UFS 3 বক্স সেটআপ করুন নতুন নিয়মে। UFSx_Support_Suite_Setup_v02.03.00.04.

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা ? নিশ্চয়ই ভাল। যারা জানেন না তাদের জন্য এই পোস্ট। যারা UFS 3 নিয়ে ঝামেলায় আছে তারা এই নতুন নিয়মে সেটআপ করে নিতে পারেন।
তাহলে চলুন দেখি কিভাবে U F S 3 Setup ও update দিবেন নতুন নিয়মে।

1.  প্রথমে আপনার কম্পিউটার থেকে U F S 3 এর পুরাতন ভার্সনের শকল সফটওয়্যার uninstall করুন।

2. এবার নিচের ডাউনলোড লিংক থেকে Support Suiteb Setup সফটওয়্যার টি ডাউনলোড করুন।
3. ডাউনলোড করার পর Install করুন।
4. এবার UFS3 (UFSx+HWK) বক্স কম্পিউটারে প্রবেশ করান/কানেকশন করুন।
5. এবার Desktop দেখুন "UFS_Panel" নামে একটি আইকন এসেছে। এই "UFS_Panel" ওপেন করুন। নিচের চিত্রের মত।

undefined

6. হার্ডওয়্যার ট্যাবে ক্লিক করার থাকবে । নাথাক্লে হার্ডওয়্যার ট্যাবে ক্লিক করুন।

7. এবার Scan Boxes এ ক্লিক করে অটোম্যাটিক আপনার বক্স সিলেক্ট হবে।
8. এবার "Check Box" এ ক্লিক করুন। এবার "Update Box" এ ক্লিক করুন। এবার "Check Box" এ ক্লিক করুন।
9. এবার সফটওয়্যার ট্যাবে ক্লিক করুন।

10. নেট কানেকশন রেখে Check Server এ ক্লিক করুন। এবার দেখুন ( যদি নেট কানেকশন ও বক্স কানেকশন ঠিক থাকে ) কিছু লিস্ট আসবে।
11. যদি লিস্ট গুলো মার্ক না থাকে তাহলে সবগোল মার্ক করে দিন। এবং Install এ ক্লিক করুন।

এবার দেখুন এক এক করে সব গুলো ফাইল Install হবে। Install সম্পূর্ণ হলে UFS_Panel ক্লোজ করে দিন।

আমার ক্ষুদ্র ব্লগে ঘুরে আস্তে আমন্ত্রণ রইল < এখানে ক্লিক করুন >

সফটওয়্যার টি Download

ভুলত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টি তে দেখবেন। আল্লাহ্‌ হাফেজ।

Level 0

আমি abdullah al masud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Box lagbe?
Naki cracked hisebe use korte parbo?

Level 0

ধন্যবাদ

অবশ্যই বক্স লাগবে।

আর হা Update এ ক্লিক করার আগে নেট কানেকশন থাকতে হবে।

Level New

ধন্যবাদ

    @zahed: আপনাকে ও ধন্যবাদ কমেন্ট করার জন্য।

প্রথমে ধন্যবাদ আপনাকে। আমার মোবাইলের দোকান আছে। আমি মোবাইলের সফটোয়্যারের কাজ করতে চাই। আপনি আমাকে সাহায্যে করবেন…? আমার মেইল এড্রেস [email protected]

    @ratjaga pakhi: চেষ্টা করব। ধন্যবাদ

Level 0

Bhai, samsung jonno (specially for Android baesd phones) kon box volo hobe?

Otopus box or Z3x box or BST dongle?

Level 2

ভাই কি ভাবে বক্স দিয়ে মোবাইল ফ্লাস দেয়া হয়। কি কি মোবাইলের জন্য কোন বক্স ভাল হবে ? কোন সাইট থাকলে লিংক দিলে খুশি হতাম। আর আপনি যদি টউন করতেন তাহলে তো আরো ভাল।

    @Moyazzem: সময় এর অভাবে লিখতে পারিনা ( মোবাইল অ্যান্ড কম্পিউটার, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার এর কাজে বেস্ত থাকি)। তবে আমার ব্লগে ”মোবাইল সার্ভিসিং” নামে একটা লেবেল আছে, ওখানে সময় পেলেই এই বিসয়ে লিখা লিখি করি।

Level 4

ধন্যবাদ আপনাকে !

ভাই UFS 3 বক্স এর দাম কত? টিউন এর জন্য ধন্যবাদ

    @Made In Japan বেশি ভালবাসি: বর্তমান রেট আমার জানা নেই। তবে ৬/৭ হাজার ।
    j.a.f বক্স নিতে পারেন প্রাই ২৭০০ টাকায়। ধন্যবাদ