পৃথিবীর প্রথম মোবাইল ফোন! – ধারাবাহিক পোস্ট

http://pcskull.com/wp-content/uploads/2013/04/martin-cooper-inventor-of-worlds-first-mobile6.jpgপৃথিবীর প্রথম মোবাইল ফোনের জনকঃ Martin Cooper
পৃথিবীর প্রথম মোবাইল ফোনের জন্মঃ April 3rd 1973
পৃথিবীর প্রথম মোবাইল ফোনের প্রথম ব্যবহারঃ April 3rd 1973
পৃথিবীর প্রথম মোবাইল ফোনের ব্রান্ডঃ Motorola

পৃথিবীর প্রথম মোবাইল নিয়ে কিছু কথাঃ Motorola কোম্পানি আজও মোবাইল ফোনের বিজনেস করে যাচ্ছে। আজ প্রায় ৪০ বছর পর আজও Motorola মার্কেটে নিয়ে আসছে তাদের নতুন নতুন মোবাইল ফোন। Motorola এর তৈরি পৃথিবীর প্রথম আবিষ্কৃত এই মোবাইলটির ওজন ছিল প্রায় হাজার গ্রামেরও বেশী কিন্তু আফসুসের ব্যাপার ছিল মাত্র ৩০ মিনিট কথা বলার পর ১০ ঘন্টা চার্জ দিতে হত। অর্থাৎ দশ ঘন্টা চার্জ দিয়ে মাত্র কথা বলা যেতে ৩০ মিনিট!

http://static.ibnlive.in.com/pix/slideshow/04-2013/mobile-phone-turns/main-1-motorola-030413.jpg

(মোবাইলের জনকের সাথে প্রথম মোবাইল!)

মাত্র ৪০ বছর আগে আবিষ্কার হওয়া এই মোবাইল নামক যন্ত্রটি আমাদের জীবনের অংশ হিশাবে জায়গা করে নিয়েছে। কিপ্যাড মোবাইল, কুয়ার্টি মোবাইল, স্মার্ট (টাচ) ফোন, ঊইন্ডোজ মোবাইল, অ্যান্ড্রোয়েড মোবাইল সহ প্রতিদিনি রুপ বদলাচ্ছে আমাদের এই ছোট হাতের ডিভাইসটি।

notable_phone_sizes_004.jpg

(ধারাবাহিক ভাবে মোবাইলের পর্তাবর্তন!)

আশা করি লিখাটা ভাল লেগেছে। বর্তমানে আমাদের জীবনে বহুল ব্যবহত এমন আরও কিছু যন্ত্রের জন্ম বা আবিষ্কার নিয়ে ধারাবাহিক ভাবে লিখব ইনশা-আল্লাহ, আশা করি ভাল লাগবে সবার। সে পর্যন্ত ভাল থাকবেন আজ এটুকুই! আল্লাহ হাফেজ!

http://culturespike.com/wp-content/uploads/2011/08/News_Mobile_CellPhoneHistory.png

(মোবাইলের ধারাবাহিক রুপ বদল!)

পরবর্তিতে ধারাবাহিক ভাবে যে বিষয় সমুহ লিখতে যাচ্ছিঃ

• পৃথিবীর প্রথম (কম্পিউটার) মাউস!
• পৃথিবীর প্রথম মোটর সাইকেল!
• পৃথিবীর প্রথম গাড়ি!
• পৃথিবীর প্রথম ক্যামেরা!
• পৃথিবীর প্রথম ট্রেন!
• পৃথিবীর প্রথম টেলিভিশন!
• পৃথিবীর প্রথম ডেস্কটপ কম্পিউটার!

সৌজন্যে: Online IT Institute

ফেসবুকে : fb.com/events/279421995547464/

Level 0

আমি Mehedi Menafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

At present Muhammad Meehedi Menafa is working with BLACK iz Group, as well as Menafa teaching at the IT institute of BLACK iz. He also the main IT expert and SEO consultant of BLACK iz IT. Visit @ www.mmm.black-iz.com to know more detail about me.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো হয়েছে