তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

Source: TechEduNews.com

Level 0

আমি উড়ন্ত পাখি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এনড্রয়েড ফোনে প্লেস্টোরে যাবার সুবিধা থাকবেনা.. এইটাইপ হাস্যকর বুদ্ধিমত্তার জন্যই নোকিয়া মার্কেট থেকে বিলিন হয়ে গেছে। অবস্থা এমন যে শেষ পর্যন্ত মাইক্রোসফটের কাছে বেচে দিতে হল নিজেদের। বাংলাদেশের বাজারে ওয়ালটন বা সিম্ফনীর যে মার্কেট নকিয়ার গুণগত মান তার ৫০% ও হবেনা। ব্ল্যাকবেরীর মত শুধু ব্রান্ড ভেল্যুর জন্য টিকে থাকবে কিছুদিন এরপর বিলীন হয়ে যাবে। মার্কেট করবে স্যামসাং আর সনি।

    @নেট মাস্টার: এইডা কি হুনাইলেন। প্লেষ্টোর নাই!!!!!!!!!!!!!

প্রথমত এটা আশা সিরিজের ফোন। দ্বিতীয়ত এটি মূলত এন্ড্রয়েডভিত্তিক হলেও পুরো তা নয় বরং অ্যামাজনের এন্ড্রয়েডের মতই ব্যাপক মডিফাইড একটা ভার্সন। কিন্ডল ফায়ারেও প্লেস্টেশন নেই তাই বলে তার এপস পাওয়া যায়না তা নয়। তবে উইন্ডোজ ফোন এন্ড্রয়েডের তুলনায় খুব কম হার্ডওয়্যারেই ভাল চলে, এটা কেমন চলবে তা সময়ই বলে দেবে। এটা যেহেতু আশা সিরিজের তাই এটাকে সেখানেই বিবেচনা করা উচিৎ। এর থেকে ভাল চাইলে নকিয়ার উইন্ডোজ ফোন বা অন্য কোম্পানীর হাই এন্ড এন্ড্রয়েড ফোন কিনতে হবে